|
"প্রাচীনকালে একটি গ্রামে একজন গ্রামবাসীর নিকনেম পাই ছি। ছি শব্দ মানে খাওয়া। এক দিন পাই ছি' নাক সুগদ্ধ পেয়েছে। পাই ছি খুব খুশি। মদের সুগদ্ধ। আমাকে যেতেই হবে।
এ বছর লি মিং'র বয়স ৭৫ বছর। ছোট বেলা থেকে তিনি মায়ের গল্প শুনতে পছন্দ করেন। তার মা কোনো শব্দ না জানলেও অনেক গল্পের কথা বলতে পারতেন। ছোটবেলায় লি মিং পরিবারের অনেক কাজে মা'কে সাহায্য করতেন। যেন মা তার জন্য বেশি গল্প শোনাবেন। লি মিং গল্পের ভক্ত। গল্প শোনার জন্য তিনি একদিন না খেয়েও চলেন। কিন্তু গল্প না শুনে ক্ষুধার অনুভূতির চেয়েও কষ্টকর।
ছোট বেলার কথা উল্লেখ্য করে লি মিং বলেন,
"আমার মায়ের ভালো স্মৃতিশক্তি রয়েছে। তিনি পুরো একটি বই মুখস্ত করতে পারতেন। এতে প্রায়ই দশ হাজারটিও বেশি শব্দ রয়েছে। আমার মা সে গল্পের কথা মনে রেখে আমাদের শোনাতেন। আমি গল্পটি মনে রেখেছি। খুব ভালো হয়েছে।
লি মিং একজন লোকজ কথা গল্প শিল্পী। কথা গল্প শিল্পীদের মধ্যে তার বৈচিত্র্য হচ্ছে চীনের ঐতিহ্যিক সংস্কৃতি বজায় রাখার পাশাপাশি তিনি এর ভিত্তিতে নতুন উদ্ভাবনা করেছেন। তা লিয়ান শহরের সাহিত্য ফেডারেশনের সাবেক চেয়ারম্যান শাও মো সিয়া লি মিংকে উচ্চ মূল্যায়ণ করেছেন। তিনি বলেন,
"লোকজ গল্প শহরে প্রবেশের পর অনেক পরিবর্তন হয়েছে। অনেক লোকজন নতুন ভাষা ও ধারণায় গল্পটি আবার লিখেছেন। লিং মি'র গল্প স্থানীয় সাংস্কৃতিক বৈচিত্র্য বজায় রাখার পাশাপাশি প্রচলিত হওয়ার সময় আবার নতুন করে তৈরী করা হয়েছে। লি মিংয়ের এ ক্ষমতার অধিকারী। তিনি অনেকের চেয়ে ভালো করেছেন। চমত্কার।
এ সম্পর্কে লি মিং বলেন, আবার সূচনা করা হচ্ছে লোকজ গল্পের অগ্রগতির চালিকাশক্তি এবং তিনিও এ মর্মে অবিচল রয়েছেন। তিনি বলেন,
"অনেকে বলেন, লোকজ সাহিত্য সাহিত্যের সূচনা। শুরুতেই গল্পগুলো খুব সহজ। কিন্তু আস্তে আস্তে তা সমৃদ্ধ হয়ে উঠেছে। কিভাবে সমৃদ্ধ হয়েছে? তার প্রধান কারণ হচ্ছে আবার সূচনা করা। আমি বরাবরই এ মর্মে অবিচল থেকে আসছি। প্রতিবার গল্প বলা আগের মত হবে না এবং প্রত্যকজন গল্প বলার পদ্ধতি ও বিষয়ও একই নয়। কারণ গল্পটি আবারও সূচিত হয়েছে।
১৯৮৩ সালে লি মিংয়ের গল্পের বই প্রকাশনা করা হয়েছে। তিনি কলমের মাধ্যমে মুখের সাহিত্য উত্তরাধিকার করবেন। "সাদা ফিনিক্স- লি মিংয়ের গল্প সংকলন" নামের বই প্রকাশের পর চীনের রীতিনীতির পিতা চুং চিং ওয়েনের উচ্চ মূল্যায়ন পেয়েছে। এরপরই এ বই তা লিয়ান শহরের তৃতীয় অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। চীনের বিখ্যাত রীতিনীতিবিদ উ বিং আন বলেছেন,
"লি মিং'র বৈচিত্র্যের দিক হচ্ছে একঃ তার স্পষ্ট মূল বিষয় রয়েছে। এ মূল বিষয় থেকে সবাই ভালো ও খারাপ মানুষ হবে, তা শেখা যায়। কোন ধরণের মানুষ হওয়া উচিত। গল্প থেকে যদি তা শোখানো যায়, তাহলে খুব চমত্কার। দুইঃ তার ভাষা খুব ভালো। গল্প শোনার সময় আপনি চোখ বন্ধ করলেও তার বলা স্বর শুনতে পারেন এবং তার বলা রঙ উপভোগ করতে পারেন।
লি মিং'র বড় মেয়ে ছোট বেলা থেকেই মায়ের গল্প শুনে শুনে বড় হয়ে ওঠে। লি মিং'র বলা গল্প শুনতে খুব পছন্দ করেন। সেজন্য ভবিষ্যতে তিনি অবশ্যই লি মিংয়ের হাত থেকে ভার নিয়ে যাবেন।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |