Web bengali.cri.cn   
সাংহাই বিশ্বমেলায় জার্মানী সামঞ্জস্যময় শহর গড়ে তোলার ধারণা প্রচার করবে
  2010-04-12 20:45:02  cri

২০১০ সালের সাংহাই বিশ্বমেলা ঘনিয়ে আসছে । বিশ্ব মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে রয়েছে । সম্প্রতি সাংহাই বিশ্ব মেলার জার্মানী ভবনের তথ্য বিভাগের ম্যানেজার মেরিয়ন কোনরাদি সম্প্রতি বার্লিনে সি আর আই সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে জার্মানী ভবন নির্মাণের কাজ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন ।

জার্মানীর ফেডারেল অর্থনৈতিক ও প্রযুক্তিগত নীতি ও বিশ্ব মেলা প্রস্তুতি বিষয়ক বিভাগ ২০১০ সালের সাংহাই বিশ্বমেলায় অংশগ্রহণের দায়িত্ব নিয়েছে । জার্মানীর কোয়েলমেস আন্তর্জাতিক প্রদর্শনী কোম্পানি জার্মানী ভবন নির্মাণ করেছে । মাদাম কোনরাদি জার্মানীর কোয়েলমেস কোম্পানির পদস্থ কর্মকর্তা ।

সাংহাই বিশ্ব মেলার জার্মানী ভবন সাংহাইয়ের উপকন্ঠের ফুতুং অঞ্চলের লু ফু সেতুর দক্ষিণে অবস্থিত । ভবনটির মোট আয়তন ৬ হাজার বর্গমিটার । এ ভবনের বাইরের উঠান সুন্দরভাবে সাজানো হয়েছে । মাদাম কোনরাদি বলেন , ১৮৪ দিন স্থায়ী এ মেলায় ৯০ লাখ দর্শক জার্মানী ভবন পরিদর্শন করবেন এবং জার্মানী ভবনের সামঞ্জস্যময় শহরের দৃশ্য উপভোগ করবেন । তিনি আরো বলেন , জার্মানীর ভবনের প্রতিপাদ্য হলো সামঞ্জস্যময় শহর । জার্মান ভাষায় বলা হয় 'ব্যালেন্সসিটি' । এটা ইংরাজী ভাষায় ব্যালেন্স ও সিটি --এ দুটি শব্দ নিয়ে গঠিত । আমরা প্রদর্শনীর মাধ্যমে দর্শককে এ কথা জানাতে চাই যে ভারসাম্যে থাকা পুরনো ও নতুন জিনিস , ব্যক্তিবিশেষ ও সমষ্টি , কর্মব্যস্ত ও বিশ্রামরত মানুষ , সবুজ ঘাসপূর্ণ ভূমি ও উষর জমি এ সব সামঞ্জস্যভাবে একটি শহরে থাকে । আমরা এ ধরনের এক সামঞ্জস্যপূর্ণ শহর গড়ে তুলতে চাই ।

আসন্ন সাংহাই বিশ্বমেলার প্রতিপাদ্য হল ' শহর জীবনকে আরো সুন্দর করে তোলা ।' জার্মান ভবনের প্রতিপাদ্য এর সঙ্গে সংগতিপূর্ণ । এ শহরে নতুন ও পুরনো , ঐতিহ্য ও সৃষ্টি , শহরায়ন বাস্তবায়ন ও প্রকৃতি রক্ষা , সমষ্টি ও ব্যক্তিবিশেষ , বিশ্বায়ন ও জাতির মধ্যে সামঞ্চস্য থাকতে হবে । জার্মান ভবনের স্থাপত্য রীতিতে এ প্রতিপাদ্য ভালোভাবে প্রতিফলিত হয়েছে । তিনি আরো বলেন , আমরা মনে করি , সামঞ্জস্যপূর্ণ শহর সাংহাই তথা সারা চীনের জন্য গুরুত্বপূর্ণ । চীনে দশ লাখ লোকসংখ্যার বেশি এমন শহরের সংখ্যা বেশি , ইউরোপিয়ানদের জন্য এটা অভাবনীয় ব্যাপার । শহরের অনেক সমস্যান সমাধান দরকার । সাংহাই বিশ্ব মেলা এ ক্ষেত্রে সবার জন্য এক ভালো সুযোগ সৃষ্টি করেছে । বিভিন্ন দেশ এ মেলায় এ বিষয় নিয়ে মতবিনিময় করবে । জার্মানী নিজের প্রতিপাদ্য ' সামঞ্জস্যময় শহর' প্রচারের মাধ্যমে শহরের সমস্যাগুলো সমাধানে কিছু কাজ করতে চায় ।

