Web bengali.cri.cn   
শাংহাই বিশ্বমেলার প্রথম বিশেষ ফোরাম অনুষ্ঠিত
  2010-05-16 19:59:09  cri
চীনের শাংহাই বিশ্বমেলার প্রথম বিশেষ ফোরাম – তথ্যায়ন ও নগর উন্নয়ন ১৬ মে চীনের চেচিয়াং প্রদেশের নিংপোওতে শেষ হয়েছে । দু'দিনের ফোরামে চীন ও অন্যান্য দেশের অতিথিরা তথ্যায়নের নতুন প্রযুক্তির ধারণা ও অনুশীলন ভাগাভাগি করেছেন । এর মধ্যে রয়েছে পণ্য ইন্টারনেট ,মেঘের অবস্থান নির্ণয় ও তিন ধরণের ওয়েবসাইটের সংমিশ্ররণ ।

এ ফোরামের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় শাংহাইয়ের ডেপুটি মেয়র ইয়াং সুং বলেন , তথ্য প্রযুক্তির উদ্ভাবন এবং অর্থনীতি , সমাজ ও নগরের গঠনকাজে তথ্য প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে নগরের টেকসই উন্নয়ন এবং মানব জাতির আরো সুন্দর জীবন বাস্তবায়ন সম্ভব হবে । শাংহাই বিশ্বমেলা পার্কে ও কিছু কিছু প্যাভিলিয়নে সর্বশেষ নতুন প্রযুক্তি দেখানো হয়েছে এবং বিশ্বমেলার ওয়েবসাইটের মাধ্যমে সারা পৃথিবীর নেট নাগরিকরাও শাংহাই বিশ্বমেলা জানার সুযোগ পেয়েছেন । সুতরাং তথ্য প্রযুক্তি এবারের বিশ্বমেলাকে আরো কার্যকর ও চিত্তাকর্ষক করে তুলেছে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040