|
১৯৭৯ সালে প্রতিষ্ঠিত নীতি বিষয়ক গবেষণাগার হলো পাকিস্তানের একটি নামকরা গবেষণা সংস্থা । এ গবেষণাগারের প্রধান খালিদ রহমান হচ্ছেন একজন প্রখ্যাত আন্তর্জাতিক সমস্যা বিষয়ক গবেষক । চীনা জনগণের পুরনো বন্ধু হিসেবে তিনি বেশ কয়েকবার চীন সফর করেছেন । এ বছরের মে মাসেও তিনি আমন্ত্রিত হয়ে আরেকবার চীন সফর করেছেন । সফরের সময় তিনি নিজের চোখে চীনের অর্থনৈতিক গঠনকাজের নতুন সাফল্য দেখেছেন । সি আর আই সংবাদদাতা চান চুয়ান সম্প্রতি তার একটি সাক্ষাত্কার নিয়েছেন । সংস্কার অভিযানে চীনের পরিবর্তন সম্পর্কে খালিদ রহমান বলেন , চীনের একজন পুরনো বন্ধু হিসেবে আমি মনে করি গত ত্রিশ বছরে চীনের উন্নয়নের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো চীন ধাপে ধাপে ও সুপরিকল্পিতভাবে উন্নয়ন ও অগ্রগতি লাভের চেষ্টা করেছে , তাড়াহুড়া বা রাতারাতি নয় । চীন সরকার সংস্কার নীতি কার্যকর করার সময় নিজের মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করেছে এবং পুরনো ব্যবস্থার ভালো অভিজ্ঞতা কাজে লাগিয়েছে । এটা চীনা জনগণ , চীনা জাতি ও চীন সরকারের সাফল্য অর্জনের চাবিকাঠি ।
আন্তর্জাতিক বিষয়াদির বিশেষজ্ঞ হিসেবে খালিদ রহমান বিশ্বে চীনের উন্নয়নের প্রভাবের প্রতি বেশি মনোযোগ দেন । তিনি মনে করেন , চীনের উন্নয়ন অভিজ্ঞতা ব্যাপক উন্নয়নশীল দেশের জন্যও প্রযোজ্য । তিনি বলেন , চীনের উন্নয়ন তত্ত্ব , বিশেষ করে চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের পেশ করা সুষম উন্নয়ন পদ্ধতি চীনের স্ববৈশিষ্ট্য উন্নয়ন পথ বলা যায়। এ পদ্ধতি শুধু চীনের জন্য নয় , অন্যান্য দেশের জন্যও উন্নয়নের সুযোগ নিয়ে আসবে । এ উন্নয়ন পদ্ধতির কল্যাণে বিশ্বে চীনের অর্থনৈতিক অবস্থান প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছে । আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চে চীনের নেতৃস্থানীয় ভূমিকা রাখার জন্য চীন প্রশংসা পেয়েছে । চীন বিশ্বের অনেক দেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠা করার পাশাপাশি রাজনীতি ও অর্থনীতি ক্ষেত্রে বিশ্বের শিল্পোন্নত দেশ ও স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে সহযোগিতার সুষম পরিবেশ সৃষ্টি করেছে । ফলে পাকিস্তানসহ অনেক বন্ধুপ্রতিম দেশ উপকৃত হয়েছে ।
ইর্ফান শাহজাদ পাকিস্তান নীতি বিষয়ক গবেষণাগারের সহকারী প্রফেসর । তিনি প্রধানত অর্থনৈতিক বিষয় গবেষণার কাজ করেন । গত মে মাসে তিনি খালিদ রহমানের সঙ্গে চীন সফর করেছেন । রহমান সাহেবের বিশ্লেষণ শুনে ইর্ফান শাহজাদ বলেন , চীন সত্যিই সত্যিই বিরাট অগ্রগতি লাভ করেছে । চীনের উন্নয়ন উন্নয়নশীল দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ । কারণ চীন উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধি ও দৃষ্টান্ত ।
পাকিস্তানের জাতীয় আধুনিক ভাষা বিশ্ববিদ্যালয় হলো পাকিস্তানের একটি নামকরা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান । ইসলামাবাদ কনফুসিয়াস ইন্সটিটিউট এ বিশ্ববিদ্যালয়ে অধীনে রয়েছে । এ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার আজিজ আহমেদ খান ইসলামাবাদ কনফুসিয়াস ইন্সটিটিউটের পাকিস্তান পক্ষের প্রধান । তিনি চীনা নেতার পেশকৃত সুষম উন্নয়ন তত্ত্বের প্রশংসা করে বলেন , ( আমি সুষম বিশ্ব গড়ে তোলার মনোভাবকে সমর্থন করি । কনফুসিয়াসের দর্শনই সুষম সমাজ গড়ে তোলার তত্বের ভিত্তি । বিশ্বের সব ধর্ম ও দর্শন আমাদের সুষমভাবে বসবাসের উপদেশ দেয় । পরস্পরকে ভালোবাসা ও সম্মান প্রদর্শনের ভিত্তিতেই সুষম বিশ্ব গড়ে তোলা সম্ভব হবে ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |