এ বছরের প্রথম তিন মাসে চীনা ভোক্তাদের আস্থার সূচক অব্যাহতভাবে বেড়েছে । তবে ভোক্তাদের ইচ্ছা একটু কমেছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক অবস্থা তত্ত্বাবধান কেন্দ্র আন্তর্জাতিক বিখ্যাত বাজার সংক্রান্ত জরীপ কোম্পানি ---- নিয়েলসেন কোম্পানির সঙ্গে ৬ মে পেইচিংয়ে প্রকাশিত এক যৌথ জরিপ রিপোর্টে এ কথা জানিয়েছে।
রিপোর্টে বলা হয়, এ বছরের প্রথম তিন মাসে চীনা ভোক্তাদের আস্থার সূচক বেড়ে হয়েছে ১০৮ শতাংশ। যা গত কোয়ার্টারের তুলনায় ৪ শতাংশ বেশি । পর পর চার কোয়ার্টারে বৃদ্ধির প্রবণতা বজায় রয়েছে বলে তা ২০০৭ সালের পর একটি সর্বোচ্চ পর্যায়ে এসে দাঁড়ায়। ----খবর সি আর আইয়ের----ওয়াং হাইমান