|
||||||||||||||||||||||||||||
সম্মেলনে চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কোও বলেছেন , নির্বাচনী আইনের সংশোধন করা এবং চীনের নিজস্ব বৈশিষ্টের সমাজতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার আত্মসংহতকরণ ও আত্মবিকাশ ত্বরান্বিত করা হচ্ছে জাতীয় গণ কংগ্রেসের ব্যবস্থা বজায় রাখা এবং সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু এবং সমাজতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতি উন্নয়নের একটি অনিবার্য দাবি ।
৫৭ বছরের ইতিহাসের এ পুরো " নির্বাচনী আইন" –এর এবারের সংশোধনের প্রধান বিষয় হচ্ছে নির্বাচন অধিকারের ক্ষেত্রে " চারজন কৃষককে একজন নাগরিক হিসেবে দেখার" ইতিহাস বাতিল করা। এর ফলে শহর ও গ্রামের অধিবাসীরা একই অনুপাতে গণ কংগ্রেসের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন।
এবারের " নির্বাচনী আইন" সংশোধনের মধ্য দিয়ে প্রত্যেক মানুষ, অঞ্চল এবং জাতির সমান অধিকারসহ তিনটি সম্মানজনক নীতি প্রতিফলিত হবে। চলমান " নির্বাচনী আইন"-এর মধ্যে মোট ৫৩টি ধারা রয়েছে।এর মধ্যে ২৩টি ধারার পরিবর্তন করা হবে।
চীনের জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি এবং সাং হাইয়ের মেয়র হান চেং ৭ মার্চ সাং হাই প্রতিনিধি দলের উন্মুক্ত গ্রুপ সাংবাদিকদের দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, তিনি দেশি-বিদেশী ব্যক্তিদের বিশ্ব মেলা পরিদর্শন এবং যৌথভাবে বিশ্ব মেলার চমত্কার বিষয় ভাগাভাগির জন্য স্বাগত জানিয়েছেন।
১ মে সাং হাই বিশ্ব মেলা শুরু হবে। এটি হচ্ছে প্রথমবারের মত উন্নয়নশীল দেশে অনুষ্ঠেয় বিশ্ব মেলা। সারা বিশ্বের ২৪০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যেই এবারের বিশ্ব মেলায় অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
হান চেং বলেন, বিদেশের নিজস্ব নির্মিত ৪২টি ভবনে নিজনিজ দেশের বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতির নতুন ধারণা প্রতিফলিত হবে । যা দেশি-বিদেশী সাংস্কৃতিক বিনিময়ের একটি প্ল্যাটফর্মে পরিণত হবে।
সাংহাই বিশ্ব মেলা চলাকালে সাংহাই বিশ্ব মেলা উদ্যানে নানা রকমের যে বিশ হাজারেরও বেশী সাংস্কৃতিকঅনুষ্ঠানের আয়োজন করা হবে সেগুলোর মধ্যে রয়েছে যেমন সাংহাই গণ সরকার আয়োজিত হাইটেক ও আধুনিক প্রযুক্তিভিত্তিক অনুষ্ঠান , নতুন নাটক ও চীনা লোক নৃত্যসংগীত তেমনই হবে ময়দানে ছোটো আকারের সংগীতানুষ্ঠান, রাস্তায় পরিবেশিত নাচ ও লোকাচার- আশ্রয়ী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার বিচিত্র অনুষ্ঠান। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আমোদ প্রমোদই দর্শকদের আকর্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হবে ।
দু'টি সম্মেলন শেষে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে চীনের প্রধানমন্ত্রি ওয়েন চিয়া পাও বলেন : সরকারের সকল কাজের লক্ষ্য জনসাধারণের সুখ ও মযার্দা নিশ্চিত করাও এই মন্তব্য সত্যিই জনসাধারণের মনের কথা প্রকাশ করেছে। সরকার আরও বেশী বাড়ীঘর নির্মানের প্রতিশ্রুতি দিয়েছে । তা ছাড়া , আমার বাসায় বৃদ্ধ-বৃদ্ধা ও ছেলে-মেয়ে আছে। সরকার স্বাস্থ্য সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছে। আমি ভবিষ্যতের ব্যাপারে অত্যন্ত আশাবাদী।
জনসাধারণের জীবন আরও সুন্দর ও মর্যাদাপূর্ণ হবে। এটা যেমন চীন সরকারের প্রতিশ্রুতি তেমনি সমগ্র চীনা জনগণের আশা-আকাংক্ষা। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য চীনা জনগণ অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাবে।
আমাদের বিশ্বাস , এ দু'টি সম্মেলনের আয়োজন চীনের উন্নয়নের জন্য অবশ্যই ইতিবাচক ভূমিকা পালন করবে । শ্রোতা বন্ধুরা , আজকের অনুষ্ঠান এখানেই শেষ হল , শোনার জন্য ধন্যবাদ ।


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |