Web bengali.cri.cn   
২৮তম প্যারিস ভাষা প্রদর্শনী সম্পন্ন
  2010-05-20 20:07:50  cri

৩ ফেব্রুয়ারী থেকে ৬ মার্চ পর্যন্ত ২৮তম ভাষা প্রদর্শনী ফ্রান্সের রাজধানি প্যারিসে অনুষ্ঠিত হয়েছে। বিদেশী ভাষা হিসেবে চীনা ভাষা শিক্ষাদানকারী জাতীয় কার্যালয় এবারের প্রদর্শনীতে অংশ নেয়। এ প্রদর্শনীর মধ্য দিয়ে হান ভাষা শেখার চাহিদা ও জনপ্রিয়তা অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ার বিষয়টি প্রতিফলিত হয়েছে। চীন আন্তর্জাতিক বেতারের সংবাদদাতা এবারের উদ্বোধনী অনুষ্ঠানে সাক্ষাত্কার দিয়েছেন।

জানা গেছে, এবারের প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মধ্যে অধিকাংশই হচ্ছেন ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে পেশাদার ব্যক্তি এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। উদ্যোক্তা ইউনিট সূত্রে জানা গেছে, মোট ১৮০টি সংস্থা এবারের প্রদর্শনীতে অংশ নেয়। এর মধ্যে প্রধানত শিক্ষা ইউনিট, প্রকাশনা শিল্পপ্রতিষ্ঠান, ভাষা প্রশিক্ষণ এবং অনুবাদসহ বিভিন্ন সংস্থা। বেশি বেশি দর্শককে আকর্ষণের জন্য এবারের প্রদর্শনী আরো বৈচিত্র্যময় বিনিময় কার্যক্রমের আয়োজন করে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরণের সম্মেলন, আলোচনাসভা, ভাষা পরীক্ষা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

এবার নিয়ে চীন ষষ্ঠবারের মত এ ভাষা প্রদর্শনীতে অংশ নেয়। বিদেশী ভাষা হিসেবে চীনা ভাষা শিক্ষাদানকারী জাতীয় কার্যালয়ের পাঠ্যপুস্তক বিভাগের পরিচালক সুন চেং ওয়েন বলেন, এবারের প্রদর্শনী বিশ্বকে মহান ও গভীর চীনা সংস্কৃতি প্রদর্শন ছাড়া, অন্যান্য দেশ ও জাতির কাছে ভাষা সংস্কৃতির সাধ গ্রহণ করতে পারবে বলেও ধারণা করা হয়। চীন বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের বিনিময় অব্যাহত জোরদার করার সঙ্গে সঙ্গে বিদেশী বন্ধুদের চীনকে জানা এবং চীনা ভাষা শেখার আগ্রহও বেশ তীব্র হয়ে উঠেছে। এর প্রেক্ষাপটে কনফুসিয়াস ইন্সটিটিউট পর্যায়ক্রমে প্রতিষ্ঠিত হয়। এ পর্যন্ত বিশ্বের ৮৮টি দেশ ও অঞ্চলে মোট ২৮২টি কনফুসিয়াস ইন্সটিটিউট এবং ২৭২টি কনফুসিয়াস ক্লাসরুম স্থাপন করেছে চীন। এর মধ্যে ফ্রান্সে মোট ১৩টি কনফুসিয়াস ইন্সটিটিউট এবং ২টি কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠিত হয়। এক কথা বলা যায়, কনফুসিয়াস ইন্সটিটিউট ইতোমধ্যেই বিভিন্ন দেশে চীনা ভাষা সম্পর্কে জানার একটি জানালায় পরিণত হয়েছে। অবশ্য এটি বিশ্বের বহুমুখী সংস্কৃতি বিনিময়েরও একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

সাম্প্রতিক বছরগুলোতে চীনের বহুমুখী রাষ্ট্রীয় ক্ষেত্রের অব্যাহত অগ্রগতির আন্তর্জাতিক বিষয়ে চীন বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। এর ফলে চীনে বৈদেশিক শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ব্যাপক বেড়েছে। এর ব্যাপক বাজার এবং উন্নয়নের সুপ্ত শক্তি সর্বজনস্বীকৃত । পাশাপাশি সুদীর্ঘকালের সংস্কৃতি এবং অর্থনীতির দ্রুত উন্নয়ন হান ভাষার আন্তর্জাতিকীকরণের মান আরও উন্নত করবে বলে সবার ধারণা।---ওয়াং হাইমান

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040