Web bengali.cri.cn   
বসন্ত উত্সব উপলক্ষে ফুলের মত চলচ্চিত্রের মেলা
  2010-03-30 15:24:03  cri

দেখতে দেখতে চীনের বসন্ত উত্সবের সাত দিনের ছুটি শেষ হয়ে গেছে। আর এরই সাথে সাথে তিনমাসব্যাপী চীনের চলচ্চিত্র প্রদর্শনীর সমাপ্তি পর্দাও নেমেছে। গত একশ' দিনের এ প্রদর্শনীতে ৫০টিরও বেশি চলচ্চিত্র টিকিট বিক্রি ক্ষেত্রে দু'বিলিয়ন ইউয়ান মূল্যের বক্স অফিস রেকর্ড করেছে। বিভিন্ন বিষয় ও বিভিন্ন ধরণের চলচ্চিত্র চীনা দর্শকদের হৃদয়ে নতুন সংস্কৃতির অনুভূতির আবেশ ছড়িয়েছে।

গত নভেম্বর মাস থেকেই চীনের চলচ্চিত্র মহল বসন্ত উত্সব উদযাপন উপলক্ষে তার চলচ্চিত্র প্রদর্শনী শুরু করে। ৯০ দিনের মধ্যে ৫০টিরও বেশি চলচ্চিত্র একটার পর একটা মুক্তি পায়। যার সংখ্যা আগের বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণ। প্রতি দু'দিন অন্তর একটি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।

চীনের বৃহত্তম পেইচিং নতুন চলচ্চিত্র আসোসিয়েশনের উপ-মহাব্যবস্থাপক কাও চুন বলেছেন,

"এ বছরে বসন্ত উত্সব উদযাপন উপলক্ষে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যা অনেক বেশি। প্রতিযোগিতাও ছিল তুমুল। এসব চলচ্চিত্রের বক্স অফিস হিট আর এ থেকে টিকিট বিক্রির পরিমাণ ২৩০ থেকে ২৫০ বিলিয়ন ইউয়ান। যা চলচ্চিত্রের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছে। আগের বছরের বক্স অফিস হিট চলচ্চিত্রের আয় ছিল ১৯০ কোটি ইউয়ান। সে থেকে বলা যায় বক্স অফিস হিট হওয়া ছবির সংখ্যা বেড়েছে আর তার সাথে সাথে আয়ের পরিমাণও বেড়েছে অনেক ।

১৯৯৭ সালে পরিচালক ফেং সিয়াও কাং'র চলচ্চিত্র 'দ্য ড্রিম ফ্যাক্টরি' ছিল চীনের বসন্ত উত্সব উদযাপনী চলচ্চিত্রের সূচনা । গত ১০ বছর ধরে নববর্ষ ও বসন্ত উত্সবের সময় চীনের চলচ্চিত্রের বাজার খুব সরগরম হয়ে উঠেছে। গত কয়েক বছরের বক্স অফিস হিট করা সুত্র থেকে জানা গেছে, এ সময়ের চলচ্চিত্রগুলো পুরো বছরের বক্স অফিস হিট ছবির তুলনায় তিন ভাগের এক ভাগ দখল করেছে। সে চলচ্চিত্রগুলোর বিষয়ও আগের চেয়ে বহুমুখী বিষয় রয়েছে।

এ বছরে বসন্ত উত্সব উদযাপনী চলচ্চিত্রের মধ্যে রয়েছে হু মু লান ও কনফুসিয়াসসহ বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বের ওপর নির্মিত কাহিনী। পাশাপাশি রয়েছে 'ন্যুডলের একটি সহজ গল্প'-এর হাসির মত চলচ্চিত্র ওবং পান্ডা এক্সপ্রেস-এর মত কম ব্যয়ে তৈরী চলচ্চিত্র।

চীনের চলচ্চিত্র শিল্প বিষয়ক কেন্দ্রের উপমহাপরিচালক হুয়াং পু ই ছুয়ান মনে করেন, এ বছরের বসন্ত উত্সবের সময় প্রদর্শিত চলচ্চিত্রের বৈচিত্র্যময়তা, যা দর্শকদের জন্য বাছাই করতে অনেক সুবিধা হয়েছে। তিনি বলেন,

 বছরের চলচ্চিত্র প্রদর্শনীর বৈশিষ্ট হলো বসন্ত উত্সবের সময় অনেক বেশি এবং চলচ্চিত্রের বিষয়ও আগের চেয়ে সমৃদ্ধতায় ভরা। এটি গত দু'বছরে চীনের চলচ্চিত্রের উন্নয়নের গতির সঙ্গে সম্পৃক্ত। এটা খুবই ভালো লক্ষণ। বিভিন্ন ধরণের চলচ্চিত্র চীনের চলচ্চিত্রের উন্নয়নের জন্য অনুকূল হবে বলেও আমরা আশা করি।

