
অনেক অনেক আগে একজন মজার লোক ছিল। সে সব সময় অন্যের জানিসপত্র চুরি করতো। একদিন সে অন্য একজন মানুষের দরজায় খুব সুন্দর একটি ঘন্টা ঝুলে থাকতে দেখে চুরি করার মতলব আটলো।
সে চিন্তা ভাবনা করে দেখলো যে, ঘন্টাটি খুলে নেয়ার সময় ঢং ঢং শব্দ হতে পারে এবং মানুষ তা সহজেই অনেক দূর থেকে শুনতে পারবে। আর এ শব্দ হলে লোকজন তাকে খুব সহজেই ধরে ফেলতে পারবে। তাহলে সেতো মহা বিপদে পড়ে যাবে। কী করা যায়? অনেক চিন্তা ভানা করার পর তার মাথায় একটা দারুণ বুদ্ধি আসলো। নিজের বুদ্ধির কথা ভেবে সে নিজেই পুলকিত হলো। কারণ সে মনে করলো ঘন্টার ঢং ঢং শব্দতো কানে শোনা যায়। যদি কান্টাই লিকুয়ে ফেলা যায় তাহলে ঘন্টার শব্দ আর শোনা যাবে না। তাই সে প্রথমে নিজের কানটিকে লুকিয়ে ফেললো। সে মনে করলো, নিজেই যেহেতু ঘন্টার শব্দ শুনতে পারে নি তাই অন্য কোন মানুষও চুরি করার সময় ঘন্টার শব্দ শুনতে পায় নি। কিন্তু সে যেইমাত্র সেই ঘন্টাটি নিয়ে পালাতে গেল তখুনি লোকজন এসে তাকে ধরে ফেললো। কারণ সেতো অন্য মানুষের কান লুকতে পারে নি। তাই লোকজন শব্দ শুনেই তাকে ধরে ফেলেছে।
বন্ধুরা, এ গল্প থেকে আপনারা কী শিখতে পারলেন? লোকজন ভুল করে নিজেকে লুকিয়ে রাখার প্রচেষ্টা চালায় আর মনে করে, অন্যরা তা জানে না, আসলে সে শুধুমাত্র নিজেকেই প্রতারিত করতে পারে এবং অন্যকে প্রতিরিত করতে পারে না। (লিলি)