|
মোবাইল ফোনের মাধ্যমে ওয়েব-সাইটে অশ্লীল তথ্য ও চিত্র দেখা সংক্রান্ত সমস্যা সম্প্রতি অনেক বাবা মার বেশ উদ্বিগ্ন হয়েছে। কারন অবয়স্ক মোবাইল ফোন নিয়ে ওয়েব-সাইটে অশ্লীল তথ্য ও চিত্র দেখা চীনারা বিশেষ করে বাবা মা'র তীব্র প্রক্রিয়া সৃষ্টি করেছে। মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল তথ্য প্রচার বিশেষ প্রশাসনের লক্ষ্যে চীনের সংশ্লিষ্ট বিভাগ ইতোমধ্যেই জরুরি ব্যবস্থাপনা উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলেছেন, বহু পক্ষ মোবাইল ফোনের অশ্লীল তথ্য প্রশাসনের পাশাপাশি অবয়স্কদের সুস্থ বড় হওয়া রক্ষার জন্য সংশ্লিষ্ট আনুষঙ্গিক শিক্ষাদান করা দরকার। বন্ধুরা, আজকের "সাংস্কৃতিক ঘটনা" অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।
গত নভেম্বর মাসে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন কেন্দ্র পর পর মোবাইল ফোনের মাধ্যমে ওয়েব-সাইটে অশ্লীল তথ্য ও চিত্র প্রচারের রিপোর্ট করেছে। এটি অনেক ছাত্রছাত্রীর বাবা মা'র দৃষ্টি আকর্ষণ করেছে। ছেং ওয়েন সাহেব হচ্ছেন একজন ১৩ বছর বয়সী ছাত্রের বাবা। তিনি সংবাদদাতাকে বলেন, আগে তিনি জানতে পারতেন না যে মোবাইল ফোনের মাধ্যমে ওয়েব-সাইটে অশ্লীল তথ্য ও চিত্র দেখতে পারে। এ সম্পর্কে তিনি বলেন:
" বর্তমানে ওয়েব-সাইটে সংশ্লিষ্ট অশ্লীল তথ্য ও চিত্র শিশুদের জন্য বেশ ক্ষতি সৃষ্টি করেছে। বাড়িতে থাকলে শিশু ওয়েব-সাইটে খেলার সময় আমি নিয়ন্ত্রণ করতে পারি। এর ভেতরে অব্যশয় সংশ্লিষ্ট খারাপ ও অশ্লীল তথ্যও নিষিদ্ধ করা হয়েছে। তবে এখন মোবাইল ফোনেও অসুস্থ ও অশ্লীল তথ্য দেখতে পারে, আমি চিন্তা ভাবছি, শিশুরা যে কোন সময় মোবাইল ফোনে এ সব খারাপ তথ্য দেখতে পারে। এতে আমি বেশ উদ্বিগ্ন"।
আসলে তিন মাস আগে চীনের অনেক বিভাগ ইতোমধ্যেই ওয়েব-সাইটের অশ্লীল তথ্য ও চিত্র দমনের অভিযান চালিয়েছে। এ পর্যন্ত এক শ'রও বেশি অশ্লীল ওয়েব-সাইট বাতিল হয়েছে। পাশাপাশি চীনের রাষ্ট্রীয় " অশ্লীল তথ্য দমন" সংক্রান্ত কর্ম গ্রুপও পুনরায় জরুরি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগকে মোবাইল ফোনের অশ্লীল ওয়েব-সাইটের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থাপনা নেয়ার অনুরোধ জানিয়েছে।
চীনে অশ্লীল তথ্য ও চিত্র সি ডি তৈরী করা সব আইন লংঘনের একটি ব্যাপার। চীনে অশ্লীল তথ্য ও চিত্র দমনের একটি প্রধান সংস্থা হিসেবে রাষ্ট্রীয় " অশ্লীল তথ্য দমন" সংক্রান্ত কর্ম গ্রুপ সবসময় সংশ্লিষ্ট দমনের তত্পরতা চালিয়ে যাচ্ছে। বর্তমানে চীনে ওয়েব-সাইটে ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩৩.৮ কোটি এবং মোবাইল ফোনে ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭০ কোটি। অবয়স্কদের একটি সুস্থ তথ্য পরিবেশ পাওয়ার লক্ষ্যে সাম্প্রতিক বছরগুলোতে চীন সবসময় ওয়েব-সাইটে সংশ্লিষ্ট অশ্লীল তথ্য ও চিত্র দমনের চেষ্টা করছে। ৩জি ইন্টারনেট প্রযুক্তির উন্নয়ন মোবাইল ফোনে অশ্লীল তথ্য ও চিত্র দেখার সমস্যা বেশি সম্মুখীন হচ্ছে। রাষ্ট্রীয় " অশ্লীল তথ্য দমন" সংক্রান্ত কর্ম গ্রুপের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা ওয়াং সুং অবহিত করেন যে, একটি পরিসংখ্যান অনুযায়ী, মোবাইল ফোনে অশ্লীল তথ্য ও চিত্র অবয়স্কদের জন্য বেশ ক্ষতিকর। এ সম্পর্কে তিনি বলেন:
" চীনের বিভিন্ন প্রদেশে এ ব্যাপারে আমরা সব একই সংশ্লিষ্ট তদন্ত করেছি। এর মধ্যে চীনের শান সি প্রদেশের " অশ্লীল তথ্য দমন" সংক্রান্ত কর্ম গ্রুপ শান সি প্রদেশের রাজধানি থাই ইউয়ান শহরের দু'টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৩৫জন ছাত্রছাত্রীর ওপর তদন্ত করেছে। তাদের মধ্যে ৭০ শতাংশ ছাত্রছাত্রী মোবাইল ফোন ব্যবহার করে। এ সব ব্যবহারকারীর মধ্যে ৮০ শতাংশেরও বেশি ছাত্রছাত্রী মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল তথ্য ও চিত্র দেখতে জানতে পারে। একই সঙ্গে এ তদন্ত বয়স্কদের ওপরও একটি রিপোর্ট করেছে। তদন্তের ফলাফল হচ্ছে ৪০জন বয়স্কের মধ্যে শুধু মাত্র ৫জন মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল তথ্য ও চিত্র দেখতে জানতে পারেন। এমন কি, তারা মোবাইল ফোনে কীভাবে অশ্লীল তথ্য ও চিত্র পাওয়া এমন স্পষ্টভাবে জানতে পারেন না। এ সব তদন্ত থেকে আমরা দেখতে পারি যে, মোবাইল ফোনের মাধ্যমে পাঠানো সংশ্লিষ্ট অশ্লীল তথ্য ও চিত্রের একটি সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত খাত হচ্ছে অবয়স্করা। সুতরাং, চীন সরকার এর ওপর বেশ গুরুত্ব আরোপ করেছে।"
পেইচিং পৌর তরুণ-তরুণী আইন ও তথ্য জানা বিষয়ক সেবা কেন্দ্রের মহাপরিচালক চুং ছুন শান মনে করেন, তরুণ-তরুণী সুষ্ঠুভাবে সেক্স বিষয় অজানার শর্তে অশ্লীল তথ্য যোগাযোগ করলে তা নিশ্চয় তাদের সুস্থ বড় হওয়ার জন্য ক্ষতিকর হবে। এ সম্পর্কে তিনি বলেন:
" মানুষের জন্য তরুণ-তরুণী সময় হচ্ছে একজন মানুষের চাবিকাঠি সময়। এ সময়ও যার মূল এবং সেক্স ধারণা বাস্তবায়নের একটি খুবই গুরুত্বপূর্ণ সময়। যদি এ সময় তারা সুষ্ঠুভাবে সুস্থ সেক্স বিষয় না জানে, তাহলে তাদের সুস্থ বড় হওয়া এবং ভবিষ্যতে বিয়ে করার জন্য বেশ অসহায়ক হবে। সুতরাং, সারা সমাজ মোবাইল ফোনের অশ্লীল তথ্য ও চিত্র দেখার ওপর বেশ গুরুত্ব আরোপ করেছে।"
মোবাইল ফোনের মাধ্যমে ওয়েব-সাইটে অশ্লীল তথ্য তৈরী ক্ষেত্রে সংশ্লিষ্ট সেবা প্রদানকারী টেলিযোগাযোগ ব্যবসায়ী সকলের সমালোচনা পেয়েছে। তারা শুধু টাকা উপার্জনের জন্য সংশ্লিষ্ট দায়িত্ব উপেক্ষা করেছে। চীনের শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয় তিনটি বৃত্তম টেলিযোগাযোগ ব্যবসায়ীকে তাদের সংশ্লিষ্ট সেবা পরিষ্কার করার অনুরোধ জানিয়েছে।
পেইচিং পৌর তরুণ-তরুণী আইন ও তথ্য জানা বিষয়ক সেবা কেন্দ্রের মহাপরিচালক চুং ছুন শান উল্লেখ্য করেন, সারা সমাজের শিল্পপ্রতিষ্ঠান এবং জনসাধারণের উচিত নিজেদের সামাজিক দায়িত্ব পালন করা। কেন্দ্রীয় সরকার অশ্লীল তথ্য দমনের ক্ষেত্র সম্প্রসারণ করবে । এ ছাড়া, সারা সমাজ এবং বাবা মা অবয়স্কদের ওপর সুস্থ সেক্স শিক্ষা প্রদান করবে।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |