Web bengali.cri.cn   
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষণা কর্মীরা চীন ও ব্রিটেনের সমঝোতা বাড়ানোর চেষ্টা করছেন
  2010-05-03 18:57:42  cri
ব্রিটেনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের নিদাম গবেষণামূলক ইন্সটিটিউট হল ইউরোপে চীনের বিজ্ঞান ও প্রযু্ক্তিবিদ্যার ইতিহাস গবেষণার একটি সংস্থা । ডক্টর জোসেফ নিদাম এ ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেছিলেন । ডক্টর নিদাম সর্বপ্রথমে প্রাচীন চীনের বিজ্ঞান , প্রযুক্তিবিদ্যা ও সভ্যতা পাশ্চাত্য জগতে প্রচার করেছেন । এ ইন্সটিটিউটের বর্তমান মহাপরিচালক খ্রীস্টোফার কুলানও একজন চীন বিষয়ক বিশেষজ্ঞ । তিনি বহু বছর ধরে চীনের প্রাচীন ইতিহাস নিয়ে গবেষণা করেছেন এবং চীন ও বৃটেনের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের বিনিময় তরান্বিত করার চেষ্টা করে আসছেন । সম্প্রতি ব্রিটেনে সি আর আই'র সংবাদদাতা লি নিন চিং ও চান চে খ্রীস্টোফার কুলানের একটি সাক্ষাত্কার নিয়েছেন ।

ক্রীস্টোফার কুলান চীনা ভাষা ভালো জানেন । তার চীনা নাম কুখেলি । এ নামের মধ্যে কু তার নাম থেকে আসে , নামের দ্বিতীয় অংশ খেলি চীনের প্রাচীন পন্ডিত কনফুসিয়াসের লেখা ' লুন ইয়ু' থেকে নেয়া হয়েছে । তার এ নামে চীনের বৈশিষ্ট্য সুস্পষ্ট । ডক্টর কুলাম ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ডক্তর নিদামের সঙ্গে কাজ করেছিলেন । তিনি বলেন , ডক্তর নিদামের গবেষণা প্রাচীন চীনের বিজ্ঞান , প্রযুক্তি ও সভ্যতার প্রতি বিশ্বের বিজ্ঞান মহলের মনোভাব পরিবর্তন করেছে । তিনি বলেন , ২০০৯ সালের গ্রীষ্মকালে আমি হাংগেরীর রাজধানী বুদাপেস্টে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছি । সম্মেলনে চীনের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে । ৫০ বছর আগে হলে পশ্চিমা দেশগুলোর বৈজ্ঞানিকরা হয়তো মনে করবেন চীনের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন সংক্রান্ত আলোচনা একটি অদ্ভুত ব্যাপার । সেই সময় চীনের বিজ্ঞানীকে বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি চীনের অবদানের কথা জিজ্ঞেস করলে তারা হয়ত বলবেন , এতে চীনের কোনো অবদান নেই । তারা হয়ত তাদের প্রবন্ধে বলবেন চীনের ইতিহাসে বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের কোনো প্রয়োজন ছিল না । এ ক্ষেত্রে নিদামের প্রচেষ্টায় চীনের প্রাচীন বিজ্ঞান ও প্রযুক্তির ওপর বিশ্বের বিজ্ঞান মহলের মনোভাব পরিবর্তিত হয়েছে ।

প্রফেসর কুলান ' চীনের বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস' বইটি প্রকাশনার দায়িত্ব গ্রহণ করেছেন । ২৮ খন্ডের এই বিরাট গ্রন্থ নিদাম ও গবেষণা সংস্থার কয়েক প্রজন্মের কর্মীর প্রচেষ্টার ফল । কুমান বলেন , নিদামের মৃত্যুর পরও গবেষণা সংস্থা চীনের বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস গবেষণার কাজ অব্যাহতভাবে চালিয়ে আসছে । তিনি বলেন , কয়েক বছর আগে আমরা চীনের চীনা মাটির পাত্র তৈরীর ইতিহাস সম্পর্কিত একটি বই প্রকাশ করেছি । এ বই প্রকাশ করতে দশ বছর সময় লেগেছে । ডক্টর নিদামের মৃত্যু হলেও নিদাম গবেষণা ইন্সটিটিউটের চীন ও ব্রিটেনের বন্ধুত্ব বাড়ানোর চেষ্টা বন্ধ হয় নি । তিনি বলেন , বৃটেন ও চীনের মৈত্রী বাড়ানো গবেষণা ইন্সটিউউটের প্রতিষ্ঠাতা ডক্টর নিদামের রেখে যাওয়া একটি কাজ । আমাদের বিদ্যাগত বিনিময় করার পাশাপাশি দু'দেশের সম্পর্ক প্রসারের চেষ্টাও চালাতে হবে । আমরা চীনের সভ্যতার ইতিহাস সম্পর্কিত কিছু প্রবন্ধ লিখেছি । এগুলো টেলিভিশন ও বেতারে প্রচার করা হয়েছে ।

চীন ও ব্রিটেনের পারস্পরিক সমঝোতা ও সহযোগিতা বাড়ানোর জন্য প্রফেসর কুলাম চীনের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করছেন । তিনি চীনের হান রাজবংশের ইতিহাস নিয়ে গবেষণা করছেন । তিনি বলেন , গত বছর সায়মন ইউনচেষ্টারের লেখা নিদামের জীবনীর বইয়ের চীনা ভাষার সংস্করণ প্রকাশের সময় কুলান চীনের বিজ্ঞান একাডেমীর সঙ্গে মিলে একটি আলোচনা সভার আয়োজন করেছেন । আলোচনা সভায় চীন ও ব্রিটেনের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের সহযোগিতার অতীত , বর্তমান ও সহযোগিতার ভবিষ্যত পর্যালোচনা করা হয়েছে । তিনি বলেন , তিনি মাঝে মাঝে চীন সফরে আসেন এবং চীনের প্রত্যন্ত অঞ্চলের গবেষণা কর্মীদের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া ও বিনিময়ে আমন্ত্রণ জানান । বর্তমানে এ গবেষণা ইন্সটিটিউটে চীনা কর্মীর সংখ্যা মোট সদস্য সংখ্যার চার ভাগের তিন ভাগ।

চীনের ইতিহাসের একজন গবেষণা কর্মী হিসেবে প্রফেসর কুলান বলেন , দু'দেশের বিনিময়ের সময় দু'দেশের যুব সমাজের উচিত অন্য দেশের ইতিহাস উপভোগ করতে শেখা । আমি ব্রিটেনের যুবকযুবতীদের চীনের ইতিহাস ও সংস্কৃতি জানতে উত্সাহিত করি । চীনের ইতিহাস ও সংস্কৃতি উপলব্ধি করার পরই শুধু চীনের উন্নয়ন ও ভবিষ্যত সম্পর্কে প্রশংসার চোখে দেখতে পারবে ।

কুলান বলেন , তিনি আনন্দের সঙ্গে লক্ষ্য করেছেন যে বিশ্বের জনসংখ্যার চার ভাগের এক ভাগ চীনা জনগণ সুখে জীবনযাপন করছেন । তিনি তাদের আরো সুখী জীবন কামনা করছেন । তিনি মনে করেন , চীনের সাম্প্রতিক বছরগুলোর উন্নয়ন সবার মনে গভীর ছাপ ফেলেছে । তিনি চীনের শান্তিপূর্ণ উন্নয়নের সাফল্য কামনা করেন ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040