Web bengali.cri.cn   
ছিং হাই'র রে কোং জেলার থাং গা
  2010-04-02 15:46:27  cri

    চীনের ছিংহাই প্রদেশের সি নিং শহরে অবস্থিত চীনের তিব্বতি ঔষুধের সংস্কৃতি বিষয়ক জাদুঘরে বিশ্বের সবচেয়ে লম্বা তিব্বত ছবি রয়েছে। তার দৈর্ঘ্য ৬১৮ মিটার। তিব্বতী ভাষায় তিব্বতি ছবির নাম হলো থাং-গা। তা ছিং হাই হুয়াং নান তিব্বত জাতি স্বায়ত্তশাসিত জেলার থোং রেন জেলা শহরের রে কোংয়ে জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে রে কোং-এর থাং গা শিল্পকলাকে চীনের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়।

    থাং গা তিব্বতের ঐতিহ্যবাহী চিত্রকলা আঁকার পদ্ধতিতে সোনা, রূপা ও মুক্তাসহ অনেক খনিজ এবং বৃক্ষের নির্যাস থেকে তৈরি রঙ দিয়ে চিত্রাঙ্কন করা হয়। তাই থাং গা'র রং খুব দৃষ্টি নন্দন।

    রে কোং-এর প্রায় প্রতিটি পরিবারেই থাং গা টানা হয় এবং প্রতিটি পরিবারেই চিত্রকর আছেন। এক অসমাপস্ত হিসেবে দেখা যায়, প্রতি বছর চীনের ৩০ হাজারেরও বেশি থাং গা তৈরি করা হয়। এর মধ্যে ২০ হাজারেরও বেশি ছিং হাই প্রদেশের রে কোং অঞ্চলের তৈরি করা। তিব্বতী সাহিত্য বিষয়ক চীনের গবেষণা কেন্দ্রের গবেষক এবং জাতীয় পর্যায়ের শিল্পী ইয়ে সিং শেং বলেন,

    প্রথমত: থাং গা'র রং খুব উজ্জ্বল। দ্বিতীয়ত: থাং গা'র ডিজাইন বৈচিত্র্যময়।

    রে কোং আর্ট একাডেমী হচ্ছে তিন তলাসম্পন্ন আকর্ষণীয় একটি স্থাপনা। আর্ট একাডেমীতে প্রদর্শিত থাং গা'র ডিজাইন প্রাণবন্ত। রে কোং আর্ট একাডেমীতে আমাদের সংবাদদাতা একাডেমীর প্রতিষ্ঠাতা নিয়াং বেন এসব থাং গা দেখেছেন। কয়েক দিন আগে সাংস্কৃতিক বিনিময় তত্পরতায় অংশ নেয়ার জন্য তিনি তাইওয়ানে গিয়েছেন। তিনি বলেন,

    সবাই বলেন, থাং গা খুব সুন্দর। আরো বেশি লোক রে কোং-এর থাং গা সম্পর্কে জানতে এবং থাং গা'র সত্যিকারের মানকে দেখতে পারেন। এটা আমার এবং আমার শিক্ষকদের ইচ্ছা। আমি ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রচার করতে চাই।

    নিয়াং বেন হচ্ছেন রে কোং-এর থাং গা শিল্পকলাকে বাঁচিয়ে রাখা জাতীয় পর্যায়ের শিল্পী। তিনি ১২ বছর বয়স থেকেই চীনের বিখ্যাত শিল্পী সিয়া উ ছাই লাংয়ের কাছে শিখে আসছেন। সাম্প্রতিক বছরগুলোতে নিয়াং বেনে'র সৃষ্ট ৩০টিরও বেশি শিল্পকর্ম জাতীয় ও প্রাদেশিক পর্যায়ের পুরস্কার পেয়েছে। নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনের জন্য তিনি বিশেষভাবে বিরাটাকারের শিল্পকর্ম সৃষ্টি করেছেন।

    আরেক জন থাং গা শিল্পী সি হো। তাঁর বয়স ৬৫ বছর। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় তত্পরতায় অংশ নেয়ার জন্য তিনি দেশের সংশ্লিষ্ট বিভাগের সাহায্যে বহুবার ফ্রান্স ও জার্মানীসহ অনেকে দেশ গিয়েছেন। তিনি বিশ্বের কাছে রে কোং থাং গা শিল্পকে তুলে ধরেছেন। প্রতি বছর তিনি তিন মাসের জন্য দি একাডেমী অব আর্টস এন্ড ডিজাইন অব ছিং হুয়া ইউনিভার্সিটিসহ অনেক বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাদান করেন। তিনি অনেক কিছু করতে চান। তিনি মনে করেন, সময় এত তাড়াতাড়ি কেটে গেছে। তিনি বলেন,

    বিষয় এবং পদ্ধতির ক্ষেত্রে রে কোং থাং গা শিল্পকলা খুব জনপ্রিয়। আমি চিন্তা করছি যে, সবাই থাং গা পছন্দ করেন। আমরা কী কী করবো এবং কীভাবে বাঁচিয়ে রাখবো? এটা খুবই গুরুত্বপূর্ণ।

    অনেক বছরের প্রচেষ্টার মাধ্যমে দেশের বর্তমান একাদশ পাঁচশালা পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রকল্প হিসেবে "রে কোং-এর থাং গা চিত্রকরের নৈপুণ্য মূল্যায়ন বিষয়ক আঞ্চলিক মানদন্ড" নামে সি হো তা শিল্পীর শিল্পকর্ম এখন আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে।

    ছিংহাই হুয়াং নান তিব্বতী জাতির স্বায়ত্তশাসিত জেলার সংস্কৃতি ব্যুরোর মহাপরিচালক মা মিং শেং বলেন,

    রে কোং শিল্পকলা সংরক্ষণের জন্য আমরা বেঁচে থাকা শিল্পীদের আর্থিক সাহায্য করে আসছি। আমরা রে কোংকে বিশ্বের থাং গা উত্পাদনকারী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।

    সাক্ষাত্কালে সংবাদদাতা একাডেমীতে ছাত্রছাত্রীদের ক্লাসরুম পরিদর্শন করেছেন। ক্লাসরুমে বিভিন্ন জাতির ২০ জনেরও বেশি ছাত্রছাত্রী মনোযোগ দিয়ে ছবি আঁকছে। আশা করি, এসব ছাত্রছাত্রীরা বড় হওয়ার পর নিয়াং বেন এবং সি হো তার মতো থাং গা শিল্পী হবে। (লিলি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040