|
সংস্কৃতির ক্ষেত্রে ভাববাদী বিদ্যার লক্ষনীয় বিস্তৃতি ঘটে । সমাজের অস্থিরতা চিন্তাভাবনার অবাধ বিকাশের জন্য উর্বর জমি তৈরী করে । সাহিত্যাঙ্গনে কাব্যকীর্তি সবচেয়ে উল্লেখযোগ্য ।
এই সময়পর্বে চীনের ঘনঘন কূটনৈতিক তvপরতা চালানো হত । দক্ষিণ পুর্ব এশিয়া 、জাপান、 কোরিয়া、 মধ্য এশিয়া , এমন কি ইটালির সংগে চীনের যোগাযোগ স্থাপিত হয় ।
চীনের ইতিহাসে যে কয়েক যুগে চীন দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলে বিভক্ত হয়,পুর্ব জিন রাজবংশ বিলুপ্ত হওয়ার পর দক্ষিণ রাজবংশ আর উত্তর রাজবংশীয় আমলই সেই কয়েক যুগের অন্যতম । দেশের বিভক্তির দরুণ অর্থনীতির বিকাশের গতি মন্থর হয় । কিন্তু মধ্যচীনে বহিরাগত জাতির শাসনে হোয়াংহো নদীর অববাহিকায় বিভিন্ন জাতির যে মহামিলন ঘটে, তা অভূতপুর্ব । সেই পরিবেশে উত্তর চীনের জাতিগুলো হান জাতির সংগে মিশতে থাকে এবং অবশেষে হান জাতির সংগে একাকার হয়ে যায় । সুতরাং এই কথা বলা যায় যে ,দক্ষিণ রাজবংশ আর উত্তর রাজবংশ চীনের জাতিগুলোর একীকরণে অত্যন্ত গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করেছে । এটা চীনা জাতির ক্রমবিকাশের একটি অপরিহার্য ধাপ ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |