Web bengali.cri.cn   
সি আর আইয়ের নিয়মিত শ্রোতা তিয়াকি'র চীনের গল্প
  2010-04-30 21:33:20  cri
চীন আন্তর্জাতিক বেতারের হিন্দি বিভাগ চালু হয়েছে ৫১ বছর হলো। আর এ ৫১ বছরে অংসখ্য শ্রোতা এ বিভাগের অনুষ্ঠান শুনে দিন কাটিয়েছেন। এ অংসখ্য শ্রোতার মধ্যে একজনের নাম ই তিয়াকি। প্রতি দিনের অনুষ্ঠানের মাধ্যমে তিনি চীন আন্তর্জাতিক বেতারকে ভালোবেসেছেন এবং চীন সম্পর্কে তার জানার আগ্রহ আরো বেড়েছে।

৪০ বছর বয়সী তিয়াকি নয়াদিল্লির একটি মার্কিন আই টি কোম্পানীতে কাজ করছেন। চীন সম্পর্কে তার ভাবনাকে একীভূত করে তিনি আনন্দের সঙ্গে নিজের ছোটবেলার গল্প বলেছেন। তিনি বলেন:-  

চীনের সংগে আমার সম্পর্কে দশ বারো বছরেরও বেশি। যখন আমি খুব ছোট ছেলে ছিলাম। একদিন আমার দাদা আমাকে খুব সুন্দর চীনের একটি আলোকচিত্রের বই উপহার দিলেন। সে বইয়ের চীন সম্পর্কিত সুন্দর সুন্দর প্রাচীন গল্প ও ছবি আমার মনে গভীর দাগ কেটেছে। তখন থেকেই চীন সম্পর্কে আমার জানার আগ্রহ বেড়ে যায়।

ঠিক এমন আগ্রহের আতিসয্যে তিয়াকি সি আর আই'র হিন্দি অনুষ্ঠান শুনতে শুরু করেন এবং ব্যাপকভাবে চীন সম্পর্কিত তথ্য সংগ্রহ করেন। সি আর আইয়ের হিন্দি অনুষ্ঠানের শ্রোতাদের মধ্যে তিয়াকির বয়স খুব একটা বেশি নয়, তবে চীন সম্পর্কে তার উপলব্ধির বিষয়ে তিনি খুব আস্থাবান, তিনি মনে করেন তিনি চীন সম্পর্কে অনেক জানেন। বহু বছর ধরে তিনি সি আর আইয়ের অনুষ্ঠান শুনছেন এবং সময় পেলেই লাইব্রেরিতে চীন সম্পর্কিত বিভিন্ন বইপত্র পড়েন। তিয়াকির নিজের বাসায় অনেক চীন সম্পর্কিত বই, আলোকচিত্রের বই, ম্যাপ ও অন্যান্য জিনিস আগ্রহসহকারে সংগ্রহ করে রেখেছেন। চীন সম্পর্কে ভালোজানেন বলে ২০০৮ সালে সি আর আই ও কুয়াং সি স্বায়ত্তশাসিত অঞ্চলের যৌথ উদ্যোগে আয়োজিত "সুন্দর কুয়াং সি" নামক বিশ্বব্যাপী জ্ঞান যাচাই প্রতিযোগিতায় তিনি শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন এবং একই বছর ডিসেম্বর মাসে চীনের নান নিংয়ে এসে নিজ হাতে পুরস্কার নিয়েছেন। তিনি বলেন:

জ্ঞান যাচাই প্রতিযোগিতার বিজয়ী হিসেবে আমি চীনের কুয়াং সি স্বায়ত্তশাসিত অঞ্চল ভ্রমণ করেছি। আমরা পেইচিং থেকে নান নিং ও কুই লিন গিয়েছি। সেখানকার সংখ্যালঘু জাতির শহর ও গ্রাম পরিদর্শন করেছি এবং স্থানীয় লোকজনের সুখী জীবন অনুভব করেছি।

