Web bengali.cri.cn   
আপনার বুক ফুলিয়ে দাঁড়ান
  2010-04-23 21:14:19  cri

অনেক দিন আগে নরওয়ের এক তরুণ ফ্রান্সের রাজধানি প্যারিসের সংগীত কলেজে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলো। পরীক্ষায় পাশ করার জন্য সে খুব খেটে পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল। তবে ভর্তি পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারে নি। পরীক্ষার প্রধান শিক্ষক তার খাতা দেখে তাকে ভর্তির জন্য উপযুক্ত মনে করেন নি।

পরীক্ষায়তো পাশ হলো না তাই ভর্তিও হওয়া গেল না। এদিকে হাতে কোন টাকা পয়সা নেই , হলে কি হবে, এ তরুণ কলেজ থেকে একটু দূরে একটি লোকে লোকারণ্য রাস্তায় পাশে বসে নিজের হাতের বেহালা বাজিয়ে টাকা পয়সা আয় করার কথা ভাবলো। সে বহু সুন্দর সুন্দর সংগীত পরিবেশনা শুরু করলো। তার সুরেলা কন্ঠ শুনে অনেক মানুষ সেখানে জড় হলো। গান শেষে তরুণটি টাকা সংগ্রহের একটি বাক্স নিয়ে সবার কাছে যেতে থাকলো। তার গান শুনে মুগ্ধ হয়ে একজন একজন করে প্রায় সবাই তার বাক্সে টাকা পয়সা দিল।

এ সময় একজন দুষ্ট লোক নিজের পকেট থেকে একটি টাকা বের করে তরুণের পা'র কাছে ফেলে দিলো। তরুণটি তরুণটি দুষ্ট লোকটার উদ্দেশ্য বুঝেও ঝুকে পড়ে টাকাটি তুলে নিয়ে লোকটার হাতে দিয়ে বললো ' ভাইয়, আপনার টাকাটা মাটিতে পড়ে গিয়েছিল, নিয়ে নিন"।

দুষ্ট লোকটি টাকাটি নিয়ে আবারও নিরীহ তরুণের পা'র সামনে ছুড়ে দিয়ে বললো " এ টাকা আমি তোমাকে দিলাম। তুমি নিয়ে নাও"।

তরুণটি কি আর করে। সে দুষ্ট লোকটির প্রতি যথার্ত সম্মান প্রদর্শন করে বললো " ভাইয়া, আপনার এই সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ! তবে আপনি মাত্র নিজের একটি টাকা দিয়েছেন। ঠিক আছে আমি মাটি থেকে তা অবশ্যই তুলে নিচ্ছি। তরুণটি টাকাটি তুলে নেয়ার সময় তার বাক্সের টাকাও মাটিতে পড়ে যায়। তরুণটি তখন ইচ্ছে করেই বিনয়ের সংগে দুষ্ট লোকটাকে বললো, আমাকে মাফ করবেন ভাই, আমার টাকাওতো মাটিতে পড়ে গেল?" আপনি কি দয়া করে আমার টাকাগুলো তুলে দিতে সাহায্য করবেন ?

সব লোকজনের সামনে তার এমন ধরনের কথা শুনে দুষ্ট লোকটি খুব লজ্জা পেলো। চারদিকের লোকজনও তার দিকে তাকিয়ে ছিল। কি আর করা। শেষ পর্যন্ত সে মাটি থেকে টাকাগুলো কুড়িয়ে নিয়ে তার বাক্সে রেখে দিতে বাধ্য হলো।

এ সময় একজন মানুষ খুবই অবাক চোখে এ তরুণের কৌশলগত বুদ্ধিমত্তা দেখে তরুণটির প্রশংসা করলো। এই ব্যক্তিটিই হচ্ছেন সেই সংগীত কলেজের প্রধান শিক্ষক। যিনি তার পরীক্ষা নিয়েছিলেন। গানের প্রতি তরুণটির আগ্রহ ও সম্মানবোধ দেখে তাঁর মত পরিবর্তন করে এ তরুণটিকে তার কলেজে ভর্তি করে নিল।

প্রিয় বন্ধুরা, এ গল্প থেকে আপনারা কি শিখলেন ? আমরা বুঝতে পেরেছি যে, একজন মানুষ তার জীবনকালে যদি ভিরু কাপুরুষের মত থাকে তবে তাকে কোন মানুষই সম্মান করবে না। প্রতিকুল পরিস্থিতিতে সে যদি বুদ্ধিমত্তার সংগে অবস্থার প্রেক্ষাপটকে জেনে মোকাবিলা করে , আমাদের সম্মান রক্ষা করে তাহলে নিশ্চয় সে চূড়ান্তভাবে সাফল্য অর্জনে সক্ষম হবে।----ওয়াং হাইমান

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040