Web bengali.cri.cn   
জিম্বাবুয়ে সাংহাই বিশ্ব মেলা সম্পর্কিত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে
  2010-03-05 20:37:57  cri
২০১০ সালের সাংহাই বিশ্ব মেলা ঘনিয়ে আসছে । বর্তমানে বিভিন্ন দেশের প্রস্তুতিমূলক কাজ পুরদমে চলছে । দক্ষিণ আফ্রিকার জিম্বাবুয়েও এসব দেশের অন্যতম । ২২শে ফেব্রুয়ারি সন্ধ্যায় সাংহাই বিশ্ব মেলায় জিম্বাবুয়ের অংশগ্রহণ অনুষ্ঠান এ দেশের রাজধানী হারালে অনুষ্ঠিত হয়েছে ।

আপনারা যে রিকর্টিং শুনছেন , তহাল এ অনুষ্ঠানে প্রচার করা জিম্বাবুয়ের রীতিনীতি সম্পর্কিত একটি বিশেষ ভিডিও । এ ভিডিও সাংহাই বিশ্ব মেলা চলাকালে জিম্বাবুয়ে প্রদর্শনী স্টলে প্রচারিত হবে । জানা গেছৈ , জিম্বাবুয়ের প্রদর্শনী স্টলে প্রধানত এ দেশের পুরাকীর্তি , শিল্প এবং ভিক্টোরিয়া জলপ্রপাত সম্পর্কিত বিষয় প্র্রদর্শন করা হবে । জিম্বাবুয়ের শিল্প ও বাণিজ্য মন্ত্রী ওয়েলশম্যান এনকুবে বলেন , বিশ্ব মেলা বিভিন্ন দেশকে নিজ দেশের বৈশিষ্ট প্রদর্শন করার সুযোগ সৃষ্টি করেছে । জিম্বাবুয়ে এ সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকে জিম্বাবুয়ের রীতিনীতি ও সুন্দর রাষ্ট্রীয় ভাবমূর্তি প্রদর্শন করবে । তিনি বলেন :

বিশ্ব মেলা বিভিন্ন অংশগ্রহণকারী দেশের জন্য একটি মূল্যবান সুযোগ সৃষ্টি করেছে । বিভিন্ন দেশ এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাণিজ্য , পুঁজি বিনিয়োগ ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রের সুপ্তশক্তি প্রকাশ করতে পারে । বিশ্ব মেলায় প্রতি অংশগ্রহণকারী দেশ নিজ দেশের রাষ্ট্রীয় দিন অনুষ্ঠান আয়োজন করবে । বিভিন্ন দেশ এ সুযোগে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পারবে । যাতে দর্শকরা এ দেশকে আরো ভালোভাবে জানতে পারে । জিম্বাবুয়ের জন্য তা হল নিজের গল্প পড়া এবং সুন্দর রাষ্ট্রীয় ভাবমূর্তি সৃষ্টি করার ভালো সুযোগ ।

এনকুবে বলেন , সাংহাই বিশ্ব মেলার প্রতিবাদ্য হল " শহর জীবনকে আরো সুন্দর করেছে" । জিম্বাবুয়ের নিজের প্রতিবাদ্যও আছে । তা হল "কমিউনিটি উন্নয়ন করা এবং জীবনকে সুন্দর করা" । তিনি বলেন , এখন আধুনিক শহর বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন । তিনি আশা করেন এবার বিশ্ব মেলা এ সব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সহায়ক হবে । তিনি বলেন :

বিশ্ব মেলায় বিভিন্ন দেশ একসাথে মানব জাতির ওপর প্রভাব ফেলা এমন সব সমস্যা নিয়ে মত বিনিময় এবং অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারে । এর ফলে সবার জন্য গ্রহণযোগ্য সহায়ক প্রস্তাব সৃষ্টি করা যায় । এ ক্ষেত্রে আমি আশা করি এবার বিশ্ব মেলা শেষ হওয়ার আগে প্রকাশিত "সাংহাই ঘোষণা" এসব সমস্যা সমাধানের জন্য সহায়ক প্রস্তাব উত্থাপন করতে পারে ।

আপনারা যে গানটি শুনছেন , তাহল বিশ্ব মেলায় অংশ নেয়ার জন্য জিম্বাবুয়ের স্থানীয় শিল্পীদের রচনা বিশেষ সঙ্গীত । গানের কথা হল : এ যাত্রা শুরু করা যাক । চীনের সাংহাইয়ে যাবো । আমাদের এ দেশের সৌন্দর্য প্রকাশ করবো । আমাদের জীবন এত সুন্দর । সত্যি , বহু বছরের অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক সংকটের পর জিম্বাবুয়ে গত বছর বিভিন্ন দলের গঠিত জাতীয় যুক্ত সরকার গঠন করেছে । রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হয়েছে । অর্থনীতিও পুনরুদ্ধার হচ্ছে । আফ্রিকার রুটি ঝুড়ি নামে এ আফ্রিকা দেশ এখন পুনরায় প্রাণচঞ্চল হয়েছে ।এনকুবে বলেন , জিম্বাবুয়ের উচিত বিশ্ব মেলা সুযোগে বিশ্বকে জিম্বাবুয়ের ঐক্য ও উন্নয়ন প্রকাশ করা । তিনি বলেন :

যেন আমাদের দেশ বহু জাতি নিয়ে গঠিত হয়েছে , আমাদের রাজনৈতিক চিন্তাধারা ও ধর্মও আলাদা। তবে আমরা সবাই জিম্বাবুয়ের লোক । আমাদের উচিত দেশের স্বার্থকে প্রথম স্থানে রাখা এবং আমাদের চেষ্টা ও সম্পদের মাধ্যমে জিম্বাবুয়ের সাফল্যের সঙ্গে বিশ্ব মেলায় অংশ নেয়ার নিশ্চিত করা ।

এ ছাড়া , চীন সরকার বিনাখরচে জিম্বাবুয়েকে প্রদর্শনী স্টল দিয়েছে । এনকুবে এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন ।

জিম্বাবুয়ে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সিন সুন খাং সে দিনের অনুষ্ঠানেও অংশ নিয়েছেন । তিনি অনুষ্ঠানে বলেছেন , চীনা দূতাবাস জিম্বাবুয়ের সঙ্গে যৌথ চেষ্টা চালিয়ে বিশ্ব মেলায় জিম্বাবুয়ের অংশগ্রহণ সফল হওয়ার নিশ্চিত করবে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040