আকর্ষণীয় কুয়াং সি তিয়াকির মনে গভীর ছাপ ফেলেছে। এ ছাড়া তিনি পেইচিং ও সাংহাইসহ বড় বড় শহরও ভ্রমণ করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে চীনের উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, নতুন শতাব্দী প্রবেশের পর চীনের উন্নয়ন স্পষ্টভাবে আরো দ্রুত গতিতে হচ্ছে। এখন চীন বিশ্বের শক্তিশালী দেশের সারিতে যোগ দিয়েছে। চীনের অর্জিত সাফল্যের জন্য বিশ্ব প্রশংসা করে। তিনি বলেন:

আমি পেইচিং ও সাংহাইয়ে গিয়েছি এবং নিজের চোখে দেখেছি সেখানকার প্রাণচঞ্চল উন্নয়নের অর্থনীতি । চীনের বড় বড় শহরের হাই স্পিড সড়ক ব্যবস্থা আমার মনে গভীরভাবে রেখাপাত করেছে। তবে আমার মনে সবচেয়ে বেশি ছাপ ফেলা বিষয় হল দেশের শিল্পায়নের জন্য অনেক বেশি পরিশ্রমী মানুষ।

তিয়াকি মনে করেন, চীনের সংস্কার ও উন্নয়ন শুধু নিজ দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করেছে এবং চীনা জনগণের জীবনযাপনের মান বাড়িয়েছে তা নয়, বরং তা বিশ্বের অর্থনীতির উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এ ছাড়া, পাশ্চাত দেশের সঙ্গে সহযোগিতার করার পাশাপাশি চীন উন্নয়নশীল দেশের সঙ্গে সহযোগিতার ওপরও গুরুত্ব দেয়। এ ক্ষেত্রে চীন ও ভারত এ দু'টি বড় উন্নয়নশীল দেশের বন্ধুত্বপূর্ণ উন্নয়নের বিশেষ গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে। তিনি বলেন:

আমার মনে হয়, দু'দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পারস্পরিক আস্থা। বর্তমানে আমরা দু'দেশ উভয়ই নতুন উন্নয়নশীল দেশ। অনেক আন্তর্জাতিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রয়েছে। দু'দেশের বাণিজ্যের দ্রুতভাবে উন্নয়ন হচ্ছে। আমার বিশ্বাস, ভবিষ্যতে চীন ও ভারতের সহযোগিতা আরো সুষ্ঠু হবে।

তিয়াকি বলেন, ভারতে অনেকেই চীনের কয়েক হাজার বছরের পুরোনো বন্ধুত্বপূর্ণ বিনিময়ের ইতিহাস সম্পর্কে ভালো জানেন। তারা তা মো, সুয়ান চুয়াং ও চীনের মুক্তিযুদ্ধে ভারতের সাহায্যকারি চিকিত্সা দল এবং চীন ও ভারতের যুক্তকালিন চিকিত্সা দলসহ বিভিন্ন দলের কথা জানেন। যদিও দু'দেশের মধ্যে কিছু ঐতিহাসিক সমস্যা, এখনও দু'দেশের মধ্যে কিছু অসুষম বিষয় রয়েছে এ কথা ঠিক, তবে ভারতের অধিকাংশ লোকজন চীনের সঙ্গে সহাবস্থান করতে চান। দু'দেশের জন্য সহাবস্থান ছাড়া আর অন্য কোন বাছাই নেই। তিনি বলেন, বিশেষ করে এখনকার বিশ্বজুড়ে আর্থিক সংকটে চীন ও ভারতের উচিত সহযোগিতা জোরদার করা এবং বিশ্বের জন্য নিজের অবদান রাখা। বিশ্বায়নের প্রক্রিয়ায় চীন ও ভারত নতুন উন্নয়নশীল দেশ হিসেবে এশিয়া তথা বিশ্বের উন্নয়নের জন্য নিজের ভূমিকা পালন করতে হবে।

(শুয়েই ফেইফেই)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040