Tuesday Apr 29th   2025 
Web bengali.cri.cn   
ইয়ান রাজবংশের রাজধানীকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য ১০ হাজার সই
  2010-05-20 15:06:37  cri
ইয়ান রাজবংশের রাজধানীর ধ্বংসাবশেষকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য এ সংক্রান্ত একটি প্রস্তাবে অন্তর্মঙ্গোলিয়ার দশ হাজারও বেশি লোক সই করেছেন।

ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় নতুন বিষয় অন্তর্ভক্তিকরণের শেষ সময় ঘনিয়ে আসছে। এ তালিকায় ইয়ান রাজবংশের রাজধানীর অন্তর্ভুক্তিকে সমর্থন করার জন্য ১৮ মে অন্তঃর্মঙ্গোলিয়ার মানুষেরা এ সংক্রান্ত প্রস্তাবে সই করেন।

অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের সাংস্কৃতিক বিভাগের পুরাকীর্তি বিষয়ক পরিচালক ওয়াং তা ফাং বলেন, অন্তর্মঙ্গোলিয়া ইয়ান রাজবংশের রাজধানীর ধ্বংসাবশেষকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদনের আন্তর্জাতিক মানগত পত্র আগামী জুন মাসে দেশের কাছে জমা দেয়া হবে। এরপর চীনের জাতীয় পুরাকীর্তি ব্যুরো এটি সংশোধনের জন্য দেশের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করবে। সেপ্টেম্বর মাসে এ পত্র ইংরেজি ও ফরাসী ভাষায় অনুবাদ করে ইউনেস্কোর কাছে জমা দেয়া হবে।

ইয়ান রাজবংশের রাজধানীর ধ্বংসাবশেষ অন্তর্মঙ্গোলিয়ার জেন লান ছি তৃণভূমিতে অবস্থিত। এর রয়েছে ৭৪০ বছরের ইতিহাস । ১২৬০ সালে ইয়ান রাজবংশের রাজা কুবলাই খান রাজধানী হিসেবে এ জায়গা নির্ধারণ করেন। ১২৬৪ সালে তিনি আজকের পেইচিংয়ে ইয়ান রাজবংশের রাজধানী স্থানান্তর করেন। এ দু'জায়গাই ইয়ান রাজবংশের রাজধানী। গত ১৩ ও ১৪ শতাব্দিতে ইয়ান রাজবংশের রাজধানী বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সামরিক ও প্রযুক্তির কেন্দ্রবিন্দু ছিল। (ওয়াং তান হোং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040