Web bengali.cri.cn   
চীনে নিযুক্ত হল্যান্ডের সাবেক রাষ্ট্রদূত ভান ডেন বার্গ
  2010-02-01 15:39:32  cri
হল্যান্ডের ডেফ্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান ডির্ক জান ভান ডেন বার্গ ২০০৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত চীনে নিযুক্ত হল্যান্ডের রাষ্ট্রদূত ছিলেন । চীনের সঙ্গে বিশেষ সম্পর্কের কারণে তার আরেকটি সুন্দর চীনা নাম আছে, আর তাহলো ওয়েন তাই বো । বহু বছর ধরে তিনি পশ্চিমা দেশের জনগণকে চীন সম্পর্কিত তথ্য জানানো ছাড়াও চীন ও ইউরোপের একাডেমী ও সংস্কৃতি বিনিময়ের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন । সম্প্রতি তিনি তার কার্যালয়ে আমাদের সংবাদদাতাকে বিশেষ সাক্ষাত্কার দিয়েছেন । 

ভান ডেন বার্গ ১৯৫৩ সালে হল্যান্ডের হিলভারসামে জন্মগ্রহণ করেন । গ্রোনিংগেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিষয়ে স্নাতক হওয়ার পর তিনি হল্যান্ডের সরকারী বিভাগে কাজ শুরু করেন । তিনি পর পর হল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণলয়ে কাজ করেছেন । তিনি জাতিসংঘে হল্যান্ডের রাষ্ট্রদূত এবং চীনে নিযুক্ত হল্যান্ডের রাষ্ট্রদূতেরও দায়িত্ব পালন করেছেন । চীনে দেড় বছর থাকার সময় তিনি চীনের ২০টিরও বেশি শহর এবং অন্তর্মঙ্গোলিয়া, সিন চিয়াং ও তিব্বতসহ বিভিন্ন স্বায়ত্তশাসিত অঞ্চলের গ্রামেও ঘুরে বেড়িয়েছেন । তিনি বলেন :

ভিন্ন দিক থেকে সার্বিকভাবে একটি দেশকে জানা ও উপভোগ করা খুবই চমত্কার ব্যাপার । তা হল চীনে আমার কর্মকালিন সময় । নিজের স্বপ্ন নিয়ে চীন ভ্রমণের সময় আমি অনেক কিছুই উপভোগ ও উপলব্ধি করেছি । চীনে হল্যান্ডের রাষ্ট্রদূতের পদ থেকে চলে যাবার পরও আমি বেশ কয়েক বার চীনে এসেছি । আমি এবং আমার স্ত্রী চীনে গ্রীষ্মকালিন ছুটি কাঁটাই । আমরা চীনের সি ছুয়ান ও তিব্বতের সীমান্ত এলাকার একটি মন্দিরে কয়েকদিন থেকেছি । ভিন্ন দিক থেকে চীনকে উপলব্ধি করাটা সত্যিই অনেক মজার ।

ভান ডেন বার্গ একজন অপেশাদার ফটোগ্রাফার । চীনে তার উপলব্ধি ও অনুভূতিকে তার তোলা ছবিতে ধরে রেখেছেন । হল্যান্ডে ফিরে তিনি চীন সম্পর্কিত আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করেছিলেন এবং চীন সম্পর্কিত বক্তৃতাও দিয়েছিলেন । তিনি নিজের চোখে চীনের আকাশ পাতাল পরিবর্তন দেখেছেন । তিনি সবসময়ই পশ্চিম ইউরোপের জনগণকে চীনের বিরাট উন্নয়ন উপভোগ করার উত্সাহ দেন। তিনি বলেন :

আমার মনে হয় তা অনেক গুরুত্বপূর্ণ । হল্যান্ড ও পশ্চিম ইউরোপের জনগণের উচিত আরো ভালোভাবে চীনকে জানার জন্য চেষ্টা করা । আমার মনে হয় এখানো অনেকেই চীন সম্পর্কে সঠিকভাবে জানে না তাই চীন সম্পর্কে ভুল বোঝাবোঝি রয়েছে । তা চীনকে মূল্যায়ন করার সঠিক উপায় নয়। তাদের উচিত চীন সম্পর্কে আরো বেশি জানা । আমি এর জন্য নিজের অবদান রাখতে অনেক আগ্রহী । চীন সম্পর্কে আমার অনুভূতি তাদের সঙ্গে ভাগাভাগি করতে চাই এবং তাদেরকে চীন সম্পর্কে জানার ক্ষেত্রে সাহায্যও করতে প্রস্তুত রয়েছি।

নিজের অভিজ্ঞতার মাধ্যমে পশ্চিম ইউরোপের লোকজনকে চীনের উন্মুক্তকরণ ও সংস্কার এবং চীনের সংস্কৃতি জানার মাধ্যমে ভান ডেন বার্গ চীন ও ইউরোপের একাডেমী পর্যায়ে বিনিময়ের জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চীনে হল্যান্ডের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের সময় তিনি পর পর চীনের ফু তান বিশ্ববিদ্যালয় ও ছিং হুয়া বিশ্ববিদল্যালয়সহ বিভিন্ন শীর্ষ শ্রেণীর বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন এবং পরিদর্শন করেন । নিজের দেশে ফিরে যাওয়ার পর বিশ্ব বিখ্যাত ডেফ্ট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান নিযুক্ত হওয়ার পর তিনি অব্যাহতভাবে দু'দেশের একাডেমী পর্যয়ের বিনিময় ত্বরান্বিত করছেন। তিনি বলেন :

আমি এ বিশ্ববিদ্যালয়ের প্রধান হওয়ার আগে ডেফ্ট প্রযুক্তি বিশ্ববিদল্যালয় ও চীনের বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেক সহযোগিতার প্রকল্প ছিল । যেমন বেসামরিক প্রকল্প , জলসেচ ও মহাকাশ প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের বৈজ্ঞানিকরা সবসময় সহযোগিতা করে আসছেন । এ ছাড়া দু'দেশের ডাক্তরদের বিনিময় ও সহযোগিতার ক্ষেত্রেও বিরাট সাফল্য অর্জিত হয়েছে । তা অনেক গুরুত্বপূর্ণ । কারণ, আমি স্পষ্টভাবে দেখেছি যে , চীন এখন বিজ্ঞান ও অর্থনীতির দিকে ধাবিত হচ্ছে । চীনের সঙ্গে সুষ্ঠু সম্পর্ক উন্নয়ন করাও এক ধরনের ভালো উদ্যোগ । কারণ, বিজ্ঞান গবেষণা ক্ষেত্রে চীন বিশ্বের গুরুত্বপূর্ণ দেশে পরিণত হবে ।

ভান ডেন বার্গ জানিয়েছেন , বর্তমানে ডেফ্ট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ শ'জন চীনের ডক্ত ছাত্র আছে । পোস্ট গ্রাজুয়েট ছাত্রের সংখ্যা ৮শ'জন । চীনের সঙ্গে একাডেমী ক্ষেত্রের বিনিময় সম্প্রসারণের জন্য হল্যান্ড সরকার আরো বেশি চীনা পন্ডিতকে হল্যান্ডে গিয়ে বিনিময় করার ব্যাপারে উত্সাহ দেয়ার একটি পরিকল্পনা প্রণয়ন করেছে ।

গত বছর ছিল নয়া চীন প্রতিষ্ঠার ৬০ বার্ষিকী । এ সম্পর্কে ভান ডেন বার্গ উত্তেজনাময় অনুভূতিতে বলেন :

আমার মনে হয় , ৬০ বছরে চীনের অর্জিত সাফল্য খুব মুগ্ধকর । চীনে লাখ লাখ লোকের দারিদ্র দূরীভুত হয়েছে । অসংখ্য সুযোগ সৃষ্টি হয়েছে । চীনের একটি সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যত রয়েছে । চীনের ভবিষ্যত সম্পর্কে আমার মূল্যায়ন ইতিবাচক । অবশ্যই চীন অনেক চ্যালেঞ্জের সম্মুখীন । আমি আশা করি, আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়নে চীন আরো বেশি এবং আরো বড় ভূমিকা পালন করবে । আসলে এখন চীন বিশ্ব মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । আমি আশা করি বিশ্বের রাজনৈতিক ব্যাপারে চীন নেতৃত্বের ভূমিকা পালন করবে ।

ভান ডেন বার্গ বলেন , সম্ভব হলে তিনি আবার চীনে যাবেন । পেইচিং শহরে তিনি দেড় বছর থেকেছেন। এখানে তার অনেক চীনা বন্ধু আছে । এ শহরের সব কিছুই তার পরিচিত এবং তিনি এ শহরকে ভালোবাসেন।

(শুয়েই ফেই ফেই)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040