১৪ মে চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংচৌ শহর এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের কুইলিন শহরে প্রবল বৃষ্টিপাত হয়েছে। এ বৃষ্টির ফলে কুয়াংচৌ শহরের বেশ কয়েকটি এলাকায় বন্যা হয়েছে এবং কুইলিন শহরের দশ হাজারেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।
১৪ মে বিকেল ৪টায় কুয়াংচৌ শহরে আরেকবার মুষলধারে বৃষ্টি হয়। এর ফলে বেশ কয়েকটি এলাকায় বন্যা হয়েছে। এ দিন রাত সাড়ে দশটা পর্যন্ত প্রবল বৃষ্টির দরুণ কুয়াংচৌ শহরের বেশির ভাগ এলাকার যাতায়াত ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে। ১৪ মে ভোরবেলায় সারা কুইলিন শহরে মাঝারি ধরণের বৃষ্টি হয় এবং কিছু কিছু এলাকায় মুষলধার বৃষ্টি হয়। প্রবল বৃষ্টির কারণে কুইলিন শহরের ১৮ হাজার ৩শ' ৪০ জন অধিবাসী ক্ষতিগ্রস্ত হয়েছেন। কয়েকটি নদীর পানির উচ্চতা বিপদসীমা ছাড়িয়ে গেছে।