Web bengali.cri.cn   
এক আপেল
  2010-02-19 20:59:46  cri
আপেল নিয়ে এমন একটি গল্প আছে । যা শুনলে সত্যিই অবাক হতে হয় । একজন পরিব্রাজক মরভূমিতে দিক হারিয়ে ফেলেছেন । মরভূমির ভয়াবহ আবহাওয়ার কারণে তিনি তার সংগে নিয়ে আসা সব খাবার এমন কি পানিও শেষ করে ফেলেছেন। অনেক খিদে আর পিপাসা পাওয়ায় অস্হির হয়ে পড়লেন । পোটলা পাটলি সব কিছু খোঁজার পর পকেটে হাত দিয়ে তিনি একটি মাত্র কাঁচা আপেল পেলেন । তিনি হাসি মুখে নিজেকে বললেন,"আমার একটি আপেল আছে।"

তিনি আশ্বস্হ হয়ে সে আপেলটি হাতে ধরে রাখলেন এবং মনোযোগ দিয়ে দিকপ্রান্ত খুঁজতে লাগলেন। যখন তিনি ক্লান্ত ও ক্ষুধার্ত বোধ করতেন, তখনই তিনি হাতের আপেলট নেড়ে চেড়ে দেখতেন আর ভাবতেন ভয়ের কিছু নেই আপেলতো আছে । তার শরীরে যেন আবার আগের মত শক্তি ও সাহস ফিরে আসতো ।

এভাবে তিনি দু' দু'টি দিন কাটিয়ে দেন আর নিবিষ্ট মনে গন্তব্যের কথা চিন্তা করে হাঁটতে থাকেন । অবশেষে তৃতীয় দিনে তিনি মরভূমি থেকে বের হয়ে আসতে সক্ষম হলেন। হাতে থাকায় তিন দিনেই সে আপেলটি শুকিয়ে গেছে । তিনি একবারের জন্যও তা মুখেও ছোঁয়ান নি।

তার এ ঘটনায় সবাই অবাক হয়েছিল যে, একটি আপেলের মধ্যে এত শক্তি কি করে ছিল । আপেলটি তিনিতো মুখেও দেন নি । তাহলে কীভাবে ছোট একটি আপেলের সহায্যে এ পরিব্রাজক মরভূমি থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেন ?

শ্রোতাবন্ধুরা, আপনারাবলতে পারবেন কি ? তার এ শক্তিইবা কোথা থেকে এলো ? হ্যা, এ শক্তি তিনি পেয়েছেন তার আস্থা ও মর্ম থেকে । মানুষের জীবন ক্ষেত্রে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকে । কিছু কিছু মানুষতো জন্মাবধি প্রতিবন্ধী । কিন্তু তারাতো সবসময় সাধারণ মানুষের চেয়েও অসাধারণ কর্মকান্ড করে থাকেন । তাই না ? তাহলে তাদের সে শক্তিই বা আসে কোথা থেকে ? কি বন্ধুরা, আপনারা কি বলতে পারবেন ? আমিই বলে দিচ্ছি, শুনুন --

হ্যাঁ, বন্ধুরা, তা খুব সহজেই আসে একজন মানুষের গভীর আস্হা থেকে । বন্ধুরা, তাহলে এ গল্প থেকে আমরা কি শিখলাম ? আমরা শিখতে পেরেছি যে কাজই করি না কেন আর যত বিপদেই পড়িনা কেন আমাদের নিজেদের মনে আস্থা আর সাহস রাখতেই হবে। কারণ, আস্থা আর সাহসই হলো আমাদের প্রাণ শক্তির উত্স।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040