Web bengali.cri.cn   
ছিং মিং দিবস
  2010-04-16 15:47:55  cri

    প্রতি বছর ৫ এপ্রিল হচ্ছে চীনের ঐতিহ্যবাহী ছিং মিং দিবস। দু'হাজার পাঁচ'শরও বছরের বেশি ইতিহাস আছে এ দিবসের। এখনো পর্যন্ত এটা সকল চীনা এবং চীন বংশোদ্ভুত সকল বিদেশীর একটি গুরুত্বপূর্ণ দিবস।

    ছিং মিং দিবসে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তবে এ দিবস শুধু পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিবস নয়, এটা বসন্তে বেড়ানোর দিবসও। এ বছরের ৫ এপ্রিল ছিং মিং দিবসে চীনা জাতির পূর্বপুরুষ অর্থাত্ হুয়াং তির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য চীনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজিত হয়।

    চীনে হান জাতিসহ মোট ২৫টি জাতি ছিং মিং দিবস পালন করে। বিভিন্ন জায়গায় রীতিনীতি ভিন্ন হলেও পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বাইরে বেড়ানো হচ্ছে এ দিবসের মৌলিক বিষয়। ২০০৬ সালের ২০ মে রাষ্ট্রীয় পরিষদের উদ্যোগে ছিং মিং দিবস প্রথম জাতীয় পর্যায়ের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারের তালিকায় অন্তর্ভূক্ত হয়। হান জাতির সংস্কৃতির প্রভাব রয়েছে চীনের মান, হাও চে, তোং, মিও, ইয়াও, লি, শুই, চিং ও ছিয়াংসহ ২৪টি উপজাতির ছিং মিং দিবস পালনের রীতিনীতিতে।

    পুরনো রীতি অনুযায়ী ছিং মিং দিবসে চীনারা খাবার ও টাকা সদৃশ কাগজ নিয়ে মৃত আত্মীয়স্বজনদের কবরের সামনে এসে খাবার রেখে টাকা সদৃশ কাগজে অগ্নিসংযোগ করে। এরপর কবরের মাটি পরিষ্কার করে কয়েকটি সবুজ শাখা কবরের ওপর রেখে দেয়। তারপর তারা খোথাউ করার পদ্ধতিতে শ্রদ্ধা নিবেদন করে অবশেষে খাবার খেয়ে বাড়িতে যায়।

    পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন ছাড়াও ছিং মিং দিবসে বেড়ানো ও ঘুড়ি ওড়ানোসহ বিভিন্ন বিনোদনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাই ছিং মিং দিবসে মৃত আত্মীয়স্বজনদের স্মরণ করায় চোখের পানি যেমন আছে, তেমনি আছে বসন্তে বেড়ানোর আনন্দময় হাসিখুশি।

    ছিং মিং দিবসে চীনের অধিকাংশ অঞ্চলের আবহাওয়া উষ্ণ থাকে। গ্রামের মাটিতে সবখানে কৃষকদের বীজ বপনের দৃশ্য দেখা যায়।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040