|
একজন মানুষের খুব বিপদের মধ্য দিয়ে দিন কাটছিল । কিছুতেই সে তা অতিক্রম করে উঠতে পারছিলনা । সে সবার কাছে সহায়তা চেয়ে বেড়াত । অথচ কেউ তার এ করুণ আবেদনেও একটিবারের জন্য সাহায্যের হাত প্রসারিত করে নি । কিন্তু তার চাহিদা ছিল খুবই সামান্য । তারপরও সবাই তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ।
কিছুদিনের মধ্যেই সে অস্হির হয়ে পড়লো । সে একদিন বিধাতার কাছে প্রার্থনা করে বললো ' হে বিধাতা, তুমিই শুধু আমাকে এ অবস্হা থেকে উদ্ধার করতে পারো । আমি তোমার সাহায্য চাই ।
বিধাতা তার করুণ আকুতি শুনে একদিন রাতে স্বপ্নে তাকে বললো, 'ওহে, তোমাকে আমি সত্যিই সাহায্য করতে পারি' ।
লোকটি তখন বিধাতাকে বললো, 'আপনি সত্যিই দয়ালু, আমি যদি আপনাকে একবার দেখতে পেতাম, তাহলে আমি অনেক বেশি আনন্দিত ও সুখী হতাম আর আমার জীবন ধন্য হয়ে যেতো' ।
বিধাতা তখন তাকে বললো, 'ঠিক আছে, আগামীকাল আমি নিশ্চয়ই তোমাকে দেখা দেব । তবে আমি আমার স্বরূপে তোমার সামনে হাজির হবো না । আমি একজন দেহ মাংসের শরীরে তোমার সামনে এসে দাঁড়াবো । আগামীকাল খুব ভোরে ঘুম থেকে উঠে প্রথমেই যাকে তোমার সামনে দেখতে পাবে আসলে সেই হচ্ছে আমি ।'
লোকটি বিধাতাকে দেখার জন্য অধীর আগ্রহে পরের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে পরিস্কার পরিচ্ছন্ন হয়ে চুল আচড়াণোর জন্য আয়নার সামনে এসে দাঁড়ালো । আয়নায় সে প্রথমেই নিজেকে দেখতে পেলো । আয়নার ভেতরে সে স্বপ্নে দেখা বিধাতাতে দেখতে পেলো । ঠিক যেন তার সংগে অনেক মিল রয়েছে ।
সে খুব আশ্চর্য হলো । সে বুঝতে পারলো যে বিধাতা তার নিজের ভেতরেই রয়েছে । তার অর্থ নিজেইতো বিধাতা । সংগে সংগে তার আস্হা ভীষণভাবে বেড়ে যায় ।
তার এ আস্হা বেড়ে যাবার কারণে কিছুদিনের মধ্যেই তার জীবনে অনেক পরিবর্তন ঘটে যায় । সে এখন সবার সংগে মিলে মিশে খুব ভালোভাবেই দিন কাটাতে পারছে । এমনকি তার আস্হা যত বেশি বাড়ছে, তত বেশি মানুষ তার জন্য সাহায্যের হাত প্রসারিত করছে ।
এ গল্প থেকে আমরা কী বুঝতে পারলাম ? যারা অন্যের ওপর নির্ভর করে তারা আস্হাহীনতায় ভোগে এবং কখনোই নিজেকে একজন পুরোপুরি মানুষ মনে করে না । আসলে যাদের নিজের ওপর আস্হা রয়েছে তারাই কেবল নিজের মত করে নিজেকে শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে নিজেকে গড়ে তুলতে পারে আর গৌরবের আনন্দ উপলব্ধি করতে পারে ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |