|
মেক্সিকোর হান ভাষা শিক্ষক সমিতির কার্যক্রম ১৭ এপ্রিল মেক্সিকো শহরের কনফুসিয়ান ইন্সটিটিউটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এ সমিতির লক্ষ্য হলো মেক্সিকোর হান ভাষার শিক্ষকদের শিক্ষাদানের মান উন্নয়ন করা, চীন ও মেক্সিকোর হান ভাষার শিক্ষকদের বিনিময় জোরদার করা এবং চীনা সংস্কৃতির লালন করা। মেক্সিকোয় চীনের দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর ওয়াং কাং, শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং মেক্সিকোর পাঁচটি কনফুসিয়াস ইন্সটিটিউটের শিক্ষকরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী মেক্সিকোয় চীনের দূতাবাসের শিক্ষা বিভাগের কর্মকর্তা তাই ছাও ফু বলেন, সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোর অধিবাসীরা হান ভাষা শেখার জন্য এক কাতারে এসে দাঁড়িয়েছেন। মেক্সিকোর কয়েকটি কনফুসিয়াস ইন্সটিটিউটে শিক্ষার্থীদের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। সুতরাং, হান ভাষার শিক্ষকদের চাহিদাও অব্যাহতভাবে বাড়বে বলে মনে হয়। অবশ্য শিক্ষাদানের মান আরো উন্নত করা জরুরি। তিনি বলেন:
"বর্তমানে মেক্সিকোয় মোট ১ শ'রও বেশি বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে ১০ হাজারেরও বেশি মানুষ হান ভাষা শিখছে। এটি কয়েক বছরের আগের তুলনায় একটি অভাবনীয় অগ্রগতি। আমাদের হান ভাষার শিক্ষক সমিতি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে হান ভাষার শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেয়া। এ সমিতি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটি মেক্সিকোয় হান ভাষার শিক্ষকদের জন্য একটি মাইলফলক"।
মেক্সিকোয় হান ভাষার শিক্ষকদের দল আরও বড় হতে চায় বলেও জানান তিনি। এ সম্পর্কে মেক্সিকো কলেজের হান ভাষার অধ্যাপক লিলিয়ানা আর্সোভস্কা তাঁর বক্তৃতায় বলেন:
"হান ভাষা শিক্ষাদান ক্ষেত্রে আমাদের আরও অনেক ব্যবস্থা নেয়া উচিত। গত কয়েক বছরে হান ভাষা শেখা এবং হান ভাষা শিক্ষাদান মেক্সিকোয় একটি লক্ষণীয় উন্নয়ন অর্জন করেছে। আমার মনে হয়, মেক্সিকোর হান ভাষার শিক্ষক সমিতির কর্মকান্ড খুবই তাত্পর্যবহ"।
পেইচিং অলিম্পিক গেমস-২০০৮' এবং শাংহাই বিশ্বমেলার সুষ্ঠু আয়োজনের কারণে মেক্সিকোয় চীনা ভাষা শেখা এবং চীনা সংস্কৃতি জানার আগ্রহ বেড়েছে সকলের।----ওয়াং হাইমান
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |