Web bengali.cri.cn   
আমাজনের বাঁদর
  2010-03-12 20:46:01  cri

অস্ট্রেলিয়ার একজন পশুপাখিবিদ আমাজন থেকে দু'টি বাঁদর নিয়ে এসেছেন। এ দু'টি বাঁদর একটি বড় এবং আরেকটি ছোট। তাদেরকে আলাদা করে দু'টি ভিন্ন ঘরে রেখেছেন। প্রতিদিন তিনি এ দু'টি বাঁদরকে একই খাবার দেন এবং তাদের নিত্যদিনের অভাস নিয়ে গবেষণা করেন। তবে এক বছর পর বড় বাঁদরটি মারা যায়। গবেষণা কাজ বন্ধ না করা এবং গবেষণার কাজ অব্যাহতভাবে চালানোর উদ্দেশ্যে তিনি আবার ব্রাজিল থেকে আর একটি নতুন বাঁদর নিয়ে আসেন। এ নতুন বাঁদরটি ঐ মারা যাওয়া বাদরটির চেয়ে আরও বড়। তবে ছ'মাস পর এ বাঁদরটিও মারা । পরে তিনি এ দু'টি মৃত্ বাঁদরের লাশ নিয়ে গবেষণার কাজ করেন। তবে কোন ফলাফল অর্জন করতে পারেন নি।

কোন উপায় না দেখে তিনি পুনরায় আমাজনে ফিরে যান। সেখানের বাঁদর নিয়ে বিস্তারিত গবেষণার কাজ শুরু করেন। সংশ্লিষ্ট পরিসংখ্যান থেকে জানা গেছে, বড় বাঁদর সে অন্য পশুপাখীর সাথে খুব সহজেই মিলে-মিশে থাকতে পারে। সুতরাং, তাই তারা অবশ্যই সহজেই খাবার সংগ্রহ করতে পারে। অধিকাংশই অন্যের ওপর নির্ভর করবে না। তাদেরকে আটক করলে তারা এক বছর সময়ও বেঁচে থাকতে পারে না। খুব সহজেই মারা যায়। কিন্তু ছোট বাঁদরটি অন্য পশুপাখীর সাথে খুব কম সময়ই মিলে-মিশে থাকে। সেজন্য সে তার খাবার নিশ্চয়ই ভাগাভাগি করতে পারে না। সে অন্যের চেষ্টার ওপর নির্ভর করে বেঁচে থাকে। তবে, তাদের আটক করলে কি তারা নিজের ইচ্ছেমত জীবনযাপন করতে পারবে ?

বন্ধুরা, এ গল্প থেকে আমরা বুঝতে পেয়েছি যে, একজন মানুষের অন্যের সঙ্গে সহযোগিতা গ্রহণ করা ছাড়া নিজেরও একা কাজে অগ্রসর হওয়া প্রয়োজন। অন্যদের সাহায্য ছাড়া নিজের প্রচেষ্টা ও সংগ্রাম জীবন ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ। --ওয়াং হাইমান

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040