|
এ মন্দির মেলা ব্রিটেনে চীন দূতাবাস ও ওয়েস্টফিল্ড শপিং মলের যৌথ উদ্যোগে আয়োজিত হয় । চীন দূতাবাসের কন্সুলেট ছেন সিয়াও তুং মন্দির মেলায় বলেছেন , এমন অনুষ্ঠান আয়োজনের লক্ষ্য হল আরো ভালোভাবে চীন ও ব্রিটেনের সাংস্কৃতিক বিনিময় ও উপলব্ধি ত্বরান্বিত করা । তিনি বলেন :
বেসরকারী সাংস্কৃতিক বিনিময় ভিন্ন সংস্কৃতিকে জানার আগ্রহ ত্বরান্বিত এবং পারস্পরিক উপলব্ধি বাড়ানোর জন্য খুব ভালো সুযোগ সৃষ্টি করেছে । এটা হল কেন আমরা আজ এবং কালকে এ মন্দির মেলার আয়োজন করি । দু'দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক উপলব্ধি জনগণের মৈত্রীর ভিত্তিতে উন্নয়ন করতে হবে । ক্রমাগতভাবে আরো বেশি ব্রিটিশকে চীনাদের ঐতিহ্যিক বসন্ত উত্সব উদযাপন থেকে জানা যায় , চীন সম্পর্কে ব্রিটিশ লোকজনের জানার আগ্রহ বেড়েই চলেছে । আমি খুব আনন্দের সঙ্গে জেনেছি যে ব্রিটেনের স্কুলে চীনা ভাষা শেখার ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে । এ ছাড়াও চীনা ছাত্রছাত্রীরা ব্রিটেনে লেখাপড়া করতে অনেক আগ্রহী ।
ওয়েস্টফিল্ড শপিং মলের কেন্দ্রস্থলে চীনের দূতাবাস , লন্ডনের চীনা খাবার রেস্তোঁরা এবং চীনের চা কেন্দ্রে চীন সম্পর্কিত অনেক বইপত্র , সুস্বাদ্যু খাবার এবং চীনের ঐতিহ্যিক ছবি প্রদর্শিত হয় । তা অনেক ক্রেতাদের আকর্ষণ করেছে। লোকেরা চীনা অক্ষরে নিজের নাম লিখতে এবং চীনের ঐতিহ্যিক পেইচিং অপেরার পোষক পড়ে ছবি তুলতে অনেক পছন্দ করে । আবার কেউ কেউ বাখের মত নিজেকে সাজাতে পছন্দ করে , যাতে চীনের ঐতিহ্যিক বাখ বর্ষ উদযাপন করা যায় । চীনের সি ছুয়ান প্রদেশ থেকে আসা শিল্পীদের নাচ এবং কুং ফু অনুষ্ঠান সবার প্রশংসা কুড়িয়েছে । দর্শক আমল হোসেন বলেন :
এসব কুং ফু অনুষ্ঠান সত্যি অনেক চমত্কার । দেখতেও অনেক মজা । শিল্পীদের পোশাক ও তাদের নাচ অভিনয় অনেক সুন্দর । সব অনুষ্ঠান অনেক আকর্ষণীয় । আমরা তা দেখতে অনেক পছন্দ করি। আমাদের উচিত ভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের সংস্কৃতি উপভোগ করা ।
এ মন্দির মেলার উদ্যোক্তা লটারি অনুষ্ঠানের আয়োজন করেছে । দর্শক সামির ওউনভকার খুব ভাগ্যবান , সে চীনের সাংহাইয়ে যাওয়ার একটি বিমান টিকিট পুরস্কার হিসেবে পেয়েছেন । তিনি ইতোমধ্যেই পুরো পরিবার নিয়ে সাংহাই ভ্রমণের প্রস্তুতি নিতে শুরু করেছেন । তিনি বলেন :
আমি পুরস্কার পাওয়ার বিষয় কখনোই কল্পনা করি নি । এটা হবে আমার চীনে যাওয়ার প্রথম সুযোগ । আমি চীনে যেতে অনেক আগ্রহী । চীনা দূতাবাসের কর্মকর্তা ছেন আমাকে বলেছেন প্রতি বছরের মে মাস থেকে অক্টোবর পর্যন্ত চীনে যাওয়ার সবচেয়ে ভালো সময়। তাই আমি সে সময়ের মধ্যে চীনে যাওয়ার চেষ্টা করছি । আমার জন্য প্রস্তুতি নেয়ার সময় যথেষ্ট । কারণ চীন এত বড় এবং এত সুন্দর । আমি কোথায় কোথায় যাবো সে বিষয় বিবেচনা করবো।
ব্রিটেনে কর্মরত এবং প্রবাসী চীনারাও মন্দির মেলায় গিয়েছেন । চীনের কুয়াং সি প্রদেশ থেকে ব্রিটেনে আসা উ ইন বলেন , মন্দির মেলার পরিবেশ উপভোগ করতে গিয়ে তার বাসার কথা অনেক মনে পড়ে । তিনি বলেন ;
এ মেলা অনেক ভালো । বিদেশে চীনের এ ঐতিহ্যিক মন্দির মেলা দেখে আমি অনেক আবেগাপ্লুত । এমন পরিবেশে আমি দেশের বাড়ি ফিরে যেতে ইচ্ছুক ।
চলতি বছর ব্রিটেনে চীনের দূতাবাস এ প্রথমবারের মত মন্দির মেলার মাধ্যমে চীনের বসন্ত উত্সবের রীতিনীতি ব্রিটিশ জনগণের কাছে জনপ্রিয় করেছে । দূতাবাসের কাউন্সিলার ছেন সিয়াও তুং বলেন , মন্দির মেলা ভবিষ্যতেও আয়োজন করা হবে । তিনি বলেন :
মন্দির মেলায় চীনের বৈশিষ্টময় খাবার , চীনের চা , পেইচিং অপেরা এবং শিশুদের খেলার সব আয়োজনই আছে । আগামী বছর আমরা আবার এমন মন্দির মেলা আয়োজনের চেষ্টা করবো ।
(শুয়েই ফেই ফেই)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |