Web bengali.cri.cn   
সাংহাই বিশ্বমেলায় চীনের ছ'টি কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানের প্রদর্শনী ভবন চালু
  2010-04-17 20:19:32  cri
সাংহাই বিশ্বমেলায় চীনের ছ'টি কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানের প্রদর্শনী ভবন ১৫ এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ।

১৯৩৩ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্বমেলার একটি অংশ হিসেবে শিল্প প্রতিষ্ঠানের প্রদর্শনী ভবন প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে। এবারের বিশ্বমেলায় মোট ১৮টি শিল্প প্রতিষ্ঠানের প্রদর্শনী ভবন প্রদর্শিত হবে । এর মধ্যে ছ'টি ভবন চীনের । এ ছ'টি প্রদর্শনী ভবন হলঃ মহাকাশ ভবন, চীনের বিমান শিল্প ভবন, চীনের জাহাজ তৈরি শিল্প ভবন, তেল ভবন , বিদ্যুত্ সরবরাহ ভবন এবং তথ্যায়ন ভবন।

চীনের এ ছ'টি কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানে হাইটেক পদ্ধতির নিজ নিজ বৈশিষ্ট্য প্রদর্শনের পাশাপাশি শহরের জীবনধারা আরো সুন্দরভাবে তুলে ধরা হবে । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040