ছিয়াং মর্ম প্রাচীন সংগীত ও নৃত্য সংক্রান্ত বিষয়ক প্রথম অনুষ্ঠান ছেং তু'তে অনুষ্ঠিত হবে
ছিয়াং মর্ম নামের প্রাচীন সংগীত ও নৃত্য বিষয়ক প্রথম অনুষ্ঠান সি ছুয়ান প্রদেশের ছেং তু শহরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে দিয়ে ছিয়াং মর্ম সংগীত ও নৃত্য অনুষ্ঠান দেশব্যাপী পরিবেশনার সূচনা হবে।
এক বছরের অনুশীলনের পর এ অনুষ্ঠান হতে যাচ্ছে। এতে ছিয়াং জাতির মানুষ, রীতিনীতি ও দৃষ্টিভঙ্গিকে কেন্দ্র করে সংগীত ও নৃত্যের মধ্যে দিয়ে সার্বিকভাবে ছিয়াং জাতির সাংস্কৃতিকঅবস্থা প্রতিফলিত হবে।
প্রায় ১২০জন শিল্পী এ অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করবে। তারা সবাই ছিয়াং জাতির মানুষ। এবারের প্রথম অনুষ্ঠানের পর ছিয়াং মর্ম অনুষ্ঠান দু'বছর পর সারা চীনে আয়োজন করা হবে। (ওয়াং তান হোং)