|
কম বেতন, ছেলেমেয়েদের অধিক শিক্ষা ফি ও পরিজনের চিকিত্সা ভার – এ তিনটি হচ্ছে চীনা পরিবারগুলোর প্রধান সমস্যা। ১৫ মে নিখিল চীন নারী ফেডারেশন প্রকাশিত "চীনের সম্প্রীতিময় পারিবারিক অবস্থা" সংক্রান্ত জরিপ রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে।
রিপোর্টে বলা হয়, ছেলেমেয়েদের অধিক শিক্ষা ফি, কম পারিবারিক আয় এবং পরিজনের অধিক চিকিত্সা ব্যয় ইতোমধ্যেই পরিবারগুলোর সামনে প্রধান সমস্যায় পরিণত হয়েছে। এ বিষয়ে সংবাদমাধ্যমের প্রচার এবং নিত্যদিনে মানুষের অনুভূতির প্রায় একই রকমের।
নিখিল চীন নারী ফেডারেশনের প্রচার বিভাগের চীনের পেইচিং, কুয়াং তুং, অন্তঃর্মঙ্গোলিয়া ও নিং সিয়াসহ ১০টি প্রদেশ , স্বায়ত্তশাসিত অঞ্চল ও কেন্দ্র শাসিত মহানগরে এ জরিপ চালায়।
জরিপ রিপোর্টটি প্রকাশের জন্য ১৫ মে আন্তর্জাতিক পারিবারিক দিবসকে বেছে নেয়া হয়।-- খবর সি আর আই
-- ওয়াং হাইমান
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |