|
ড্র্যাগন নৌকা বাইচ অনুষ্ঠানের সবচেয়ে বৈশিষ্ট্যসম্পন্ন বিষয় হচ্ছে একটি বিশেষ নৌকা জাহাজ সাজানো করা। এ নৌকার দৈর্ঘ প্রায় ৭ মিটার, প্রস্থতা প্রায় ২ মিটার এবং উচ্চতা প্রায় ৫ মিটার।
২০০৬ সালের ২ জুন মাসে চীনের রাষ্ট্রীয় পরিষদ চীনের প্রথম দফার ৫১৮টি রাষ্ট্রীয় পর্যায়ের অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার তালিকা প্রকাশ করেছে। চীনের হু পেই প্রদেশের হুয়াং শি শহরের " ড্র্যাগন বৌট অনুষ্ঠান" চীনের ড্রাগন নৌকা বাইচ উত্সবের একটি রীতি-নীতি হিসেবে এবারের রাষ্ট্রীয় পর্যায়ের অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। এটিও হু পেই প্রদেশের হুয়াং শি শহরে শুধু মাত্র রাষ্ট্রীয় পর্যায়ের একটি অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার। হু পেই প্রদেশের অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষা কেন্দ্রের গবেষক উ চি চিয়ান মনে করেন, এটি হচ্ছে একটি স্থানীয় স্ববৈশিষ্ট্যসম্পন্ন সংস্কৃতি। এর ওপর আরও উন্নয়ন ও রক্ষা করা দরকার। এ সম্পর্কে তিনি বলেন:
" ঐতিহ্যবাহী সংস্কৃতি রক্ষা করলে আসলে আমরা নিজেদেরকে রক্ষা করা যায়। এটি পশুপাখি ও প্রকৃতি রক্ষার মত একই গুরুত্বপূর্ণ। এটিও সোফ্ট শক্তি। এর ওপর আমরা আরও যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাবো"।
বর্তমানে হুয়াং শি শহর " ড্র্যাগন বৌট অনুষ্ঠান" লালন-পালনের চেষ্টা করছে। এ শহরের সংস্কৃতি ব্যুরোর উপ-মহাপরিচালক লি ওয়েই পিং সংবাদমাধ্যমকে বলেন:
" 'ড্র্যাগন বৌট অনুষ্ঠান' সম্পর্কে আমাদের চারটি ব্যাপার করা উচিত। প্রথমতঃ কাছাকাছি পরিবেশের রক্ষা, দ্বিতীয়তঃ সাজ-সরঞ্জামের মেরামত ও রক্ষা, তৃতীয়তঃ উত্তরাধিকারের কাজ করা এবং চতুর্থতঃ ড্রাগন নৌকা বাইচ উত্সব সংক্রান্ত একটি রীতি-নীতি সাংস্কৃতিক ভবন স্থাপন করা"।---ওয়াং হাইমান
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |