Web bengali.cri.cn   
তিব্বতের উন্নয়ন সংক্রান্ত ফোরাম ইতালিতে অনুষ্ঠিত
  2010-03-29 19:13:45  cri
চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় , ইতালিতে চীনের দূতাবাস এবং ইতালি-চীন তহবিলের যৌথ উদ্যোগে চীনের তিব্বতের উন্নয়ন সংক্রান্ত ফোরাম সম্প্রতি ইতালির রাজধানী রোমে শেষ হয়েছে । এ ফোরামের প্রধান লক্ষ্য হলো বিশ্বের কাছে তিব্বতের বর্তমান অবস্থা ও ভবিষ্যত সম্পর্কিত তথ্য তুলে ধরা এবং সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ করা । এ ফোরাম সফল হয়েছে এবং ইতালির বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে ।

ইতালির সাবেক পররাষ্ট্র মন্ত্রী দে মিসেলিস দীর্ঘ দিন ধরে চীনের উন্নয়নের প্রতি নিবিড় দৃষ্টি রাখেন । তিনি মনে করেন , এ ফোরামে সারা বিশ্বে তিব্বতের সঠিক তথ্য পৌছে দেয়ার লক্ষ্য বাস্তবায়িত হয়েছে । তিনি বলেছেন , তিব্বত সমস্যা একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় । এ ফোরাম তিব্বতের অবস্থা জানতে বিদেশীদের সাহায্য করেছে । এ বিষয়ে আমরা চীনের অবস্থান জানতে চাই , চীনকে এ বিষয়ে বিশ্ববাসীর মনোযোগ উপলব্ধি করতে হবে । ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য তিব্বত সম্পর্কিত সঠিক তথ্য জোগাড় করতে হবে । বর্তমান ফোরামের মাধ্যমে বিদেশীরা তিব্বতের বাস্তব অবস্থা সম্পর্কিত সঠিক তথ্য পেয়েছেন , তাই এ ফোরাম সফল হয়েছে ।

ইতালির সাংবাদিক জিউলিয়া জিগিওটি এ ফোরামে অংশ নিয়েছেন । তিনি মনে করেন , এ ফোরাম ইতালির তথ্য মাধ্যমকে তিব্বতের বিপুল পরিমান সঠিক তথ্য সরবরাহ করেছে । এটা তিব্বতের বাস্তব অবস্থা প্রচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ । তিনি বলেন , এ কথা নিঃসন্দেহে বলা যায় যে , বর্তমান তিব্বতের উন্নয়ন ফোরাম ইতালির তথ্য মাধ্যমগুলোর জন্য তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা জানার একটি সুবর্ণসুযোগ । এ ফোরামে আমি তিব্বতের অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়ন সম্পর্কে অনেক তথ্য পেয়েছি । আমি ইতালীর বার্তা সংস্থার চীন সম্পর্কিত ওয়েবসাইটের সাংবাদিক হিসেবে ফোরামে অংশ নিয়েছি এবং তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের ভাইস চেয়ারম্যান তো তো ও চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের মহাপরিচালক ওয়াং ছেনের সাক্ষাত্কার নিয়েছি । আমি আশা করি , পরবর্তীকালে এ ফোরামে ফলাফল দেখতে পাবো এবং তিব্বত সফরের সুযোগ পাবো ।

পিয়ের ফ্রান্সিস্কো ফুমাগালি ইউরোপের সবচেয়ে পুরনো গ্রন্থাগারের মিলান শিল্পকলা একাডেমীর সহকারী মহাপরিচালক , তিনি ইতালির কাটোলিকা দেল সাক্র কুওরে বিশ্ববিদ্যালয় ও চীনের চেচিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর । তিনি দীর্ঘকাল ধরে সংস্কৃতির সংরক্ষণ ও উন্নয়ন এবং চীন ও ইতালির পারস্পরিক সমঝোতা ও বিনিময় জোরদার করার জন্য প্রচেষ্টা চালিয়ে এসেছেন । তার সাম্প্রতিক তিব্বত সফরের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন , গত বছরের সেপ্টেম্বর মাসে ইতালি-চীন তহবিলের একটি প্রতিনিধি দল তিব্বত সফর করেছে । আমি দলের সঙ্গে তিব্বত সফর করেছি । আমি মনে করি , চীনের তিব্বত প্রাণ শক্তি , মনোরম প্রাকৃতিক দৃশ্য ও সম্পদে ভরপুর একটি স্থান । তিব্বত সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পদে সমৃদ্ধ । আমরা সেখানে অনেক ছাত্রছাত্রী , প্রফেসর ও শিল্পীর সঙ্গে সাক্ষাত করেছি ।

আইনজীবী জিউসেপে বারবারো সাংবাদিকের কাছে চীনের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেছেন এবং তিব্বতের স্বাধীনতা সমস্যা প্রসঙ্গে নিজের মত প্রকাশ করেছেন । তিনি বলেন , আমি মনে করি দু'দিন ব্যাপী এ ফোরাম আয়োজন এক তাত্পর্যময় কর্মসূচী । তিব্বতের ভবিষ্যতের জন্য এর অবদান অনেক বেশি হবে । চীনের অর্থনৈতিক উন্নয়ন দ্রুত , শুধু ইতালি নয় , বিশ্বের বিভিন্ন দেশই চীনের ওপর বড় আশা রাখে । আমি বুঝতে পারছি না , তিব্বত কেন স্বাধীন হতে চায় ? বাস্তব অবস্থা হল তিব্বত চীনের ভূভাগের একটি অংশ । তিব্বতের স্বাধীনতার কোনো যুক্তি নেই । ঠিক যেমন ইতালির কালাবিয়া অঞ্চলের ইতালি থেকে বিচ্ছিন্ন হওয়া একেবারে অসম্ভব ।

প্রফেসর মেকেলে লুগলিও ফোরামে তিব্বত সম্পর্কিত অনেক তথ্য পেয়েছেন এবং তিব্বতের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা দেখেছেন । তিনি বলেন , এর আগে আমি তিব্বত সম্পর্কে খুব কম জানতাম । এ ফোরামে অংশ নেয়ার মাধ্যমে আমি তিব্বতের ইতিহাস , রাজনীতি ও অর্থনীতি সম্পর্কিত অনেক তথ্য পেয়েছি । এসব তথ্য চীন ও তিব্বতকে জানতে আমাকে সাহায্য করেছে । রোমের টেলিযোগাযোগ বিষয়ের প্রফেসর হিসেবে আমি তিব্বতের সঙ্গে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রের সহযোগিতা প্রতিষ্ঠা করতে আগ্রহী । সহযোগিতার মাধ্যমে আমি তিব্বতে পশ্চিমা দেশগুলোর উন্নত প্রযুক্তি ব্যবহার করে স্থানীয় টেলিযোগাযোগের মান উন্নত করতে পারবো ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040