Web bengali.cri.cn   
চাইলেই গাছ থেকে টাকা পড়বে না
  2010-05-21 20:06:02  cri

৪ বছরের একটি ছেলে সবেমাত্র স্কুলে ভর্তি হয়েছে। তার শিক্ষক মনে প্রাণে একজন খৃষ্টান। প্রতিদিন ক্লাস শুরুর আগে শিক্ষক ছাত্রছাত্রীদের নিয়ে প্রার্থনা করেন। একদিন শিক্ষক ছাত্রছাত্রীদেরবে বললেন " শিশুরা, তোমরা যদি নিয়মিত প্রার্থনার মাধ্যমে উপাসনা করো তাহলে তোমরা সব কিছু পাবে"। এ ছেলেটি শিক্ষককে জিজ্ঞেস করলো " শিক্ষক, যদি আমি বিধাতার কাছে প্রার্থনা করি, তাহলে তিনি কি আমাকে আমার পছন্দের বা চাওয়া জিনিসটি দিতে পারবেন?"। শিক্ষক বললেন " হ্যাঁ! নিশ্চয়!"

এ ছোট্ট ছেলেটি খুবই বড় আকারের একটি রুটি চায়। সে তার জীবনে কখনো বড় রুটি খায়নি। তবে সে দেখেছে, তাঁর সহপাঠী একটি ছোট্ট মেয়ে মাঝে মাঝে বড় আকারের রুটি নিয়ে স্কুলে আসে। ছোট্ট এ মেয়েটিও মাঝে মাঝে ছেলেটিকে জিজ্ঞেস করে, " ভাইয়া, তুমি কি আমার সাথে একটু রুটি খাবে ?" ছোট্ট ছেলেটি সাধারণত বলে " না, খাবো না"। তবে ছোট্ট ছেলেটি সত্যি কথা বলে নি। আসলে তার বড় রুটি খুবই খেতে ইচ্ছে করে।

স্কুল থেকে বাড়িতে ফিরে যাওয়ার সময় ছোট্ট ছেলেটি ঐ মেয়েটিকে বললো "আপু, আগামিকাল আমার হাতেও তোমার মত একই রকমের একটি বড় রুটি থাকবে"। নিজের বাসায় ফিরে আসার পর, ছোট্ট ছেলেটি দরজা বন্ধ করে খুবই আন্তরিকতা ও গভীর বিশ্বাসের সাথে বিধাতার কাছে প্রার্থনা করতে শুরু করে দেয়। সে বিশ্বাস করে, বিধাতা নিশ্চয়ই তার প্রার্থনায় মুগ্ধবান হবেন এবং তাকে বড় আকারের একটি রুটি অবশ্যই দেবেন। প্রার্থনা শেষে পরের দিন খুব ভোরে সে উঠার পর সে খুব দ্রুত বইয়ের ব্যাগটির কাছে গিয়ে ব্যাগটিকে ছুঁয়ে দেখলো তার ভেতরে বড় একটি রুটি আছে কি না! সে বুঝতে পারলো যে, ভেতরে বই ছাড়া কিছুই নেই। কিন্তু তার মনে বিশ্বাস জন্ম নিল যে, বিধাতার কাছে আন্তরিকতার সাথে প্রতিদিন প্রার্থনা করলে বড় আকারের রুটি নিশ্চয় সে একদিন পাবে।

প্রায় একমাস পর, ছোট্ট মেয়েটি এ ছেলেটিকে জিজ্ঞেস করলো " ভাইয়া, তোমার রুটি পেয়েছো কি?" ছেলেটি হাসি মুখে বললো " না, বিধাতা হয়তো অনেক ব্যস্ত, তাই আমার প্রার্থনা শোনার সময় পান নি। আমি মনে করি, আমার আরও অক্লান্ত প্রচেষ্টা চালানো দরকার"। ছেলেটির কথা শুনে ছোট্ট মেয়েটি হাসতে হাসতে বললো " ভাইয়া, তুমি শুধু রুটি পাওয়ার জন্য প্রার্থনা করো, তাইনা? তাহলেতো চলবে না। প্রার্থনার পাশাপাশি তোমাকে টাকা উপার্জন করে সরাসরি রুটি কেনার চেষ্টা করতে হবে। কেন তুমি এতো বেশি সময় শুধু প্রার্থনায় পড়ে থাকো? কীভাবে টাকা উপার্জন করা যায় সে বিষয়েও তোমাকে আরো বেশি ভাবতে হবে বলে আমি মনে করি "।

ছোট্ট মেয়ের কথা শুনে এ ছেলেটি অনেকক্ষণ চিন্তা ভাবনা করলো। সে ভেবে দেখলো প্রার্থনার পাশাপাশি নিজের চেষ্টার মাধ্যমে উপার্জন করে সে তার নিজের পছন্দের প্রয়োজনীয় জিনিসটি কিনতে পারবে।

দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। সেই ছোট্ট ছেলেটি এখন বেশ বড় হয়েছে। এখন আর বড় রুটির কোন অভাব নেই। তার প্রার্থনা বিধাতা পুরণ করে দিয়েছেন। সে ইতোমধ্যেই দেশ জুড়ে একজন বিখ্যাত লেখক হিসেবে পরিচিতি পেয়েছে। তিনি কে? বন্ধুরা, বলতে পারবেন কি? এই বিখ্যাত লেখকটি হচ্ছেন আর কেউ নন, জগত্ বিখ্যাত মার্কিন লেখক মার্ক টোয়াইন।

বন্ধুরা, এ গল্প থেকে আপনারা কি শিখলেন? আমরা বুঝতে পেরেছি যে, চাইলেই গাছ থেকে টাকা পড়বে না। এর অর্থ হলৌ প্রার্থনার পাশাপাশি নিজের ঘাম ঝরানো অক্লান্ত প্রচেষ্টাই হচ্ছে বাস্তবতা। বিধাতা বলেছেন তুমি চেষ্টা করো আমি তোমাকে সাহায্য করবো। তাই আমাদের সবার উচিত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজের মাঝে নিজেদের উত্সর্গ করা।–ওয়াং হাইমান

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040