Web bengali.cri.cn   
কান সু প্রদেশের সুউচ্চ রণ-পা'য়ের মানুষ
  2010-02-05 21:03:32  cri

বন্ধুরা, আপনারা চীনের ঐতিহ্যবাহী মন্দির মেলাতে রণ-পা'য়ের মানুষের পরিবেশনা দেখেছেন? প্রাচীণ চীনের ঐতিহ্যবাহী অপেরার ভেতরে সংশ্লিষ্ট মানুষের অভিনয়ের জন্য তাদের ১ মিটারেরও বেশি রণ- পা রয়েছে। এটি দেখলে সবাই আনন্দিত হয়ে উঠে। বন্ধুরা, আজকের " চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি" অনুষ্ঠানে আমরা সুউচ্চ রণ- পা'য়ের মানুষের গল্প আপনাদেরকে শোনাবো। কেন সুউচ্চ রণ- পা'য়ের কথা বলেছি? কারণ তাদের পা সাধারণ মন্দির মেলাতে সাধারণ রণ- পা'য়ের মানুষের পা'র চেয়ে আরও উচু হয়। যার উচ্চতা ৩ মিটারেরও বেশি। চীনে একটি সবচেয়ে উচ্চ রণ- পা হিসেবে তার পরিবেশনার ইতিহাস ইতোমধ্যেই ৭ শ'রও বেশি বছর রয়েছে।

আসলে সুউচ্চ রণ- পা'য়ের পরিবেশনা হচ্ছে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের কান সু প্রদেশের ইয়ুং তেং জেলার খু শুই উপথানার একটি স্থানীয় স্ববৈশিষ্ট্যসম্পন্ন অপেরা। এ অপেরা দেখলে আপনি নিশ্চয় অবাক হয়ে যান। সুউচ্চ রণ- পা'য়ের মানুষের মোট উচ্চতা আসলে প্রায় ৫ মিটার। কারণ তার নিজের শরীর উচ্চতা আরও সাড়ে মিটারেরও বেশি।

২০০৯ সালের জুন মাসে খু শুই সুউচ্চ রণ- পা'য়ের পরিবেশনা সি ছুয়ান প্রদেশের ছেং তু'তে অনুষ্ঠিত " দ্বিতীয় চীনের ছেং তুং অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার উত্সবে" সকল দশর্কের আকর্ষিত হয়েছে। তারা এবারের সাংস্কৃতিক উত্তরাধিকার উত্সবের সর্বোচ্চ পুরস্কার---" থাই ইয়াং শেন নিয়াও"পুরস্কারঅর্জন করেছেন। এ সম্পর্কে পরিবেশক চু থিং উ বলেন:

" আমাদের পরিবেশন শেষের পর, অনেকের প্রশংসা পেয়েছে। সকলের করতালিও বন্ধ করা যায় না। হয়তো তারা এতো সুউচ্চ রণ-প্যা'য়ের মানুষ কখনও দেখেননি"।

বহু বছরের নিরলস প্রচেষ্টায় এখন ২৮ বছর বয়স্ক চু থিং উ একজন সামর্থবান সুউচ্চ রণ-প্যা'য়ের মানুষে পরিণত হয়েছেন। ২০০৯ সালে তিনি ৩০বারের বেশি বাইরে সুউচ্চ রণ-প্যা'য়ের পরিবেশন করেছেন। এর মধ্যে ৪বার চীনের অন্যান্য প্রদেশে পরিবেশন করেন। মাঝে মাঝে বাইরে পরিবেশন করলে কৃষি মৌসুম উপলক্ষে ফসলের জন্য ক্ষতিগ্রস্ত হবে না? সংশ্লিষ্ট সংবাদদাতাদের প্রশ্নের উত্তরে চু থিং উ বলেন, বাইরে পরিবেশন করার সময় প্রতিদিন ১৮০ ইউয়ানের ভর্তুকি পায়। এমন কি, বাইরে গেলে অন্যদের সঙ্গে যোগাযোগও করতে পারেন।

চীনের সংস্কার ও উন্মুক্তকরণের পর, বেশি নারী পরিবেশক সুউচ্চ রণ-প্যা'য়ের দলে যোগ দিয়েছে। লি পিং হচ্ছে এর মধ্যে অন্যতম একজন নারী পরিবেশক। এ সম্পর্কে তিনি বলেন:

" আমি ছেলে'র কাজ করতে পছন্দ করি। কারণ আমার প্রচুর সাহস রয়েছে। আমার এক স্বপ্ন আছে যে, ভবিষ্যতে বিদেশীর কাছে সুউচ্চ রণ- পা'য়ের পরিবেশন করবো। যাতে চীনা নারীদের চমত্কার ভাবমুর্তি প্রদর্শন করা যায়"।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040