চীনের গণ যোগাযোগ বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষার শিক্ষার্থীরা
আপনারা জেনে খুশি হবেন যে, এখন চীনের গণ যোগাযোগ বিশ্ববিদ্যালয়ে ১৫ জন বাংলা ভাষার শিক্ষার্থী আছেন। তাঁরা গভীর আগ্রহ নিয়ে তিন বছর ধরে বাংলা ভাষা শিখেছেন। এ বছরের প্রথম দিকে তাঁদের মধ্যে মাং ফান সিন, তুং ইয়ু ফাং ও চাং সিয়াও ইয়ু নিজের খরচে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বল্প দিনের জন্য লেখাপড়া করেছেন। বাংলাদেশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য, বাঙ্গালীদের আন্তরিকতা ও বন্ধুত্ব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকর্ষণীয় পরিবেশ চীনা ছাত্রছাত্রীদের মনে গভীর দাগ কেটেছে। সম্প্রতি আমি তাদেরকে স্টুডিওতে সাক্ষাত্কারের জন্য আমন্ত্রণ জানিয়েছি। আজকের অনুষ্ঠানের প্রথম পর্বে শুনুন বাংলাদেশে এ তিন জন চীনা ছাত্রছাত্রীদের বিশেষ অনুভতির কথা। আশা করি, ভবিষ্যতে সুযোগ থাকলে তাঁরা শ্রোতাদের কাছে তাদের নতুন নতুন অভিজ্ঞতার কথা ভাগ করবেন। (ইয়ু কুয়াং ইউয়ে)