Wednesday Apr 30th   2025 
Web bengali.cri.cn   
মথ রঙিন পাখার রাণী
  2010-04-09 20:03:32  cri

মথের বিশ্বে হাজার রকমের মথ রয়েছে। সুন্দর এ মথটি ডানা গজানোর আগে তার জীবন কাটিয়েছে খুবই ছোট্ট একটি গুটির ভেতর গুটি সুটি মেরে। তবে বড় হওয়ার পর তার শরীর অবস্থা পরিবর্তিত হয়ে পাখা গজাতে থাকে। তখন সে নিশ্চয়ই এ গুটির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসতে চায়। কারণ সেতো এখন অনেক বড় হয়েছে। সুতলি পাকানো গুটি তার জন্য নিশ্চয়ই খুব ছোট । তাই সে বাইরের আলো উপভোগের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে।

তবে ঠিক সে সময় কেউ কেউ তার এ অবস্থা দেখে একটি কাচি দিয়ে মথে'র পাখার ওপর থেকে আবরণ সরিয়ে দিতে সাহায্য করে। তারপরও মথ কারো ওপর নির্ভর না করে নিজের চেষ্টায় বাইরে বেরিয়ে আসতে পারে। তবে তার তখনও উড়ে সম্ভব নয়। ফলে হয়তো মারা যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে। কারণ তার এ আচরণ তার বড় হওয়ার নিয়মের সঙ্গে মোটেই সঙ্গতিপূর্ণ নয়।

বন্ধুরা, এ গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি যে, পৃথিবীর সব পশুপাখিরই নিজেদের জন্ম থেকে বেড়ে ওঠার নির্ধারিত নিয়ম আছে। এ নিয়মকে মেনে না চলল , নিশ্চয় তার জীবন হুমকীর সম্মুখিন হবে। --ওয়াং হাইমান

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040