|
তিনি আশ্বস্হ হয়ে সে আপেলটি হাতে ধরে রাখলেন এবং মনোযোগ দিয়ে দিকপ্রান্ত খুঁজতে লাগলেন। যখন তিনি ক্লান্ত ও ক্ষুধার্ত বোধ করতেন, তখনই তিনি হাতের আপেলট নেড়ে চেড়ে দেখতেন আর ভাবতেন ভয়ের কিছু নেই আপেলতো আছে । তার শরীরে যেন আবার আগের মত শক্তি ও সাহস ফিরে আসতো ।
এভাবে তিনি দু' দু'টি দিন কাটিয়ে দেন আর নিবিষ্ট মনে গন্তব্যের কথা চিন্তা করে হাঁটতে থাকেন । অবশেষে তৃতীয় দিনে তিনি মরভূমি থেকে বের হয়ে আসতে সক্ষম হলেন। হাতে থাকায় তিন দিনেই সে আপেলটি শুকিয়ে গেছে । তিনি একবারের জন্যও তা মুখেও ছোঁয়ান নি।
তার এ ঘটনায় সবাই অবাক হয়েছিল যে, একটি আপেলের মধ্যে এত শক্তি কি করে ছিল । আপেলটি তিনিতো মুখেও দেন নি । তাহলে কীভাবে ছোট একটি আপেলের সহায্যে এ পরিব্রাজক মরভূমি থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেন ?
শ্রোতাবন্ধুরা, আপনারাবলতে পারবেন কি ? তার এ শক্তিইবা কোথা থেকে এলো ? হ্যা, এ শক্তি তিনি পেয়েছেন তার আস্থা ও মর্ম থেকে । মানুষের জীবন ক্ষেত্রে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকে । কিছু কিছু মানুষতো জন্মাবধি প্রতিবন্ধী । কিন্তু তারাতো সবসময় সাধারণ মানুষের চেয়েও অসাধারণ কর্মকান্ড করে থাকেন । তাই না ? তাহলে তাদের সে শক্তিই বা আসে কোথা থেকে ? কি বন্ধুরা, আপনারা কি বলতে পারবেন ? আমিই বলে দিচ্ছি, শুনুন --
হ্যাঁ, বন্ধুরা, তা খুব সহজেই আসে একজন মানুষের গভীর আস্হা থেকে । বন্ধুরা, তাহলে এ গল্প থেকে আমরা কি শিখলাম ? আমরা শিখতে পেরেছি যে কাজই করি না কেন আর যত বিপদেই পড়িনা কেন আমাদের নিজেদের মনে আস্থা আর সাহস রাখতেই হবে। কারণ, আস্থা আর সাহসই হলো আমাদের প্রাণ শক্তির উত্স।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |