|
লিয়াং সিয়াও শেং ১৯৪৯ সালে চীনের উত্তর পূর্বাঞ্চলের হেই লোং চিয়াং প্রদেশের হারপিং শহরে জন্মগ্রহণ করেন। তাঁর শিল্পকর্মের মাধ্যমে পাঠকরা সমাজের নিম্ন স্তরের জনগণের জীবন, আকাংক্ষা এবং স্বপ্ন অনুধাবন করতে পারেন। লিয়াং সিয়াও শেংয়ের প্রধান শিল্পকর্মের মধ্যে রয়েছে, ছোটগল্প "এটি হচ্ছে একটি অদ্ভূত মাটি", নোভেলা "আজ রাতে তুষার-ঝড় হবে" এবং লম্বা গল্প "তুষারের শহর"। এসব শিল্পকর্ম সমাজের বাস্তবতার সঙ্গে জড়িত। তিনি বলেন,
আমার সাহিত্য ধারণা হচ্ছে লেখকদের সমাজের বাস্তবতার ওপর দৃষ্টি রাখা উচিত্। প্রথমত জীবনের সত্য ও সৌন্দর্যের প্রশংসা করা, দ্বিতীয়ত, সমাজের জঘন্যতার সমালোচনা করার অধিকার ত্যাগ করা উচিত্ নয়।
লিয়াং সিয়াও শেং বরাবরই সমাজের বাস্তবতার ওপর দৃষ্টি রাখছেন। গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য হওয়ার আগে তিনি সমাজের বাস্তবতা সম্পর্কিত লম্বা প্রবন্ধ লেখেছেন। সমাজের অন্যায় তাঁর লেখায় সরাসরিভাবে ফুটিয়ে তোলা হয়। গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য হওয়ার পর তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিচ্ছেন।
চীনের গণতান্ত্রিক লীগ ১৯৪১ সালে প্রতিষ্ঠিত হয়। অনান্য গণতান্ত্রিক পার্টি এবং চীনের কমিউনিষ্ট পার্টির সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতার ভিত্তিতে গণতান্ত্রিক লীগ সরকারের কাজ প্রসঙ্গে সক্রিয় অভিমত উত্থাপন করে। সত্যনিষ্ঠভাবে অভিমত উত্থাপন করা বরাবরই গণতান্ত্রিক লীগের ঐতিহ্য। গণতান্ত্রিক লীগের একজন সদস্য হিসেবে লিয়াং সিয়াও শেং ভালোভাবে এই ঐতিহ্য চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিক পরামর্শ গ্রুপের প্রতিদিন আলোচনা সভায় তিনি সময়মত উপস্থিত হন।
চলতি বছরের "দুই অধিবেশনে" লিয়াং সিয়াও শেং এই প্রস্তাব দিয়েছেন যে, সরকারের রাষ্ট্রায়ত্ত্ব শিল্পপ্রতিষ্ঠানের উচ্চপদস্থ ব্যবস্থাপনা কর্মীদের বেতন প্রকাশ করা উচিত্। এটি হচ্ছে বর্তমান সমাজের দৃষ্টি রাখার কেন্দ্রবিন্দু। আসলে দশক বছরের আগে লিয়াং সিয়াও শেং এ সমস্যার ওপর দৃষ্টি রেখে আসছেন। তিনি বলেন,
রাষ্ট্রায়ত্ত্ব শিল্পপ্রতিষ্ঠান বিশেষ করে একায়ত্ত বড় বড় শিল্পপ্রতিষ্ঠানের উচ্চপদস্থ ব্যবস্থাপনা কর্মীদের বেতন প্রকাশ করা উচিত্। প্রকাশের পর সুবিন্যাস্ত করা উচিত্। বেতন খুব বেশী হলে কমানো উচিত্।
২০০৮ সালে "রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য" নামক তাঁর গল্পে তিনি গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্যের দায়িত্ব রেখে দিয়েছেন। তিনি মনে করেন, গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্যদের সরকারী কর্মকর্তাদের তৃতীয় চোখ হওয়া উচিত্। তা ছাড়াও, গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্যদের ভাষ্যকার হওয়া উচিত্। তিনি বলেন,
গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য হওয়ার পর আমি আমার দৃষ্টি রাখার সমস্যা একটি প্রস্তাব গড়ে তুলি। কোন কোন একটি প্রস্তাব গড়ে না তুললে আমি গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলন অনুষ্ঠানের সময় আমার বক্তব্য করার সময় প্রকাশ করি।
লিয়াং শিয়াং শেং পাঠকদের জনপ্রিয় লেখক। তাঁর আগেকার কয়েকটি গল্প সমাজের বাস্তবতা সমালোচনা করার ক্ষেত্রে খুব সরাসরি। কিন্তু এখন তাঁর লেখাতে সরাসরিভাবে সমালোচনার উপায় কম দেখা হয়। তিনি বলেন, বয়স বড় হওয়ার পাশাপাশি আমি বিবেচনা করছি যে, আমার উত্থাপন করা সমস্যা হলো আরো সহজভাবে গ্রহণ করা যায় এবং জনগণের আরো বেশি দৃষ্টি আকর্ষণ করা যায়।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |