|
||||||||||||||||||||||||||||

ধ্বংস স্তুপে আটকে পড়ার বিষয়টি বাছাই সম্পর্কিত আলোচনায় পরিচালক ফেং সিয়াও কাং বলেন , এ প্রতিচ্ছবি সৃষ্টি করার সময় আমিসহ সকল কলা-কুশলীর কেউই কারো দিকে খেয়াল করতে পারে নি, কারণ সবাই তখন কাঁদছিলেন। এ চলচ্চিত্রটি সিনেমাস্কোপ পর্দায় মুক্তি পাবে।
এ চলচ্চিত্র সৃষ্টির সময়কালের কথা স্মরণ করে পরিচালক ফেং সিয়াও কাং বলেন, এটি সত্যি সত্যিই একটি সহজ কাজ নয়। কারণ ভূমিকম্পের আগে, ভূমিকম্প হওয়া এবং ভূমিকম্পের পর ধ্বংস স্তুপের অবস্থাসহ প্রত্যেক বিভিন্ন ক্ষেত্র তৈরি করতে অনেক সময় লেগেছে। শুধু ২৩ সেকেন্ডের প্রতিচ্ছবি ধারণের জন্য হয়তো হলিউডে কমপক্ষে ৭ ও ৮ কোটি ইউয়ান খরচ হবে। তবে আমরা শুধু ৩ কোটি ইউয়ান ব্যয় করেছি। কিন্তু পরিচালক ফেং সিয়াও কাং বলেন, " থাং শান ভয়াবহ ভূমিকম্প" চলচ্চিত্র শিল্প থেকে আয় ৫০ কোটি ইউয়ান আয় হবে বলে অনুমান করা হচ্ছে।----ওয়াং হাইমান


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |