Web bengali.cri.cn   
বিদেশে চীনের ঐতিহ্যিক বসন্ত উত্সব উদযাপনের বিভিন্ন অনুষ্ঠান
  2010-02-22 20:22:42  cri

সন্ত উত্সব চীনের একটি ঐতিহ্যিক উত্সব । তবে চীনের সংস্কৃতি বিশ্বে জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে এখন ক্রমাগতভাবে আরো বিপুল সংখ্যক বিদেশি বন্ধু চীনাদের বসন্ত উত্সবের আনন্দ উপভোগ করতে শুরু করেছে । আফ্রিকার দক্ষিণাঞ্চলের জিম্বাবুয়ে চীনা ভাষার শিক্ষার্থী অনেক ছাত্রছাত্রী জিম্বাবুয়ের রাজধানী হারারে চীনের ঐতিহ্যিক বসন্ত উত্সব উদযাপনের জন্য বিশেষ করে একটি অনুষ্ঠান আয়োজন করেছে ।

এসব ছেলেমেয়েরা হল সদ্যপ্রতিষ্ঠিত কনফুসিয়াস ক্লাসের ছাত্রছাত্রী । চলতি বছরের জানুয়ারি মাসে চীনের চীনা ভাষা কার্যালয় পৃথক পৃথকভাবে জিম্বাবুয়ের আলেক্সান্দ্রা পার্ক স্কুল , রুসেভেল্ট বালিকা উচ্চ বিদ্যালয়, চার্চিল বালক স্কুল এবং মর্গান জিনটেক নর্মাল কলেজের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে । যাতে এসব স্কুলে কনফুসিয়াস ক্লাস খোলা যায় এবং আরো বেশি জিম্বাবুয়ের যুবকদের মধ্যে চীনা ভাষা শেখা এবং চীনের সংস্কৃতি জানার সুযোগ সৃষ্টি করা যায় ।

শ্রোতা বন্ধুরা , আপনারা যে কথা শুনছেন , তা হল এ কনফুসিয়াস ক্লাসের ছাত্রছাত্রীদের পড়া চীনের প্রাচীন কবিতা । তারা সবাই শুধু এক মাস চীনা ভাষা শিখেছে ।

জিম্বাবুয়ে চারটি কনফুসিয়াস ক্লাস স্থাপনের ফলে সে দেশের গণ শিক্ষা ব্যবস্থায় চীনা ভাষা শেখা আনুষ্ঠানিকভাবে অন্তর্ভূক্ত করা হয়েছে । বিশেষ করে মর্গান জিনটেক নর্মাল কলেজে চীনা ভাষার ক্লাস প্রতিষ্ঠার ফলে জিম্বাবুয়ে জাতক চীনা ভাষা শিক্ষক প্রশিক্ষণের জন্য সুষ্ঠু সুযোগ সৃষ্টি হয়েছে । এ সম্পর্কে জিম্বাবুয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠায় অংশগ্রহণকারী জিম্বাবুয়ে বিশ্ববিদ্যালয়ের উপ প্রধান লেভি নিয়াগুরা খুব গর্বিত । তিনি বলেন :

জিম্বাবুয়ে বিশ্ববিদ্যালয় নিজেকে জিম্বাবুয়ে ও চীনের সঙ্গের একটি সেঁতু হিসেবে নির্ধারণ করেছে । আজ রাতে এখানে জিম্বাবুয়ের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের অভিনয় চমত্কার অনুষ্ঠান দেখানো হবে । তা জিম্বাবুয়ে ও চীনের সংস্কৃতির ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা ত্বরান্বিত করবে। জিম্বাবুয়ে বিশ্ববিদ্যালয় চীনাদের সঙ্গে আনন্দের সঙ্গে চীনাদের ঐতিহ্যিক বসন্ত উত্সব উদযাপন করতে পেরে আমরা খুব আনন্দিত । আমাদের চীনা ভাষা শেখার মানুষ হিসেবে মনে করবেন না । আমাদের আপনাদের ভাইবোন হিসেবে দেখবেন । কারণ আমরা ইতোমধ্যেই আপনাদের মত হয়েছি । আমরা আপনাদের সংস্কৃতির একটি অংশে পরিণত হয়েছি । ধন্যবাদ ।

এরপর জিম্বায়ুবে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সিন সুন খাং স্থানীয় ভাষায় বক্তৃতা দিয়েছেন । তিনি বলেন :

শুভসন্ধ্যা । আমরা খুব ভাগ্যবান যে জিম্বাবুয়ে আপনাদের সঙ্গে চীনের বসন্ত উত্সব উদযাপন করতে পেরেছি । ছাত্রছাত্রীদের অনুষ্ঠান অনেক চমত্কার । যেন আপনাদের ভাষার মত , দুধের মধ্যে লবণ দিবেন না । নইলে দুধের স্বাদ নষ্ট হবে ।

রাষ্ট্রদূত সিন সুন খাংয়ের কথা সবার প্রশংসা কুড়িয়েছে । তিনি আরো বলেন :

বসন্ত উত্সব চীনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্সব । এ উত্সব পরিবারের মিলন ও শান্তির প্রতীক । এখন বসন্ত উত্সব বিশ্বব্যাপী একটি উত্সবে পরিণত হয়েছে । ক্রমাগতভাবে আরো বেশি লোকজন এ উত্সব উদযাপন করছে । আজ কনফুসিয়াস ইন্সটিটিউটের বসন্ত উত্সব উদযাপনী অনুষ্ঠান থেকে জানা যায় , চীন ও জিম্বাবুয়ে অভিন্ন সাংস্কৃতিক চিন্তাধারা ভাগাভাগি করছে । তা নিঃসন্দেহে দু'দেশের মৈত্রী ত্বরান্বিত করবে । অবশেষে আমি আন্তরিকভাবে আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই এবং আশা করি কনফুসিয়াস ইন্সটিটিউট নতুন বছরে আরো বড় অগ্রগতি অর্জন করতে পারবে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040