Web bengali.cri.cn   
একশতম চিঠি
  2010-03-19 17:31:44  cri
অনেক আগে এক যুবক একটি সুন্দরী মেয়ের প্রেমে পড়লো। একদিন সে সাহসের সংগে এ মেয়েটির কাছে একটি চিঠি পাঠালেন। কয়েক দিন পর মেয়েটি তাঁর কাছে উত্তর পাঠালো। চিঠিতে এ মেয়ের স্বাক্ষর থাকলেও ভিতরে কোনো লেখাই ছিল না। ছেলেটিতো খুব অবাক । এ আবার কেমন ধরণের চিঠি। তার মনে হলো, মেয়েটি যদি তাকে পছন্দই করলো, স্পষ্ট করেই লিখে তাকে বলতে পারতো। যদি পছন্দ না করলো, তাহলেও স্পষ্ট করেই নিজের ধারণার কথা তাকে লিখে পাঠাতে পারতো। কিন্তু কেন সে চিঠিতে কোনো কিছুই লিখলো না!

যুবকটি অবাক হলেও সে সাহসের সঙ্গে কয়েকদিন পর পর মেয়েটির কাছে চিঠি পাঠাতে লাগলো। মেয়েটিও প্রথম চিঠির মতোই কোনো লেখা ছাড়াই যুবকটির চিঠির উত্তর দিয়ে যেতো। এক বছরে এ যুবকটি ৯৯টি চিঠি লিখেছে এবং ৯৯টি চিঠিরই উত্তর পেয়েছে। যুবকটি ৯৮টি চিঠি খুলে দেখেছে এবং কোনো কিছুই লেখা দেখতে পায় নি। ৯৯তম চিঠি পাওয়ার পর সে কোনো আশা পোষণ না করে শেষ চিঠিটাও খুলে দেখলো না। সে হতাশার সঙ্গে ৯৯তম চিঠিটি একটি সুন্দর বাক্সের ভেতরে রেখে দিলো। এরপর থেকে সে আর মেয়েটির কাছে কোন চিঠি পাঠায় নি।

দু'বছর পর এ যুবকটি আরেকটি মেয়েকে বিয়ে করলো। বিয়ের পর তার ঘর পরিস্কার করার সময় এ কাঁঠের বাক্সটি হঠাত্ খুলে যায়। সে চিঠিটা দেখতে পেলো। অবাক হয়ে সে চিঠিটা খুললো। চিঠিতে লেখা রয়েছে যে, বিয়ের কাপড় তৈরী করা হয়েছে, তোমার একশ'তম চিঠি পাওয়ার পর আমি তোমার বধু হবো।

এ দিন রাতে যুবকটি চিঠির কথা ভাবতে ভাবতে ৯৯টি চিঠি নিয়ে ভবনের ছাদে উঠে যায়। আলো ঝলমলে সুন্দর বাতিতে সাজানো শহর দেখে তার খুব কান্না পেলো। সে ভাবতেই পারছে না সে এখন কি করবে ?

এ গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? এটা সত্যিই যে, সাফল্য গল্পের এ মেয়েটির মত খুব সহজেই পাওয়া যায় না। সময় এবং সব ধরণের বাধা বিঘ্নের পরীক্ষায় পাস করতে হয়। যেমন একজন যদি ভালো পিয়ানো বাজাতে চান, তাহলে তাকে বহুদিন ধরে অনুশীলন করতে হয়। ঠিক যেমন পানি বিশুদ্ধ করার মতো। ৯৯ ডিগ্রি সেন্টিগ্রেডে তা ফোটালে হবে না। একশ ডিগ্রির চেয়ে তা মাত্র এক ডিগ্রি পার্থক্য। কিন্তু তাপমাত্রা একশ সেটিডিগ্রি না হলে পানি বিশুদ্ধ হবে না।

প্রত্যেকেরই ব্যর্থতার অনুভূতি আছে। কিন্তু সবাই সাফল্য অর্জন করতে পারে না। ৯৯বার, তার মধ্যে ৯৮বার হতাশ, একবার চেষ্টা না চালালে ব্যর্থ ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। সেজন্য যদি ব্যর্থতার ভয় লাগে এবং বার বার চেষ্টা চালানোর সাহস না পান। তাহলে সাফল্য নিজের কাছ থেকে দূর থাকবেই। সেজন্য শ্রোতাবন্ধুরা, আপনারা ৯৯বার ব্যর্থ হলেও বার বার চেষ্টা চালাবেন। আপনি যদি একশবারেও ব্যর্থ হন, তাহলে দু'শ বারের জন্য চেষ্টা শুরু করুন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040