|
চীনে এখন বর্ষাকাল শুরু হয়েছে। দেশের আবহাওয়া ব্যুরো ৬ মে পূর্বাভাস দিয়েছে যে, ৬ থেকে ৯ মে পর্যন্ত হে লুং চিয়াং, চিয়াং সি, চে চিয়াং, ফুচিয়ান, কুয়াং সি ও কুয়াং তুংসহ চীনের অনেক জায়গায় তুমুল পৃষ্টিপাত হবে।
কিছু কিছু অঞ্চলে ঝড়-জলোচ্ছ্বাস হবে বলে আবহাওয়া ব্যুরো জানায়।
জানা গেছে, চীনে এ বছর গ্রীষ্মকালে গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি জায়গায় বৃষ্টিপাত হয়েছে। এবার বন্যা প্রতিরোধ পরিস্থিতি একটু জটিল হচ্ছে।
--ওয়াং হাইমান
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |