Web bengali.cri.cn   
হু নান প্রদেশের সূচি শিল্প
  2010-02-19 20:57:45  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা হু নান প্রদেশের সূচী শিল্প চীনের চারটি বিখ্যাত সূচী শিল্পের মধ্যে অন্যতম। এ সূচী শিল্প প্রধানত প্রাকৃতিক সিল্ক দিয়ে সিল্কের কাপড়ের ওপর ছবি আকা। বছরের। হু নান প্রদেশের সূচী শিল্প প্রধানতঃ সিংহ ও বাঘ এবং অন্য পশু নিয়ে ছবি আঁকা হয়। ২০০৬ সালে এ সূচী শিল্প চীনের জাতীয় পর্যায়ের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার সংক্রান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আজকের চীনের উত্তরাধিকার অনুষ্ঠানে আপনাদের জানাচ্ছি হু নান প্রদেশের সূচী শিল্পের কথা।

হু নান প্রদেশের সূচি শিল্প অনেকের দৃষ্টি আর্কষণ করেছে। কিন্তু এ সূচী সেলাই করার দক্ষতার অধিকারী এমন লোকের সংখ্যা খুব কম। মাদাম চিয়াং চাই হোং তাদের মধ্যে একজন। অন্যান্য অবৈষয়কি সংস্কৃতি উত্তরাধিকারের মতো হু নান প্রদেশের সূচী শিল্পও পরিবারের মধ্যে প্রসারিত হয়। চিয়াং জাই হোং হু নান প্রদেশের সূচী শিল্পের সপ্তম ব্যক্তি। এ সূচী শিল্পের কথা উল্লেখ্য করে তিনি বলেছেন,

"এ সূচীকর্ম করার সময় তার নিজের একটি নিয়ম আছে। যেমন প্রথম কোন দিক থেকে শুরু করবে এবং তার পর কোন দিকে যাবে। সব নিয়মের মধ্যেই থাকে। যদি এক দিকে না যায়, তাহলে সেলাই কাজ সুন্দর হয়ে ফুটবে না।

কথা শোনা খুব সহজ। কিন্তু করা খুব কঠিন। দু'এক দিনের মধ্যে এ সেলাই কাজ শেখা সম্ভব হয় না। চিয়াং জাই হোং বলেছেন, সূচী শিল্প শিখতে অনেক সময় লাগবে এবং অসাবধান থাকলে শরীরের ক্ষতি হবে। ৪১ বছর বয়সী চিয়াং জাই হোং প্রায়শঃই ব্যথায় ভূগে থাকেন।

"আমি এ বয়সী হলেও কাঁধ ও কোমরসহ অনেক জায়গায় ব্যথা অন্ধভব করি। কারণ সব সময় বসে থাকতাম বলে।

অনেক কঠিন অবস্থার সম্মুখীন হলেও তিনি বহু বছর ধরে সূচীর কাজ করেছেন। একদিকে সখ, আরেকটি চীনের ঐতিহ্যবাহী শিল্পের দায়িত্ব বোধ তাকে শক্তি প্রদান করেছে। বিশেষ করে গত বছরে পেইচিং অলিম্পিক গেমসের সময় অনেকেই সিয়াং ইয়ুনের ঘর পরিদর্শন করেছে। তিনি হু নান প্রদেশের সূচী শিল্প উপভোগ করেছেন। তিনি বলেন,

'সে সময় একটি বাঘের সূচী শিল্প প্রদর্শিত হয়ে ছিল। পেইচিংয়ের অনেক পত্রিকা তার ওপর ছবিসহ খবর প্রচার করেছে। এমন কী একজন দর্শক পত্রিকাগুলো সংগ্রহ করে আমাকে দিয়েছেন। আমি এ দর্শককে এর আগে চিনতাম না। তিনি কাগজে এ সূচী শিল্প সম্পর্কে জেনেছে এবং বিশেষভাবে আমাদের হু নান প্রদেশের সিয়াং ইয়ুন ঘরে সূচী দেখতে এসেছেন।

কাপড় ও ছাতাসহ সাধারণ জিনিস পত্রে হু নান প্রদেশের সূচী শিল্প সেলাই করা হলে একটি সুন্দর শিল্পকলায় পরিণত হয়। সেজন্য অনেকে উপহার হিসেবে এ ধরণের সূচী শিল্প বেছে নেয়।

অনেকে হু নান প্রদেশের সূচী শিল্পকে পছন্দ করলেও এ সূচীকর্ম সলাই দক্ষতার ওপর আগ্রহী এমন লোক খুব কম। চিয়াং জাই হোং বলেছেন, এ সূচী শিল্প উত্তরাধিকার করা কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। এখন এ সূচী শিখতে চায় এমন যুবক অনেক কম। এ সম্পর্কে চিয়াং জাই হোং বলেন,

"এ সূচী শিখতে চাইলে ধৈর্য্য ধরতে হবে। দু'এক বছরের মধ্যে কোনো সাফল্য দেখা সম্ভব হবে না। সাধারণ শিল্পকলা সেলাই করলে পয়সা আয় করা কঠিন। সেজন্য অনেক যুবক কিছু সময় সেলাই কাজ শিখার পর চলে যায়।

চিয়াং জাই হোং সব সময় হু নান প্রদেশের ছাত্রছাত্রীদেরকে এ সূচী শিল্প সম্পর্কের ওপর ভাষণ দেন। এ উপায়ে তিনি সূচী শিল্পের উত্তরাধিকার সম্প্রসারণ করবেন বলে তিনি আশা করেন।

বেসরকারী জনসাধারণ হু নান প্রদেশের সূচী শিল্প সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় সরকারও অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। হু নান প্রদেশের সংস্কৃতি বিভাগের উপ-মহাপরিচালক মেং ছিং সান বলেছেন, এ সূচী শিল্প রক্ষা ও উন্নয়নের জন্য ২০০২ সাল থেকেই স্থানীয় সরকার, সংস্কৃতি ও প্রযুক্তি বিভাগ ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনি বলেন,

"আমরা এ সূচী শিল্পীদের প্রয়োগ করেছি। তাদের মাধ্যমে জুনিয়রদেরকে শিক্ষা প্রদান করছি। এ ছাড়া বিলুপ্ত হওয়া সেলাইয়ের পদ্ধতি বিশেষভাবে এখানে শিখানো হয়।

তাছাড়া হু নান প্রদেশের সূচী শিল্প অঞ্চল হু নান প্রদেশের শিল্পকলা একাডেমীর সঙ্গে সহযোগিতা করে দু' থেকে তিন বছরের মধ্যে একশ জন এ সূচী শিল্পের শিক্ষার্থীকে প্রশিক্ষিত করে তুলবে।

মেং ছিং সান বলেছেন, ভবিষ্যতে স্থানীয় সরকার অবৈষয়িক সংস্কৃতি উত্তরাধিকারের ক্ষেত্রে আরও বরাদ্দ বাড়াবে। যাতে এ সূচী শিল্প রক্ষা করা যায়।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040