|
চোখ খুব বড়। অন্যজনের জন্য চিন্তা করতে পছন্দ। জনপ্রিয়তা শুধু জনপ্রিয়তা নিজেকেই মনে করেন না। তাঁর ধ্যানধারনা খুবই ছড়ানো । উনি হচ্ছেন পিস্তল প্রাপ্ত সাজানো ছোট্ট জিনিস পছন্দ ৮০ দশকের পর একজন সুন্দরী ছেন মান। সাম্প্রতিক বছরগুলোতে ছেন মান নিজের প্রচেষ্টায় তাঁর ব্যাক্তিগত আলোকচিত্র প্রদর্শনী পেইচিং থেকে প্যারিস এবং হংকংয়ে আয়োজন করেছেন।
চীনের বিখ্যাত কলাম লেখক হুং হুয়াং এভাবেই ছেন মানকে মূল্যায়ন করেছেন যে, " ছেন মান হচ্ছেন সারা চীনে সবচেয়ে শ্রেষ্ঠ পর্যায়ে অন্যতম একজন জনপ্রিয় আলোকচিত্র শিল্পী। বন্ধুরা, আজকের " সাংস্কৃতিক ব্যক্তিত্ব" অনুষ্ঠানে আমরা আলোকচিত্র শিল্পী ছেন মান'র গল্প নিয়ে আপনাদেরকে পরিচয় দেবো।
এ মাসের এক সপ্তাহের শেষের দিনে পেইচিংয়ে তুষার আরও অনেক জমে গেছে। সকাল সাড়ে ১১'টায় পেইচিং " স্টুডিও ছয়" ভবনের দুই তোলার একটি উজ্জ্বল কার্যালয়ে আমাদের সংবাদদাতা আলোকচিত্র শিল্পী ছেন মানকে সাক্ষাত্কার নিয়েছেন। " স্টুডিও ছয়" ভবন হচ্ছে ছেন মান চীনের বিখ্যাত ডিজাইনার ও পরিচালক লি তুং থিয়ানের সঙ্গে স্থাপিত একটি স্টুডিও। যা পেইচিং ছাও ইয়াং জেলার কুয়াং ছু রাস্তায় অবস্থিত।
ছেন মান'র শিল্প-কর্মের মধ্যে অধিকাংশ হচ্ছে ব্যক্তিগত আলোকচিত্র । তিনি বিখ্যাত ফুটবল স্টার বেকহামকে মোটো'র বিজ্ঞাপনের ছবি তুলেছেন। এবার ছবি তোলার প্রক্রিয়া শুধু ১৫ মিনিট সময় লেগেছে বলে একটি সুষ্ঠু ও ছেন মান খুবই সুষ্ঠুভাবে চালিয়েছে। এ সম্পর্কে ছেন মান বলেন:
" বেকহাম দেখতে অনেক সুন্দর লাগে। এটা আমার প্রথম অনুভূতি। কারন সাধারণত ক্যামেরার সামনে সবার মুখ এতো সমান থাকে নয়। হয়তো বামের মুখ একটু ছোট , হয়তো দামের মুখ একটু ছোট। কিন্তু বেকহামের দু'টি মুখ দেখতে একই সাইজ । অবশ্যয় ছবি তোলার সময় অনেক সহজভাবে করতে পারি"।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |