Web bengali.cri.cn   
নতুন নীতি চীনের তথ্য ও প্রকাশনা শিল্পের উন্নয়নে ত্বরান্বিত করবে
  2010-01-27 18:34:21  cri

২০০৯ সালে চীনের তথ্য ও প্রকাশনা শিল্পের মোট আয় হয়েছে ১ ট্রিলিয়ন ইউয়ান। এ আনন্দের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সম্প্রতি চীনের তথ্য ও প্রকাশনা শিল্প উন্নয়নের কর্মকান্ড নির্ধারিত হয়েছে। কর্মকান্ডে স্পষ্টভাবে ভবিষ্যতে উন্নয়নের পাঁচটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেয়া হয়েছে। এ ছাড়া এতে আরো উল্লেখ করেছে যে, চীনের তথ্য ও প্রকাশনা শিল্প " বাইরে চলে যাওয়ার" বিষয়টি আরও জোরদার করবে। বিশ্লেষকরা মনে করেন যে, নতুন নীতির প্রবর্তন চীনের তথ্য ও প্রকাশনা শিল্প উন্নয়নের ওপর নিশ্চয় ইতিবাচক ভূমিকা পালন করবে। বন্ধুরা, আজকের " সাংস্কৃতিক ঘটনা" অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।

সম্প্রতি চীনের তথ্য ও প্রকাশনা ব্যুরো "তথ্য ও প্রকাশনা শিল্প উন্নয়নের নির্দেশক মতামত" প্রকাশিত হয়েছে। এতে স্পষ্টভাবে পাঁচটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা উপস্থাপন করেছে। এর মধ্যে রয়েছে বই এবং পত্রিকাসহ ঐতিহ্যবাহী প্রকাশনা শিল্প উন্নয়ন। পত্রিকা ছাড়া সৃজনশীল প্রকাশনা শিল্প উন্নয়ন এবং ভিডিও গেমসহ প্রকাশনা শিল্প উন্নয়ন।

পরিসংখ্যান থেকে জানা গেছে, চীনের বই, পত্রিকা এবং ইলেকট্রোনিক প্রকাশনা পণ্যের মোট পরিমান পর পর পাঁচ বছর ধরে বিশ্বে সর্বাধিক। এ পর্যন্ত সারা চীনে রাষ্ট্রায়ত্ত, বেসরকারী, বিদেশী পুঁজি এবং যৌথ পুঁজি শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা হয়েছে ১ লাখ ২০ হাজার। লক্ষ্য আরো উন্নয়ন সম্পর্কে চীনের তথ্য ও প্রকাশনা ব্যুরোর প্রকাশনা শিল্প উন্নয়ন বিভাগের মহাপরিচালক ফান ওয়েই পিং বলেন:

" তথ্য ও প্রকাশনা উত্পাদনের শক্তি স্পষ্টভাবে উন্নয়ন করলে তথ্য ও প্রকাশনা শিল্প উন্নয়নের গতি তার একই সময়ের জি ডি পি'র উন্নয়নের গতির চেয়ে আরও দ্রুত হবে"।

গত শতাব্দীর ৮০ দশকের আগে চীনের তথ্য ও প্রকাশনা শিল্প এবং সংশ্লিষ্ট খাত দেশের চেতনা খাতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে। পত্রিকা সংস্থা এবং প্রকাশনা সংস্থা সব রাষ্ট্রায়ত্ত ইউনিট। গত শতাব্দীর ৯০ দশকে চীনের প্রকাশনা শিল্প ধাপে ধাপে বিশ্বের সঙ্গে সম্পর্কিত হয়। তবে প্রকাশনা ইউনিট একটি নিজের বাজার সৃষ্টি হয়নি বলে মনে করা হয়।

২০০৩ সালে চীনের তথ্য ও প্রকাশনা ব্যবস্থা সংস্কার শুরু হয়। এর ভিত্তিতে ২০০৯ সালের এপ্রিল মাসে চীনের তথ্য ও প্রকাশনা ব্যুরো তথ্য ও প্রকাশনা ব্যবস্থা সংস্কার সংক্রান্ত একটি দলিলপত্র প্রবর্তিত হয়েছে। এর অনুরোধ হচ্ছে ২০১০ সালের শেষ দিক পর্যন্ত চীনের সব জায়গায়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পর্যায়ের ইউনিটে চালানো বই , ভিডিও এবং ইলেকট্রোনিক প্রকাশনা সংস্থার ব্যবস্থা পরিবর্তন করা। যাতে একটি আধুনিক শিল্পপ্রতিষ্ঠানের ব্যবস্থা গড়ে তোলা যায়।

চীনের চিয়াং সু প্রদেশের ফেং হুয়াং প্রকাশনা গোষ্ঠী হচ্ছে চীনের প্রকাশনা মহলে আয়ের মধ্য থেকে একটি সর্বোচ্চ শিল্পপ্রতিষ্ঠান। সম্প্রতি ফেং হুয়াং গোষ্ঠীর মহাপরিচালক থান ইউয়ে ছেং সি সি থি ভির বার্ষিক অর্থনৈতিক ব্যক্তির প্রকাশনা মহলের একজন বিখ্যাত ব্যক্তি ভূষিত হন। তিনি সি সি থি ভিকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন:

" এখন আমরা স্থির করেছি যে, ১০ বিলিয়ন ইউয়ানের প্ল্যাটফর্মে একটি নতুন কৌশলগত নীতি নির্ধারণ করা। এ নীতি হচ্ছে সারা চীনে সাংস্কৃতিক শিল্প ক্ষেত্রের একজন কৌশলগত পুঁজি বিনিয়োগকারীতে পরিণত হওয়া"।

চীনের তথ্য ও প্রকাশনা শিল্প উন্নয়ন সম্পর্কিত নতুন নীতি দেশি-বিদেশী সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে। কারন নতুন নীতিতে বলা হয়েছে, অ-গণমালিকানা সাংস্কৃতিক শিল্পপ্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট সহযোগিতা প্রদান করবে। এ সম্পর্কে চীনের তথ্য ও প্রকাশনা গবেষণাগারের গবেষক হাও চেন শেং বলেন:

" একটি নতুন সাংস্কৃতিক উত্পাদনের শক্তি হিসেবে অ-গণমালিকানা সাংস্কৃতিক শিল্পপ্রতিষ্ঠান নিশ্চিতভাবে তার ইতিবাচক ভূমিকা পালন করবে। এ পূর্ণাঙ্গ খাত উন্নয়নের সঙ্গে সঙ্গে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারী শিল্পপ্রতিষ্ঠানের গভীর সহযোগিতা আরও অব্যাহতভাবে চালিয়ে যাবে"।

এ ছাড়া, দলিলপত্র আরও উল্লেখ্য করেছে যে, তথ্য ও প্রকাশনা শিল্প " বাইরে চলে যাওয়া"কে ত্বরান্বিত করবে। এর নির্দিষ্ট ব্যবস্থার মধ্যে রয়েছে তথ্য ও প্রকাশনা পণ্য সংক্রান্ত বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্র সম্প্রসারণ করা। সহযোগিতা করে প্রকাশনার শক্তি জোরদার করা এবং পুরোপুরিভাবে আন্তর্জাতিক সহযোগিতামূলক ওয়েব-সাইট ও প্ল্যাটফর্মের ভূমিকা পালন করা।

চীনের তথ্য ও প্রকাশনা গবেষণাগারের গবেষক হাও চেন শেং মনে করেন, নতুন প্রবর্তিত দলিলপত্র হচ্ছে একটি বৈজ্ঞানিক কর্মসূচী। এর উন্নয়নের দুয়ার উন্মুক্ত। এ সম্পর্কে তিনি বলেন:

" এ দলিলপত্রে উন্নয়নের একটি বৈজ্ঞানিক কর্মসূচী রয়েছে। প্রথমতঃ তথ্য ও প্রকাশনা উত্পাদনের শক্তি ব্যাপক উন্নত। দ্বিতীয়তঃ আমাদের শিল্পের কাঠামো আরও যৌক্তিক। তৃতীয়তঃ আন্তর্জাতিক প্রকাশনা বাজারে নেতিবাচক বিষয় দূর করার জন্য প্রচেষ্টা চালানো। যাতে বিশ্বে চীনা সংস্কৃতির আন্তর্জাতিক প্রচার ও প্রভাব শক্তি জোরদার করা যায়"।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040