জার্মান ভবনের ডিজাইন অনুসারে দর্শকরা ভবনের বিভিন্ন বিভাগ পরিদর্শন করবেন , যেমন অফিস , থাকার ঘর , সাংস্কৃতিক ও বসার ঘর পরিদর্শন করবেন । দু'জন কার্টুন উপস্থাপনকারী গাইড ভবনটির ব্যবস্থাপনা ব্যাখ্যা করতে করতে দর্শকদের অনেক তথ্য জানায় । এ দু'জন কাটুন উপস্থাপনকারী হলেন জার্মান ছেলে ইয়েন সি ও চীনা মেয়ে ইয়েন ইয়েন । তারা দর্শকদের জার্মান ভবনের উঠানের সুন্দর প্রাকৃতিক দৃশ্য , সুড়ংপথ , সামুদ্রিক বন্দর , ভবিষ্যত পরিকল্পনা , সাংস্কৃতিক পার্ক , নতুন আবিস্কারের ভবন ও থিয়েটার দেখাবেন । পরিদর্শনের মাধ্যমে দর্শকরা জার্মানীর নতুন প্রযুক্তি ও ডিজাইন সম্পর্কে অবহিত হওয়ার সঙ্গে সঙ্গে জার্মানী সম্পর্কে অনেক তথ্য পেয়েছেন ।

'চালক শক্তির উত্স' নামে একটি প্রদর্শনী ঘর সব দর্শকের দৃষ্টি আকর্ষণ করবে । এ ঘরে রাখা একটি ধাতুর বলের ব্যাস তিন মিটার , ওজন ১.২ টন । এ ঘরে দর্শকদের নড়াচড়া ও চিত্কার ধাতুর বল যেন শুনতে পারে । দর্শকদের জোর চিত্সারে ধাতুর বল তীব্রভাবে গড়তে শুরু করে । মাদাম মেরিওন কোনরাদি বলেন , এ ঘর জার্মানী ভবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং দর্শকদের পরিদর্শনের শেষ ধাপ । ধাতুর বলটি দর্শকের চিত্কারে গড়াতে থাকে। এ ধাতুর বলের উপর গোল আকারের পর্দায় নানা ধরনের ছবি দেখা যায় । দর্শকের চিত্কারে বল গড়াতে থাকে দেখে উপস্থিত সকলেই অবাক হবেন ।

জার্মানীর প্রদর্শনী ভবন পরিদর্শন ছাড়া পরিদর্শনের সময় দর্শকরা জার্মানীর খাবার খেতে পারেন এবং জার্মানীর নাচ ও গান উপভোগ করার সুযোগ পাবেন । মাদাম কোনরাদি বলেন , আমরা জার্মানী শিল্প ক্ষেত্রের উন্নত প্রযুক্তি প্রদর্শন ছাড়া জার্মানীর সংস্কৃতি প্রচারের চেষ্টা করছি । আমি মনে করি , অপেরায় চরিত্রের কথাবার্তা দর্শকদের বোঝা কঠিন ব্যাপার , নাচ ও গান আমাদের প্রচারের প্রধান বিষয় । বিশ্বমেলায় জার্মানীর প্রতিটি ফেডারেল রাজ্য নিজ রাজ্যের সংস্কৃতি প্রচারের জন্য এক সপ্তাহ সময় পাবে । সেই সময় প্রতিটি রাজ্যের নাচ ও ক্লাসিকাল সংগীত দর্শকরা উপভোগ করতে পারবেন ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040