|
এ দু'টি পাহাড়ের উত্তরে ইউ কোং নামে একজন বৃদ্ধা থাকতেন। তখন তাঁর বয়স প্রায় ৯০ বছর ছিল। তাঁর বাড়ির সন্মুখভাগ ছিল এ দুটি পাহাড়ের দিকে । তিনি যখন বাইরে কাজ করতে যেতেন, তখন তাকে এ দু'টি পাহাড়ের মধ্য দিয়ে যেতে হতো। তা ছিল খুবই কষ্টকর। ইউ কোং রাগে ও দু:খে এ দু'টি পাহাড় কেটে ফেলার সিদ্ধান্ত নেন।
একদিন তিনি পরিবারের সদস্যদেরকে বলেন, এ দুটি পাহাড় আমাদের পথে বাধার সৃষ্টি করছে। আমরা সবাইমিলে পাহাড় দু'টি কেটে ফেলার চেষ্টা করবো, কেমন? তাঁর স্ত্রী ছাড়া সবাই এতে রাজী হল। তাঁর স্ত্রী তাকে জিজ্ঞেস করলো, থাই হাং এবং ওয়াং উ'র মতো এত লম্বা ও এত বড় পাহাড় কেটে পাথর এবং মাটি কোথায় ফেলবো?
সবাই বললো, এটা তো খুব সহজ। পাথর এবং মাটি সাগরের পাশে ফেলে দেবো।
আগামীকাল ভোরে পরিবারের সদস্যরা ইউ কোংয়ের নেতৃত্বে পাহাড় কাটতে শুরু করলো। ইউ কোংয়ের প্রতিবেশী ছিল একজন বিধবা। তাঁর একটি ৭ বছর বয়সী ছেলে ছিল। এ ছেলেটিও হাসিখুশি মনে তাদের সাহায্য করতে লাগলো। কিন্তু ইউ কোংয়ের পরিবারের পাহাড় কাটার যন্ত্রপাতি খুব সাধারণ এবং পাহাড় ও সাগরের মধ্যেকার দূরত্ব অনেক বেশি। এক মাস ধরে পাহাড় কাটার পরও পাহাড় দেখতে ঠিক আগের মতই।
চি সৌ নামে একজন বৃদ্ধা অনেক বুদ্ধিমান। তিনি ইউ কোংয়ের পরিবারের আচরণ দেখে এ কাজটিকে হাস্যকর মনে করে। তিনি ইউ কোংকে বিনয়ের সংগে বললো যে, আপনি খুব বোকা। বয়সতো আপনার আর কম হয় নি। আপনার জীবনে এ দুটো পাহাড় কেটে ফেলা একেবারেই অসম্ভব। ইউ কোং বললো, আমি মনে করি, আপনি দেখতে বুদ্ধিমান। আসলে আপনি বোকামিপূর্ণ কথা বলছেন। আপনি ঠিক বলেছেন যে আমি বয়স্ক লোক এবং কয়েক বছর পর আমি সম্ভবতঃ মারা যাবো। কিন্তু আমার মারা যাওয়ার পর আমার ছেলে থাকবে, ছেলের ছেলে হবে, নাতি ও পুতি হবে। এভাবে বংশ পরম্পপরায় চলতে থাকবে। আমরা প্রতিদিন, প্রতি মাস এবং প্রতি বছর ধরে পাহাড় কেটেই যাবো। একটু একটু করে কাটতে থাকলে একদিন পাহাড় আর থাকবে না। ইউ কোংয়ের কথা শুনে চি সৌ আর কোন কথা বললো না।
ইউ কোং এবং তাঁর পরিবারের সদস্যরা গ্রীষ্মকালে বা প্রচন্ড ঠান্ডার শীতকালে ভোর থেকে রাত পর্যন্ত অব্যাহতভাবে পাহাড় কাটতেই থাকলো। তাদের এ অক্লান্ত পরিশ্রমে বিধাতা খুব মুগ্ধ হলেন। তাদের কষ্ট আর ধৈর্যের কারণে বিধাতা সবার অলক্ষে এ দুটি পাহাড় অন্যত্র সরিয়ে দিলেন।
বন্ধুরা,এ গল্প থেকে আপনারা কি শিখলেন ? আসলে এ গল্প থেকে আমরা এটাই বুঝতে পেরেছি যে, ধৈর্য, নিষ্ঠা ও পরিশ্রম কখনই বিফলে যায় না । লেগে থাকলে সফলতা একদিন আসবেই। (লিলি)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |