|
"শ্রোতাবন্ধুরা, আপনি যে স্বরটা শুনেছেন, সেটি হলো তে সেন ঢোলের সুর। তে সেন ঢোল বাদক দল ৬ থেকে ১০ জন শিল্পী নিয়ে গঠিত হয়। এ বাদক দলের মধ্যে ইউন ঢোল , বড় ঢোল , ছোট ঢোল ও সুনাসহ বেশ কয়েকটি বাদ্যযন্ত্র রয়েছে । তে সেন ঢোলের অর্থ 'জয় লাভের জন্য ঢোল' । এর পেছনে বিরাট ঐতিহাসিক পটভূমি রয়েছে । ৬১৮ থেকে ৯০৭ খ্রীষ্টাব্দে অর্থাত্ চীনের থাং রাজবংশের আমলে রাজবংশের শাসনকর্তারা বিদ্রোহ পর্যুদস্ত করে জয় লাভ করেন । তে সেন ঢোল শিল্পী চাং পাও ইয়ান বলেন ,
"ওয়ান চেই জেলার তে সেন ঢোল সম্পর্কিত বিষয়বস্তুতে সৈন্যদের রণক্ষেত্রে যাত্রা , যুদ্ধ ও জয় লাভসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে । প্রাচীনকালের জয়ী সৈন্যরা গৌরবের সঙ্গে দেশে প্রত্যাবর্তনের জন্য এ ধরনের ঢোলক ব্যবহার করতো বলে একে তে সেন ঢোল বলা হয় ।
গত হাজার বছর ধরে তে সেন ঢোল দিয়ে সংগীতের সুর বাজানোর ব্যাপারে শিল্পীরা বহু বার সংস্কার ও উদ্ভাবনের চেষ্টা করেছেন । গত ৩০ বছর ধরে ওয়ান চেই জেলার লোক শিল্পীরা তে সেন ঢোলের বাজানো কৌশল উন্নয়নের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন । ফলে তে সেন ঢোল দিয়ে বাজানো সংগীতের সুরে মানুষের উত্সাহ ও কৌতূহলকে আরো বাড়িয়েছে । এর মধ্যে চাং পাও ইয়ান একজন বিখ্যাত উত্তরাধিকারী। ওয়ান চেই জেলায় প্রতিদিন সকালে নিজের বাড়ীর সামনে তে সেন ঢোল বাজান। এ সম্পর্কে তিনি বলেন,
" ৫০ বছর ধরে আমি তে সেন ঢোল বাজিয়েছি। ইতোমধ্যেই অভ্যাস্ত হয়ে গেছি। প্রতিদিন ঘুম থেকে উঠে আমি তে সেন ঢোল বাজাতে শুরু করি। একদিন না বাজালে আমি অন্য রকমের অনুভূতি করি।"
তে সেন ঢোলের উত্তরাধিকার গ্রহণের ব্যাপারে লোক শিল্পী চাং পাও ইয়ান মনে করেন, তে সেন ঢোলের ঐতিহ্য আরো সম্প্রসারিত করতে হলে আধুনিক জীবনযাপনের সঙ্গে এতিহ্যবাহী সংগীতের সুর বাজানোর কৌশলকে আরো সমন্বয় করতে হবে । বর্তমানে তে সেন ঢোল দিয়ে বাজানো যন্ত্রসংগীতের সুরে চীনের ঐতিহ্যবাহী পেইচিং অপেরার সুরেরও সংমিশ্রন করা হয়েছে । চীনের জনসাধারণ এ সুর খুব পছন্দ করেন । (ওয়াং তান হোং)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |