Web bengali.cri.cn   
বিশ্ব মেলা সম্পর্কিত তথ্য
  2010-05-10 20:46:21  cri
সাংহাই বিশ্বমেলা ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ মেলায় চীনা ছাড়াও আরো অনেক বিদেশি শাংহাইয়ে এসে এ মেলা পরিদর্শন করবেন। হয়তো আপনরাদের মধ্যে কেউ কেউ চীনে আসতে চান এবং শাংহাই বিশ্বমেলা পরিদর্শন করতেও চান। কিন্তু এই মূহুর্তে হয়তো আসতে পারছেন না বিভিন্ন কারণে। আজকের ভিন দেশির চোখে অনুষ্ঠানে আপনাদেরকে বিশ্বমেলার বৈশিষ্টময় সাংস্কৃতি অনুষ্ঠান এবং বৈশিষ্টময় বিষয় নিয়ে কিছু বলবো। যাতে যদি আপনার শাংহাইয়ে আসেন, আপনাদের সুবিধা হবে এবং এ মেলা সম্পর্কে আরো বেশি জানতে পারবেন।

সম্প্রতি শাংহাই বিশ্বমেলা ব্যুরোর অনুষ্ঠান বিভাগের উপ প্রধান চিন থাও বলেছেন, বর্তমানে প্রায় ১৮০টি অংশগ্রহণকারী দেশ ও আন্তর্জাতিক সংস্থা বিশ্বমেলা চলাকালে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের আবেদন জানিয়েছে। তিনি বলেন:

এবার মেলায় অংশগ্রহণকারীদের অনুষ্ঠানের তিনটি বৈশিষ্ট রয়েছে, প্রথমত: অনুষ্ঠানের সংখ্যা অনেক বেশি। এবার শাংহাই বিশ্বমেলায় অংশগ্রহণকারী দেশের দাখিল করা অনুষ্ঠান, বিশেষ করে রাষ্ট্রীয় দিবসের অনুষ্ঠান খুব সম্ভবত গত তিন বারের বিশ্বমেলার মধ্যে সবচেয়ে বেশি। তৃতীয়ত: আগে যে দেশ বিশ্বমেলায় অংশ নেয় নি অথবা বিশ্বমেলায় অনুষ্ঠান আয়োজন করে নি, এবার সেসব দেশেরও অনুষ্ঠান থাকবে। তৃতীয়ত: এবার মেলার অনুষ্ঠানের গুণগতমান অনেক ভালো। অনেক দেশের শ্রেষ্ঠ শিল্পী দল অনুষ্ঠানে অংশ নেবে।

এ ছাড়া এখন চীনের তথ্য মাধ্যমে কীভাবে ভালোভাবে বিশ্বমেলা পরিদর্শন সম্পর্কিত অনেক তথ্য প্রকাশ করা হচ্ছে। আজকে আমিও আপনাদের সঙ্গে এসব সহায়ক তথ্য ভাগাভাগি করবো। আপনারা কি জানেন, এসব তথ্যের মধ্যে খাবারের ওপর দর্শকদের সবচেয়ে গুরুত্ব বেশি। বিশ্বমেলায় বিশেষ করে চীনা খাবারের রাস্তা আছে। এ রাস্তায় চীনের ঐতিহ্যিক এবং বৈশিষ্টময় সব বিশ্ব বিখ্যাত খাবার রয়েছে, যেমন পেইচিংয়ের ছুয়ান চু দ্য রোস্ট ডাক, থিয়ান চিন শহরের বৈচিত্রময় খাবার বাও চি, অন্তর্মঙ্গলিয়ার খাশির মাংশ, ম্যাকাওয়ের হাল্কা খাবার রেস্তরাঁসহ আরো অনেক কিছু। বিভিন্ন দেশের দর্শকের জন্য বিভিন্ন দেশের ভবনে স্থানীয় খাবারও পাওয়া যাবে। যেমন তুরস্কের মাংশের রোস্ট, ফ্রান্সের চ্যাম্পিয়ন মদ ও নরওয়ে'র মাছ ।

এ ছাড়া, দর্শকদের আকর্ষণের জন্য বিভিন্ন ভবনের নিজস্ব বৈশিষ্ট রয়েছে। যেমন পোল্যান্ড ভবনে এক শ' পিয়ানো নিয়ে বিখ্যাত শিল্পী চোপিনের পিয়েনো সঙ্গীত বাজানো হবে। ফ্রান্স ভবনে যদি কেউ আবেদন করে এবং তার আবেদন যদি অনুমোদিত হয়, তাহলে এ ভাগ্যবান মানুষের জন্য ফ্রান্সের মেয়র তার বিয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করতে পারবে।

টিকিট কেনা ক্ষেত্রে দর্শকরা সহজেই ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বমেলার টিকিট কিনতে পারবেন। টিকিট কেনার প্রক্রিয়া একদম সহজ।

 বিশ্বমেলা ১৮৪দিন স্থায়ী হবে। এসব তথ্য জানলে আপনারা সহজেই এ মেলার সৌন্দর্য উপভোগ করতে পারবেন বলে আমাদের বিশ্বাস।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040