
যুবকটি উচ্চ পর্বত পার হয়ে বনাঞ্চল অতিক্রম করে সুইমিং রাজ্য পৌছালেন । কিন্তু সেখানে কোনো সুর্য্যের আলো নেই , দিনেই হোক ,রাতেই হোক সব সময়ই চারপাশ অন্ধকার । সেখানে তিনি আগুনও দেখেন নি , তাই যুবকটি অত্যন্ত হতাশ হয়ে পড়েন । তিনি ' সুইমু ' নামে একটি গাছের নীচে বসে বিশ্রাম নিতে শুরু করেন । হঠাত্ তিনি আবিষ্কার করেন তার সামনে কোনো কিছু ঝলক দিচ্ছে । যুবক উঠে সেই ঝলক খোঁজার চেষ্টা শুরু করেন । তিনি দেখলেন সুইমিং গাছে কয়েকটি বড় পাখি তাদের কঠিন ঠোট দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে গাছের পোকা খাচ্ছে । গাছ খুঁটানোর সময় গাছে উজ্জ্বল ঝলক দেখা যায় । সেই যুবক একটা গাছের ডাল দিয়ে গাছ খুঁটানোর চেষ্টা করেন , সঙ্গে সঙ্গে তিনিও আগুনের ঝলক দেখলেন । কিন্তু ডাল জ্বলে না। তিনি আবার বিভিন্ন গাছের ডাল সংগ্রহ করে গাছে খুঁটানোর চেষ্টা করেন। অবশেষে ডালে ধোঁয়া বের হওয়ার সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠে । যুবকটি খুব খুশী হলেন ।
যুবকটি নিজের জন্মস্থানে ফিরে গেলেন । তিনি অধিবাসীদের কাঠ খুঁটিয়ে আগুন সংগ্রহের পদ্ধতি শেখালেন । এই পদ্ধতি পেয়ে তাদের আর আগুন নেভার ভয় রইলো না । এই সময় থেকে চীনাদের আর শীতে ও ভয়ে থাকতে হয় না । স্থানীয় অধিবাসীরা ওই বুদ্ধিমান ও সাহসী যুবককে সর্দার নির্বাচণ করেন এবং তাকে ' সুইরেন ' অথার্ত্ আগুন অন্বেষণকারী বলে ডাকতে শুরু করেন ।
1 2