|
সম্প্রতি থাইল্যান্ডের রাজকুমার সিরিথন বোতামে চাপ দেয়ার মাধ্যমে থাইল্যান্ডের "ছিটালাদা বিদ্যালয়ের কনফুসিয়াস ক্লাসরুম"-এর উদ্বোধন করেছেন। এটি থাইল্যান্ডের রাজপ্রাসাদের বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া সপ্তম কনফুসিয়াস ক্লাসরুম । বন্ধুরা আজকের " কনফুসিয়াস ইন্সটিটিউট" অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।
আপনারা এই মাত্র শুনলেন যে থাইল্যান্ডের ছিট্রালাদা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবারের কনফুসিয়াস ক্লাসরুম উদ্বোধনী অনুষ্ঠানে চীনের বেশ প্রচলিত গান ' চীনা ভাষা'নামক এক গানের শব্দ। গানে বলা হয়, " বিশ্বের বিভিন্ন দেশের মানুষ চীনা ভাষা শিখছেন। কনফুসিয়াসের কথা দিন দিন আন্তর্জাতিকীকরণ হয়ে উঠছে।
আসলে এ গানটির মধ্য দিয়ে বর্তমানে সুষ্ঠুভাবে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের চীনা ভাষা শেখার আতিথেয়তা প্রতিফলিত হয়েছে। থাইল্যান্ডের রাজকুমারও চীনা ভাষার শেখার একজন অনুরাগী ছাত্র। তিনি এবং থাইল্যান্ডে চীনের রাষ্ট্রদূত কুয়ান মু যৌথভাবে এবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছিটালাদা বিদ্যালয়ের প্রধান তাঁর বক্তৃতায় বলেছেন, ছিটালাদা বিদ্যালয়ের চীনা ভাষা শিক্ষাদানে ইতোমধ্যেই আট বছরের ইতিহাস রয়েছে। বর্তমানে যেমন মাধ্যমিক স্কুলে হানা ভাষা শিক্ষাদানের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে , তেমনি স্কুল এবং পেশাগত বিদ্যালয়েও চীনা ক্লাস গড়ে তোলার প্রস্তুতি নিয়েছে। এবারের কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠার জন্য তিনি চীনকে অসংখ্য ধন্যবাদ জানান। এ সম্পর্কে তিনি বলেন:
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |