Web bengali.cri.cn   
কায়রোয় চীনা সংস্কৃতি কেন্দ্রে চীনা গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত
  2010-02-15 20:08:03  cri
সম্প্রতি মিসরের রাজধানী কায়রোর চীনা সংস্কৃতি কেন্দ্রে ষষ্ঠ ' রাষ্ট্রদূত কাপ 'চীনা গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । মিসরের ছাত্রছাত্রীরা চীনা গান গাওয়ার মাধ্যমে তাদের শেখা চীনা ভাষা চর্চার সুযোগ পেয়েছেন এবং চীনের প্রতি তাদের প্রীতি ও মৈত্রীর মনোভাব প্রকাশ করেছেন ।

সেদিন কায়রোর চীনা সংস্কৃতি কেন্দ্রে দর্শকদের ভীড় জমে যায়। কায়রো বিশ্ববিদ্যালয়সহ মিসরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগের ছাত্রছাত্রী ও চীনা সংস্কৃতি কেন্দ্রের চীনা ভাষা ক্লাসের ১৬জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন । ২০০২ সালে কায়রোয় চীনা সংস্কৃতি কেন্দ্র প্রতিষ্ঠার পর মোট ছয়বার চীনা গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । মিসরে চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলার ও কায়রো চীনা সংস্কৃতি কেন্দ্রের প্রধান মাদাম ছেন তুং ইউন বলেন , চীনা গানের প্রতিযোগিতা ইতোমধ্যে এ সাংস্কৃতিক কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচীতে পরিণত হয়েছে । তিনি আরো বলেন , মিসরের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং প্রস্তুতির কাজ করেছেন । তাই প্রতিযোগিতার ব্যবস্থাপনায় আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে , প্রতিযোগীদের গানের মানও অনেক উন্নত হয়েছে । এটা তাদের চীনা ভাষা শেখার একটি সুফল এবং মিসরের বিশ্ববিদ্যালয়গুলোর চীনা ভাষার শিক্ষক ও স্বেচ্ছাসেবকের নিরলস প্রচেষ্টার ফল ।

এবারের প্রতিযোগিতায় যিনি চ্যাম্পীয়ন হয়েছে , তিনি চীনে ভ্রমণের সুযোগ পাবেন । কায়রো বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগের দ্বিতীয় শ্রেণীর ছাত্র অমর কামেল তার চীনা ভাষা শিক্ষকের সাহায্যে এ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য চেষ্টা কোনো ত্রুটি করেন নি । তিনি এ প্রতিযোগিতায় চ্যাম্পীয়ন হতে চান এবং চীন ভ্রমণের আকাংখা বাস্তবায়ন করতে চান । তিনি বলেন , প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য আমি অনেক চর্চা করেছি। আজ আমি খুব আনন্দ বোধ করি , কারণ আমি ভালো গেয়েছি । আমি আশা করি আমি প্রতিযোগিতায় প্রথম হবো এবং চীন ভ্রমণের সুযোগ পাবো । আমি চীনের নানা বিষয় জানতে চাই , তাই চীনে যাওয়ার সুযোগ পাওয়ার চেষ্টা করছি ।

এ প্রতিযোগিতায় কায়রো বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী রাগদা আলউই ষষ্ঠ চীনা গান প্রতিযোগিতার চ্যাম্পীয়ন হয়েছেন । এইমাত্র শ্রোতাবন্ধুরা আলউইয়ের গাওয়া একটি চীনা গানের অংশবিশেষ শুনলেন । আলউইয়ের একটি স্বপ্ন হলো একদিন চীনের মহাপ্রাচীর দেখা । তার এ স্বপ্ন এবার বাস্তবায়িত হবে । তিনি মিসরে চীনা রাষ্ট্রদূত উ ছুন হুয়ার হাত থেকে পুরস্কার কাপ পেয়ে খুব খুশি হয়েছেন। তিনি সি আর আই সংবাদদাতাকে বলেন , আমি সত্যিই খুব খুশি । আমি চীন ভ্রমণে যেতে চাই , আমি চীনের রাজধানী পেইচিং , বিশেষ করে চীনের মহাপ্রাচীর দেখতে চাই । আমার এ স্বপ্ন সত্যিই বাস্তবায়িত হচ্ছে ।

মিসরে চীনা রাষ্ট্রদূত উ ছুন হুয়া সোত্সাহে এ প্রতিযোগিতা উপভোগ করেছেন । তিনি আশা প্রকাশ করে বলেছেন , মিসরে চীনা সংস্কৃতি ব্যাপকভাবে প্রচারের জন্য এ ধরনের কর্মসূচী মাঝেমধ্যেই আয়োজন করা উচিত । তিনি আরো বলেন , এবারের ' রাষ্ট্রদূত' শীর্ষক চীনা গানের প্রতিযোগিতা সফল হয়েছে । অনেক প্রতিযোগী চমত্কারভাবে চীনা গান গেয়েছেন । এখন প্রতি বছর চীনা গানের প্রতিযোগিতার আয়োজন ইতিমধ্যে কায়রোর চীনা সংস্কৃতি কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচীতে পরিণত হয়েছে । এ কর্মসূচী আয়োজন তাত্পর্যপূর্ণ ব্যাপার । এ কর্মসূচীর মাধ্যমে চীনের সংস্কৃতির প্রচার আরো ব্যাপক হবে এবং ভবিষ্যতে চীনা ভাষা ও চীনা গানের জনপ্রিয়তা আরো বাড়বে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040