হুয়া সিয়া চলচ্চিত্র কোম্পানি এ বছরের বসন্ত উত্সবের সময় দু'টি চলচ্চিত্র প্রদর্শন করেছে। একটি হলো 'দ্য ড্রিম ফ্যাক্টরি' এবং আরেকটি হলো 'বড় সৈন্য'। এ দু'টি চলচ্চিত্রে বিপুল বৈচিত্র্যময়তা রয়েছে। কিন্তু দু'টোই ভালো বক্স অফিস হিট করেছে। হুয়া সিয়া চলচ্চিত্র কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা কু কুও ছিং বলেছেন, দু'টি চলচ্চিত্রই বসন্ত উত্সবে জ্যাকঁজমকপূর্ণ পরিবেশ সৃষ্টি করার জন্য প্রদর্শিত হয়েছে। তিনি বলেন,

'দ্য ড্রিম ফ্যাক্টরি' চলচ্চিত্র গত ডিসেম্বর মাসের বক্স অফিস সবচেয়ে বেশি হিট করেছিল। এ চলচ্চিত্র চীনের উত্তর-পূর্বাঞ্চলের কৌতুক কাহিনী নিয়ে তৈরী করা হয়েছে। এ চলচ্চিত্র চীনের বিখ্যাত পরিচালক চাং ই মৌ'র নতুন চিন্তা ধারা নিয়ে তৈরী করা হয়েছে। বক্স অফিস হিট করায় এ চলচ্চিত্রের সাফল্যই প্রমানিত হয়েছে। বসন্ত উত্সবের সময় 'বড় সৈন্য' চলচ্চিত্রটিও প্রদর্শন করা হয়। এ চলচ্চিত্রের প্রধান বিষয় হলো যুদ্ধ বন্ধ করে সচ্ছল সমাজ গড়ে তোলা। এ বছরের বসন্ত উত্সবের সময় চলচ্চিত্রগুলোতে জ্যাকঁজমকপূর্ণ পরিবেশ সৃষ্টি এবং সম্প্রীতিময় পরিবেশ ও নির্ঝঞ্ঝাট পরিবার গড়ে তোলার বিষয় প্রাধান্য পেয়েছে।

উল্লেখ্য যে, ঐতিহাসিক ও সাংস্কৃতিক বিষয়ক চলচ্চিত্রের সংখ্যা বাড়লেও জীবন ঘনিষ্ঠ ঘটনা সম্পর্কিত চলচ্চিত্র বলতে গেলে অনেকটা কমে গেছে।

চীনের চলচ্চিত্র শিল্প বিষয়ক কেন্দ্রের উপমহাপরিচালক হুয়া পু ই ছুয়ান মনে করেন, বসন্ত উত্সবের সময় চলচ্চিত্রের ধরণ অনেক বেশি হলেও বর্তমান বাস্তবতার আলোকে নির্মিত চলচ্চিত্রের সংখ্যা খুব কম। তিনি বলেন,

"বসন্ত উত্সবের সময় প্রদর্শিত চলচ্চিত্রগুলোর প্রধান বিষয় হওয়া উচিত আরো জীবন ঘনিষ্ঠ। কিন্তু এ বছর এমন চলচ্চিত্রের সংখ্যা খুব কম ছিল। চলচ্চিত্রের ধরণ আগের চেয়ে বেশি হলেও তা যথেষ্ট নয়। অনেক চলচ্চিত্র ইতিহাসের গল্পকে ভিত্তি করে নির্মিত হয়েছে। কিন্তু বাস্তবতার নিরিখে নির্মিত চলচ্চিত্রের সংখ্য একদম কম। এ বিষয় নিয়ে আমাদের আরো চিন্তাভাবনা করতে হবে।

এ বছরের বসন্ত উত্সবের সময়কার চলচ্চিত্রগুলো বক্স অফিস হিট করে ২০০ কোটি ইউয়ান আয় করলেও শুধুমাত্র দেশের তৈরী কয়েকটি চলচ্চিত্রই ভালো বক্স অফিস হিট করতে সক্ষম হয়েছে। এ উত্সবে প্রদর্শিত ৫০টিরও বেশি চলচ্চিত্রের মধ্যে ৮০ শতাংশই দেশের তৈরী চলচ্চিত্র। কিন্তু 'অবতার' ও '২০১২' চলচ্চিত্র দু'টি পুরো বক্স অফিসের ৬০ শতাংশ নিজেদের করে নিয়েছে। 'অবতার'র ১২০ কোটিরও বেশি ইউয়ান আয় করেছে। সেকারণে বসন্ত উত্সবের সময় প্রদশিত দেশের তৈরি চলচ্চিত্র যাতে বক্স অফিস হিট করতে পারে তার ব্যবস্থা গ্রহণ এখন থেকেই করতে হবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040