৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস । চলতি বছর নারী দিবসের ১ শ'তম বার্ষিকী । ৭ই মার্চ নারী দিবস উপলক্ষে পেইচিংয়ে মহাগণভবনে একটি উদযাপনী অনুষ্ঠান আয়োজন করা হয় । চীনের প্রেসিডেন্ট হু চিন থাও সম্মেলনে গত ১০০ বছরে চীনের নারীদের অর্জিত লক্ষ্যণীয় সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন এবং অব্যাহতভাবে নারীদের স্বার্থ ও সম্মান রক্ষার কথা বলেছেন । এ বিশেষ উত্সবে আমাদের সংবাদদাতা যুক্ত রাজ্যের পরিবেশ রক্ষা বিভাগের সাবেক কর্মকর্তা শামসুন নাহার আহমেদের সাক্ষাত্কার নিয়েছেন । একজন নারী হিসেবে তার নিজের চোখে দেখা চীনের নারীদের অবস্থান সম্পর্কে কিছু বলেছেন ।
নারী দিবসের দিনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন তার ভাষণে বলেছেন , ১৫ বছর আগে চতুর্থ নারী সমস্যা সম্পর্কিত বিশ্ব সম্মেলনে বিভিন্ন দেশ নারীদের সম্মান , উন্নয়ন ও শান্তির জন্য চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছে । ১৫ বছরে অনেক দেশে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে । চীনও এসব দেশের অন্যতম । এ ছাড়া , এখন চীনে প্রতি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠান-চীনের জাতীয় গণ কংগ্রেস ও চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক সম্মেলন পেইচিংয়ে চলছে । নারী দিবস উপলক্ষে সম্মেলনের অনেক প্রতিনিধিরা এ সম্পর্কিত অনেক প্রস্তাব দিয়েছেন । এ বিষয় সম্পর্কেও শামসুন নাহার আহমেদ তার নিজের প্রস্তাব দিয়েছেন ।