|
শ্রীলংকার জনগণের মধ্যে চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতির বিস্তার করা এবং চীনা ভাষা শিক্ষাদানের মান উন্নয়নের লক্ষ্যে চীন আন্তর্জাতিক বেতারের শ্রীলংকার লুম্বিনির বেতার কনফুসিয়াস ক্লাসরুম এবং সি আর আই'র শ্রীলংকার শ্রোতা সমিতির যৌথ উদ্যোগে সম্প্রতি শ্রীলংকার রাজধানি কলোম্বে " চীনা সাংস্কৃতিক সপ্তাহ" উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীলংকার তথ্য ও প্রচার মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উন্নয়ন বিভাগের মহাপরিচালক , শ্রীলংকায় চীনের দূতাবাসের সাংস্কৃতিক বিভাগের কর্মকর্তারা, সি আর আই'র শ্রীলংকার শ্রোতা সমিতির চেয়ারম্যান, কনফুসিয়াস ইন্সটিটিউটের সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে শ্রীলংকার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রী প্রতিনিধিরা , শ্রীলংকায় অধ্যায়নরত চীনা ছাত্রছাত্রী এবং শ্রীলংকা ও চীনের মৈত্রী সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তাসহ শ্রীলংকার বিভিন্ন মহলের প্রায় ৩ হাজার মানুষ এবারের উদযাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদযাপনী অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো চীনা সুস্বাদু খাবার---ডাম্পলিং তৈরী করা। কারণ ডাম্পলিং হচ্ছে চীনের একটি ঐতিহ্যবাহী খাবার। অনুষ্ঠানে অংশগ্রহণকারী চীনা কর্মীরা শ্রীলংকার সকল অতিথিদেরকে ডাম্পলিং তৈরী করার পদ্ধতি সম্পর্কে অবহিত করেন। সবাই সক্রিয়ভাবে ডাম্পলিং তৈরী করার তত্পরতায় অংশ নেন। সবার অক্লান্ত প্রচেষ্টার পর, খুবই সুস্বাদু খাবার এবং চীনা ঐতিহ্যবাহী খাবার ---ডাম্পলিং প্রত্যেক খাবার টেবিলে স্থান পায়। নিজের হাতে তৈরী করা ডাম্পলিং খাওয়ার পাশাপাশি অংশগ্রহণকারীরা চীন ও শ্রীলংকার সকল অতিথিরাও চীন ও শ্রীলংকার দু'পক্ষের বিভিন্ন সুস্বাদু খাবার তৈরীর পদ্ধতি নিয়ে আলোচনা করেন। এতে সবার মুখে আনন্দ ও হাসি ফুটে উঠেছে।
শ্রীলংকার তথ্য ও প্রচার মন্ত্রী তাঁর বক্তৃতায় দীর্ঘকাল ধরে শ্রীলংকা ও চীনের মৈত্রী ত্বরান্বিতকরণে প্রচেষ্টা চালানোর জন্য সি আর আই'কে উচ্চ মূল্যায়ন করেন। তিনি বলেন, শ্রীলংকার জনগণের চীনকে জানুন এবং চীনা সংস্কৃতি জানানোর ব্যাপারে চীন আন্তর্জাতিক বেতার বেশ উল্লেখযোগ্য অবদান রেখেছে। শ্রীলংকার বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয় ও স্কুলের ছাত্রছাত্রীরা আধুনিক চীনকে বেশি জানবে বলে তিনি আশাবাদী।
এবারের " চীনা সাংস্কৃতিক সপ্তাহ" উদযাপনী অনুষ্ঠান শ্রীলংকায় চীনের দূতাবাসের ব্যাপক সমন্বয় ও সমর্থন পেয়েছে। শ্রীলংকার বেতার কোম্পানি এবং শ্রীলংকার বেতারসহ শ্রীলংকার বিভিন্ন প্রধান সংবাদমাধ্যম এবারের অনুষ্ঠান প্রচারের ভূয়সী প্রশংসা করেছে। -----ওয়াং হাইমান
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |